ETV Bharat / sitara

শাশুড়ির রান্না করা বিরিয়ানিতেই জামাই ভোজ শুভজিতের - প্রিয়ম আর শুভজিতের বিয়ে

সময়টা ভালো নয় । তাই বাড়িতে ছোটো করে অনুষ্ঠান করলেন প্রিয়ম আর শুভজিৎ, বাড়িতেই ডেকে আনলেন বাবা-মাকে ।

Priyam and subhajit jamai sasthi
Priyam and subhajit jamai sasthi
author img

By

Published : May 28, 2020, 6:48 PM IST

কলকাতা : একেবারে ঘরোয়াভাবে, জাঁকজমক ছাড়াই জামাই আদর খেলেন অভিনেতা শুভজিৎ । শাশুড়ি বানালেন বিরিয়ানি । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী ।


প্রিয়ম বললেন, "আমি আর শুভজিৎ যে ফ্ল্যাটে থাকি, সেটা থেকে আমার বাবা-মা 5 কি 6 মিনিটের দূরত্বে থাকেন । আমি চাইছিলাম না, যে বাবা-মা বাজারে যান । সেই কারণে শুভজিৎ গিয়ে বাবা-মাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে এসেছে । বাকি জিনিসগুলো মা যা যা বলেছেন, সেগুলো ফোনেই জোগাড় করে রেখেছিলাম । সেরকমই একটা ব্যবস্থা করা হচ্ছে ।"

আজ এই বিশেষ দিনে জামাইয়ের আবদার মতোই রান্না হয়েছে । প্রিয়ম বললেন, "শুভজিৎ বিরিয়ানি খেতে ভালোবাসে, মা ওঁর জন্য বিরিয়ানি রান্না করেছেন । আর যা যা নিয়মকানুন থাকে পালন করা হয়েছে, ফল আনা হয়েছে । কিন্তু এই দুঃসময় বলেই আমরা খুব একটা বড় করে কিছু করতে চাইনি । এই বাড়ির ক'জন মিলেই ছোটো করে করছি ।"

Priyam and subhajit jamai sasthi
প্রিয়ম আর শুভজিৎ
প্রতিবার সব আত্মীয়স্বজন মিলে পালন করা হয় দিনটা ।এবারটা আলাদা। প্রিয়ম বললেন, "সাধারণত যেটা হয়, আমাদের বাড়ির সবাই এক জায়গায় হয় । সেটা এবার করা গেল না । প্রথমত কোরোনা, তার উপর আমফান, লকডাউন, সবকিছু মিলিয়ে কাল আবার বৃষ্টি শুরু হওয়াতে সবাই ভয় পেয়েছিলাম । আমাদের এখানে বেহালা শকুন্তলা পার্কের বাজার আমফানের কারণে শেষ হয়ে গেছে । তাই আমরা চারজন মিলেই জামাইষষ্ঠী পালন করলাম ।"সকলকে নিয়ে ভালো থাকুন প্রিয়ম আর শুভজিৎ, কামনা করে ETV ভারত সিতারা ।

কলকাতা : একেবারে ঘরোয়াভাবে, জাঁকজমক ছাড়াই জামাই আদর খেলেন অভিনেতা শুভজিৎ । শাশুড়ি বানালেন বিরিয়ানি । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী ।


প্রিয়ম বললেন, "আমি আর শুভজিৎ যে ফ্ল্যাটে থাকি, সেটা থেকে আমার বাবা-মা 5 কি 6 মিনিটের দূরত্বে থাকেন । আমি চাইছিলাম না, যে বাবা-মা বাজারে যান । সেই কারণে শুভজিৎ গিয়ে বাবা-মাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে এসেছে । বাকি জিনিসগুলো মা যা যা বলেছেন, সেগুলো ফোনেই জোগাড় করে রেখেছিলাম । সেরকমই একটা ব্যবস্থা করা হচ্ছে ।"

আজ এই বিশেষ দিনে জামাইয়ের আবদার মতোই রান্না হয়েছে । প্রিয়ম বললেন, "শুভজিৎ বিরিয়ানি খেতে ভালোবাসে, মা ওঁর জন্য বিরিয়ানি রান্না করেছেন । আর যা যা নিয়মকানুন থাকে পালন করা হয়েছে, ফল আনা হয়েছে । কিন্তু এই দুঃসময় বলেই আমরা খুব একটা বড় করে কিছু করতে চাইনি । এই বাড়ির ক'জন মিলেই ছোটো করে করছি ।"

Priyam and subhajit jamai sasthi
প্রিয়ম আর শুভজিৎ
প্রতিবার সব আত্মীয়স্বজন মিলে পালন করা হয় দিনটা ।এবারটা আলাদা। প্রিয়ম বললেন, "সাধারণত যেটা হয়, আমাদের বাড়ির সবাই এক জায়গায় হয় । সেটা এবার করা গেল না । প্রথমত কোরোনা, তার উপর আমফান, লকডাউন, সবকিছু মিলিয়ে কাল আবার বৃষ্টি শুরু হওয়াতে সবাই ভয় পেয়েছিলাম । আমাদের এখানে বেহালা শকুন্তলা পার্কের বাজার আমফানের কারণে শেষ হয়ে গেছে । তাই আমরা চারজন মিলেই জামাইষষ্ঠী পালন করলাম ।"সকলকে নিয়ে ভালো থাকুন প্রিয়ম আর শুভজিৎ, কামনা করে ETV ভারত সিতারা ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.