ETV Bharat / sitara

সাংবাদিকদের জন্য পার্টি দিলেন প্রসেনজিৎ-পল্লবী-অমিত - prosenjit chatterjee with reporters

২০২০ সালকে স্বাগত জানিয়ে মূলত কলকাতার সাংবাদিক ও ফিল্মি দুনিয়ার কিছু সেলেব্রিটিদের জন্য নিউইয়ারের পার্টি থ্রো করলেন পল্লবী চ্যাটার্জি এবং অমিত বাজোরিয়া । সেখানে সকলকে সাদরে গ্রহণ করতে উপস্থিত ছিলেন দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পার্টির আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল মলের উপরতলায় অবস্থিত একটি রেস্তো-পাবে।

prosenjit chatterjee with reporters
prosenjit chatterjee with reporters
author img

By

Published : Jan 4, 2020, 4:46 PM IST

কলকাতা : এরকম পার্টি খুব একটা হয় না টলিউড ইন্ডাস্ট্রিতে । কারণ, পার্টির আমন্ত্রিতরা ছিলেন কলকাতার সংবাদমাধ্যমের বিনোদন বিভাগের সাংবাদিকরা । প্রসেনজিৎ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি দু'জনেই বিশ্বাস করেন, এই ইন্ডাস্ট্রিকে আরও বড় করে তুলতে সকলকে এই প্ল্যাটফর্মে আসতে হবে। সেলেব্রিটিরা তো বটেই, যেসব সাংবাদিকরা সারা বছর পাশে থাকেন, তাঁদেরকেও সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।

পল্লবী আমাদের বললেন, " আজকে এই যে তোমাদের সঙ্গে স্পেন্ড করছি, এটাই অকেশন। আমরা সবসময় একটা এজেন্ডা নিয়ে মিট করি। আজকে কোনও এজেন্ডা নেই। নতুন বছরে সকলের মন ভালো থাকে। সেখান থেকে দেখতে গেলে তোমরা সবাই আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ দেখতে পাচ্ছ বোধহয়, যে খুব বেশি সেলেব্রিটিদের ডাকিনি। তোমাদের ডেকেছি। কারণ আমরা এই বছরটা তোমাদের সঙ্গে শুরু করতে চাই।"

prosenjit chatterjee with reporters
তুঙ্গে পার্টি..


পল্লবী ও প্রসেনজিৎ একসঙ্গে কাজ করতে চলেছেন পেশাগতভাবেও । সেই খবর আমাদের অনেকেরই জানা । বিষয়টি নিয়ে জিজ্ঞেস করায়, পল্লবী আমাদের বললেন, "এটা নিয়ে আমাদের অনেক কিছুই বলার আছে। আমাকে দেখতে মর্ডান হলেও, একটু সেকেলে । আমার কাছে এটা মরা মাস। সংক্রান্তি না কাটলে, কিছু বলব না। আজকে শুধু সবাই মিলে এনজয় করব ।"

দেখে নিন বিশেষ দিনের কিছু বিশেষ মুহূর্ত...

prosenjit chatterjee with reporters

কলকাতা : এরকম পার্টি খুব একটা হয় না টলিউড ইন্ডাস্ট্রিতে । কারণ, পার্টির আমন্ত্রিতরা ছিলেন কলকাতার সংবাদমাধ্যমের বিনোদন বিভাগের সাংবাদিকরা । প্রসেনজিৎ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি দু'জনেই বিশ্বাস করেন, এই ইন্ডাস্ট্রিকে আরও বড় করে তুলতে সকলকে এই প্ল্যাটফর্মে আসতে হবে। সেলেব্রিটিরা তো বটেই, যেসব সাংবাদিকরা সারা বছর পাশে থাকেন, তাঁদেরকেও সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।

পল্লবী আমাদের বললেন, " আজকে এই যে তোমাদের সঙ্গে স্পেন্ড করছি, এটাই অকেশন। আমরা সবসময় একটা এজেন্ডা নিয়ে মিট করি। আজকে কোনও এজেন্ডা নেই। নতুন বছরে সকলের মন ভালো থাকে। সেখান থেকে দেখতে গেলে তোমরা সবাই আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ দেখতে পাচ্ছ বোধহয়, যে খুব বেশি সেলেব্রিটিদের ডাকিনি। তোমাদের ডেকেছি। কারণ আমরা এই বছরটা তোমাদের সঙ্গে শুরু করতে চাই।"

prosenjit chatterjee with reporters
তুঙ্গে পার্টি..


পল্লবী ও প্রসেনজিৎ একসঙ্গে কাজ করতে চলেছেন পেশাগতভাবেও । সেই খবর আমাদের অনেকেরই জানা । বিষয়টি নিয়ে জিজ্ঞেস করায়, পল্লবী আমাদের বললেন, "এটা নিয়ে আমাদের অনেক কিছুই বলার আছে। আমাকে দেখতে মর্ডান হলেও, একটু সেকেলে । আমার কাছে এটা মরা মাস। সংক্রান্তি না কাটলে, কিছু বলব না। আজকে শুধু সবাই মিলে এনজয় করব ।"

দেখে নিন বিশেষ দিনের কিছু বিশেষ মুহূর্ত...

prosenjit chatterjee with reporters
Intro:২০২০ সালকে স্বাগত জানিয়ে কলকাতার সাংবাদিক ও ফিল্মি দুনিয়ার সেলিব্রিটিদের জন্য নিউইয়ার্স পার্টি থ্রো করলেন ইন্ডাস্ট্রির সকলের ভীষণ আপন মাকু'দি (অভিনেত্রী পল্লবী চ্যাটার্জি) এবং অমিত বাজোরিয়া। যেখানে সকলকে সাদরে গ্রহণ করতে উপস্থিত ছিলেন দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পার্টির আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল মলের উপরতলায় অবস্থিত একটি রেস্তো-পাবে। পার্টি আয়োজন করেন অমিত বাজরিয়া।


Body:আমন্ত্রিতরা কারা ছিল জানেন? কলকাতার সবমাধ্যমের বিনোদন বিভাগের সাংবাদিকরা। এবং উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের সেলিব্রেটিরাও। বুম্বাদা ও মাকুদি দুজনেই বিশ্বাস করেন, এই ইন্ডাস্ট্রিকে আরও বড় করে তুলতে সকলকে একই প্লাটফর্মে আসতে হবে। সেলিব্রিটিরা তো বটেই, যেসব সাংবাদিকরা সারা বছর পাশে থাকেন, তাঁদেরকেও সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই নতুন বছরটা যাতে সকলেরই খুব ভালো কাটে, সেটাকে আরও স্মরণীয় করে তুলতে এই সুন্দর গেট- টুগেদারের আয়োজন করেন ইন্ডাস্ট্রির দাদা ও দিদি। এবং এই কাজে তাঁদের পাশে এসে দাঁড়ালেন অমিত বাজোরিয়া।


Conclusion:পল্লবী আমাদের বললেন, " আজকে এইযে তোমাদের সঙ্গে স্পেন্ড করছি, এটাই অকেশন। আমরা সবসময় একটা এজেন্ডা নিয়ে মিট করি। আজকেরটায় কোনও এজেন্ডা নেই। নতুন বছরের সকলের মন ভালো থাকে। সেখান থেকে দেখতে গেলে তোমরা সবাই আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ দেখতে পাচ্ছ বোধহয়, যে খুব বেশি সেলিব্রিটিদের ডাকিনি। তোমাদের ডেকেছি। কারণ আমরা এই বছরটা তোমাদের সঙ্গে শুরু করতে চাই।"

পল্লবী ও প্রসেনজিৎ একসঙ্গে কাজ করতে চলেছেন পেশাগতভাবেও। সেই খবর আমাদের অনেকেরই জানা। বিষয়টি নিয়ে জিজ্ঞেস করায়, পল্লবী আমাদের বললেন, "এটা নিয়ে আমাদের অনেক কিছুই বলার আছে। আমাকে দেখতে মর্ডান হলেও, একটু superstitious আছি। আমার কাছে এটা মরা মাস। সংক্রান্তি না কাটলে, কিছু বলব না। আজকে শুধু সবাই মিলে এনজয় করব।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.