কলকাতা : একেবারে ঘরোয়াভাবে, জাঁকজমক ছাড়াই জামাই আদর খেলেন অভিনেতা শুভজিৎ । শাশুড়ি বানালেন বিরিয়ানি । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী ।
প্রিয়ম বললেন, "আমি আর শুভজিৎ যে ফ্ল্যাটে থাকি, সেটা থেকে আমার বাবা-মা 5 কি 6 মিনিটের দূরত্বে থাকেন । আমি চাইছিলাম না, যে বাবা-মা বাজারে যান । সেই কারণে শুভজিৎ গিয়ে বাবা-মাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে এসেছে । বাকি জিনিসগুলো মা যা যা বলেছেন, সেগুলো ফোনেই জোগাড় করে রেখেছিলাম । সেরকমই একটা ব্যবস্থা করা হচ্ছে ।"
আজ এই বিশেষ দিনে জামাইয়ের আবদার মতোই রান্না হয়েছে । প্রিয়ম বললেন, "শুভজিৎ বিরিয়ানি খেতে ভালোবাসে, মা ওঁর জন্য বিরিয়ানি রান্না করেছেন । আর যা যা নিয়মকানুন থাকে পালন করা হয়েছে, ফল আনা হয়েছে । কিন্তু এই দুঃসময় বলেই আমরা খুব একটা বড় করে কিছু করতে চাইনি । এই বাড়ির ক'জন মিলেই ছোটো করে করছি ।"
শাশুড়ির রান্না করা বিরিয়ানিতেই জামাই ভোজ শুভজিতের - প্রিয়ম আর শুভজিতের বিয়ে
সময়টা ভালো নয় । তাই বাড়িতে ছোটো করে অনুষ্ঠান করলেন প্রিয়ম আর শুভজিৎ, বাড়িতেই ডেকে আনলেন বাবা-মাকে ।
![শাশুড়ির রান্না করা বিরিয়ানিতেই জামাই ভোজ শুভজিতের Priyam and subhajit jamai sasthi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7383589-595-7383589-1590670973177.jpg?imwidth=3840)
কলকাতা : একেবারে ঘরোয়াভাবে, জাঁকজমক ছাড়াই জামাই আদর খেলেন অভিনেতা শুভজিৎ । শাশুড়ি বানালেন বিরিয়ানি । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী ।
প্রিয়ম বললেন, "আমি আর শুভজিৎ যে ফ্ল্যাটে থাকি, সেটা থেকে আমার বাবা-মা 5 কি 6 মিনিটের দূরত্বে থাকেন । আমি চাইছিলাম না, যে বাবা-মা বাজারে যান । সেই কারণে শুভজিৎ গিয়ে বাবা-মাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে এসেছে । বাকি জিনিসগুলো মা যা যা বলেছেন, সেগুলো ফোনেই জোগাড় করে রেখেছিলাম । সেরকমই একটা ব্যবস্থা করা হচ্ছে ।"
আজ এই বিশেষ দিনে জামাইয়ের আবদার মতোই রান্না হয়েছে । প্রিয়ম বললেন, "শুভজিৎ বিরিয়ানি খেতে ভালোবাসে, মা ওঁর জন্য বিরিয়ানি রান্না করেছেন । আর যা যা নিয়মকানুন থাকে পালন করা হয়েছে, ফল আনা হয়েছে । কিন্তু এই দুঃসময় বলেই আমরা খুব একটা বড় করে কিছু করতে চাইনি । এই বাড়ির ক'জন মিলেই ছোটো করে করছি ।"