ETV Bharat / sitara

কোরোনামুক্ত কোয়েল ও রঞ্জিত মল্লিক - koel malllick

কোরোনামুক্ত কোয়েল মল্লিক সহ পরিবারের সবাই । আজ সন্ধেয় টুইট করে একথা জানান অভিনেত্রী ।

োে্
োে্
author img

By

Published : Aug 2, 2020, 7:54 PM IST

কলকাতা : অবশেষে স্বস্তির নিশ্বাস মল্লিক পরিবারে । কোরোনামুক্ত কোয়েল মল্লিক সহ পরিবারের সবাই । আজ সন্ধেয় টুইট করে একথা জানান অভিনেত্রী ।

10 জুলাই কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানান কোয়েল । টুইটারে তিনি লেখেন, "আমার বাবা, মা, রানে ও আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে...সেলফ কোয়ারানটিনে রয়েছি !"

কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁদের । শ্বাসকষ্টের উপসর্গও ছিল । 8 জুলাই তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয় । পজ়িটিভ আসে রিপোর্ট । এরপরই খবরটি নিশ্চিত করেন কোয়েল নিজেই ।

কয়েকদিন আগে ETV ভারতকে রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন, যে তাঁরা হাসপাতালে ভরতি হননি । বাড়িতেই রয়েছেন । কোয়েল রয়েছেন নিসপালের সঙ্গে তাঁদের বাড়িতে আর রঞ্জিতরা তাঁদের টালিগঞ্জের বাড়িতে । কোয়েলের বাচ্চা পুরোপুরি সুস্থ আছে ।

এতদিন বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তাঁরা । অবশেষে কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তাঁদের । টুইট করে কোয়েল জানান, "প্রার্থনা ও ভালোবাসার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ । আমরা সবাই পুরোপুরি সুস্থ ও আমাদের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ।"

  • Can’t express our gratitude in words for all the love,concern,care & prayers that came our way through out this time!We all have completely recovered & tested negative for Covid 19🙏

    — Koel Mallick (@YourKoel) August 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

5 মে মা হন কোয়েল । পুত্রসন্তানের জন্ম দেন তিনি ।

কলকাতা : অবশেষে স্বস্তির নিশ্বাস মল্লিক পরিবারে । কোরোনামুক্ত কোয়েল মল্লিক সহ পরিবারের সবাই । আজ সন্ধেয় টুইট করে একথা জানান অভিনেত্রী ।

10 জুলাই কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানান কোয়েল । টুইটারে তিনি লেখেন, "আমার বাবা, মা, রানে ও আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে...সেলফ কোয়ারানটিনে রয়েছি !"

কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁদের । শ্বাসকষ্টের উপসর্গও ছিল । 8 জুলাই তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয় । পজ়িটিভ আসে রিপোর্ট । এরপরই খবরটি নিশ্চিত করেন কোয়েল নিজেই ।

কয়েকদিন আগে ETV ভারতকে রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন, যে তাঁরা হাসপাতালে ভরতি হননি । বাড়িতেই রয়েছেন । কোয়েল রয়েছেন নিসপালের সঙ্গে তাঁদের বাড়িতে আর রঞ্জিতরা তাঁদের টালিগঞ্জের বাড়িতে । কোয়েলের বাচ্চা পুরোপুরি সুস্থ আছে ।

এতদিন বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তাঁরা । অবশেষে কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তাঁদের । টুইট করে কোয়েল জানান, "প্রার্থনা ও ভালোবাসার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ । আমরা সবাই পুরোপুরি সুস্থ ও আমাদের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ।"

  • Can’t express our gratitude in words for all the love,concern,care & prayers that came our way through out this time!We all have completely recovered & tested negative for Covid 19🙏

    — Koel Mallick (@YourKoel) August 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

5 মে মা হন কোয়েল । পুত্রসন্তানের জন্ম দেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.