ETV Bharat / sitara

একদা হুমকি দিয়েছিলেন রীতা কয়রালকে, নেটিজেনদের নিশানায় "হিপোক্রিট" অনুপম - অনুপম খেরের খবর

সফল হওয়ার স্বপ্ন নিয়ে যাঁরা ছোটো শহর থেকে পাড়ি দিয়েছেন মুম্বই নগরীতে, তাঁদের হার না মানার পরামর্শ দিয়েছেন অনুপম খের । কিন্তু, তিনি নিজেই এক সময় অভিনেত্রী রীতা কয়রালকে হুমকি দিয়েছিলেন, স্ত্রী কিরণ খেরের জাতীয় পুরস্কার পাওয়ার পথ পরিষ্কার করতে ।

Anupam kher threatened riya koyral
Anupam kher threatened riya koyral
author img

By

Published : Jun 18, 2020, 9:29 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর যে সমস্ত ছোটো শহরের ছেলে-মেয়েরা মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভয় পাচ্ছেন, তাঁদের মনের জোর দিতে চেয়েছিলেন অনুপম খের । একটি ভিডিয়োর মাধ্যমে সেই সমস্ত উচ্চাকাঙ্ক্ষীদের হার না মানার কথা বলতে চেয়েছিলেন অভিনেতা । তবে হিতে বিপরীত হয়ে গেল ।

2000 সালে ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবিতে বাড়িওয়ালির চরিত্রে অভিনয় করেছিলেন কিরণ খের (অনুপম খেরের স্ত্রী) । তবে কিরণের লিপে ডাবিং করেন অভিনেত্রী রীতা কয়রাল । ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে নমিনেটেড হয় । এবার অভিনেত্রী যদি ডাবিংয়ের সাহায্য নিয়ে থাকেন, তাহলে তাঁর সঙ্গে ডাবিং আর্টিস্টকেও পুরস্কার দেওয়া হয় জয়েন্টলি ।

Anupam kher threatened riya koyral
বাড়িওয়ালি- ছবিতে কিরণ

কিন্তু, ডাবিং আর্টিস্ট হিসেবে রীতার কণ্ঠরোধ করতে চেয়েছিলেন অনুপম খের । টাকার বিনিময় তিনি মিডিয়ার সামনে রীতাকে ডাবিংয়ের কথা অস্বীকার করতে বলেন । রীতা তা না করতে চাওয়ায়, তাঁকে রীতিমতো হুমকি দেন বর্ষীয়ান অভিনেতা ।

একথা রীতা নিজেই জানিয়েছিলেন এক টেলিভিশন শোয়ে এসে । সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যদিও পরে ঋতুপর্ণ স্বীকার করেন রীতার নাম, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে । জাতীয় পুরস্কার পেয়ে গেছেন কিরণ । আর সেই শোক মনে চেপেই পৃথিবী ছাড়েন রীতা । এই হিপোক্রিসির জন্য নেটিজেনদের কাঠগড়ায় অনুপম খের । বলিউডের এই দ্বিচারিতাই সুশান্তের মতো প্রতিভাকে তিলে তিলে শেষ করে, মত সোশাল মিডিয়ার ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর যে সমস্ত ছোটো শহরের ছেলে-মেয়েরা মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভয় পাচ্ছেন, তাঁদের মনের জোর দিতে চেয়েছিলেন অনুপম খের । একটি ভিডিয়োর মাধ্যমে সেই সমস্ত উচ্চাকাঙ্ক্ষীদের হার না মানার কথা বলতে চেয়েছিলেন অভিনেতা । তবে হিতে বিপরীত হয়ে গেল ।

2000 সালে ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবিতে বাড়িওয়ালির চরিত্রে অভিনয় করেছিলেন কিরণ খের (অনুপম খেরের স্ত্রী) । তবে কিরণের লিপে ডাবিং করেন অভিনেত্রী রীতা কয়রাল । ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে নমিনেটেড হয় । এবার অভিনেত্রী যদি ডাবিংয়ের সাহায্য নিয়ে থাকেন, তাহলে তাঁর সঙ্গে ডাবিং আর্টিস্টকেও পুরস্কার দেওয়া হয় জয়েন্টলি ।

Anupam kher threatened riya koyral
বাড়িওয়ালি- ছবিতে কিরণ

কিন্তু, ডাবিং আর্টিস্ট হিসেবে রীতার কণ্ঠরোধ করতে চেয়েছিলেন অনুপম খের । টাকার বিনিময় তিনি মিডিয়ার সামনে রীতাকে ডাবিংয়ের কথা অস্বীকার করতে বলেন । রীতা তা না করতে চাওয়ায়, তাঁকে রীতিমতো হুমকি দেন বর্ষীয়ান অভিনেতা ।

একথা রীতা নিজেই জানিয়েছিলেন এক টেলিভিশন শোয়ে এসে । সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যদিও পরে ঋতুপর্ণ স্বীকার করেন রীতার নাম, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে । জাতীয় পুরস্কার পেয়ে গেছেন কিরণ । আর সেই শোক মনে চেপেই পৃথিবী ছাড়েন রীতা । এই হিপোক্রিসির জন্য নেটিজেনদের কাঠগড়ায় অনুপম খের । বলিউডের এই দ্বিচারিতাই সুশান্তের মতো প্রতিভাকে তিলে তিলে শেষ করে, মত সোশাল মিডিয়ার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.