কলকাতা : এরকম পার্টি খুব একটা হয় না টলিউড ইন্ডাস্ট্রিতে । কারণ, পার্টির আমন্ত্রিতরা ছিলেন কলকাতার সংবাদমাধ্যমের বিনোদন বিভাগের সাংবাদিকরা । প্রসেনজিৎ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি দু'জনেই বিশ্বাস করেন, এই ইন্ডাস্ট্রিকে আরও বড় করে তুলতে সকলকে এই প্ল্যাটফর্মে আসতে হবে। সেলেব্রিটিরা তো বটেই, যেসব সাংবাদিকরা সারা বছর পাশে থাকেন, তাঁদেরকেও সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।
পল্লবী আমাদের বললেন, " আজকে এই যে তোমাদের সঙ্গে স্পেন্ড করছি, এটাই অকেশন। আমরা সবসময় একটা এজেন্ডা নিয়ে মিট করি। আজকে কোনও এজেন্ডা নেই। নতুন বছরে সকলের মন ভালো থাকে। সেখান থেকে দেখতে গেলে তোমরা সবাই আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ দেখতে পাচ্ছ বোধহয়, যে খুব বেশি সেলেব্রিটিদের ডাকিনি। তোমাদের ডেকেছি। কারণ আমরা এই বছরটা তোমাদের সঙ্গে শুরু করতে চাই।"
পল্লবী ও প্রসেনজিৎ একসঙ্গে কাজ করতে চলেছেন পেশাগতভাবেও । সেই খবর আমাদের অনেকেরই জানা । বিষয়টি নিয়ে জিজ্ঞেস করায়, পল্লবী আমাদের বললেন, "এটা নিয়ে আমাদের অনেক কিছুই বলার আছে। আমাকে দেখতে মর্ডান হলেও, একটু সেকেলে । আমার কাছে এটা মরা মাস। সংক্রান্তি না কাটলে, কিছু বলব না। আজকে শুধু সবাই মিলে এনজয় করব ।"
দেখে নিন বিশেষ দিনের কিছু বিশেষ মুহূর্ত...