কলকাতা : খাদ্যরসিক খরাজ মুখার্জি প্রতিবছর নিজেই রান্না করেন জামাইষষ্ঠীর দিন । তারপর সেই খাবার পরিবেশন করে খাওয়ান শাশুড়িমাকে । একেবারে ছকভাঙা বিষয় ! হয়তো এই জন্যই তিনি খরাজ । কিন্তু এবার আর তো শাশুড়িমাকে রেঁধে খাওয়াতে পারছেন না তিনি । লকডাউনের সময় থেকেই গ্রামের বাড়িতে রয়েছেন অভিনেতা । আর সেখানেই গ্রামবাসীরা আড়ম্বর করে খাওয়াচ্ছেন খরাজ ও তাঁর স্ত্রীকে । স্ত্রীও দারুণ সুস্বাদু গাজরের হালুয়া খাওয়ালেন খরাজকে ।
গ্রামের বাড়িতে অভূতপূর্ব জামাই আদর পেলেন খরাজ - খরাজ মুখার্জির খবর
কেমন কাটল খরাজ মুখার্জির জামাইষষ্ঠী ? শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে ।
Kharaj mukherjee latest news
কলকাতা : খাদ্যরসিক খরাজ মুখার্জি প্রতিবছর নিজেই রান্না করেন জামাইষষ্ঠীর দিন । তারপর সেই খাবার পরিবেশন করে খাওয়ান শাশুড়িমাকে । একেবারে ছকভাঙা বিষয় ! হয়তো এই জন্যই তিনি খরাজ । কিন্তু এবার আর তো শাশুড়িমাকে রেঁধে খাওয়াতে পারছেন না তিনি । লকডাউনের সময় থেকেই গ্রামের বাড়িতে রয়েছেন অভিনেতা । আর সেখানেই গ্রামবাসীরা আড়ম্বর করে খাওয়াচ্ছেন খরাজ ও তাঁর স্ত্রীকে । স্ত্রীও দারুণ সুস্বাদু গাজরের হালুয়া খাওয়ালেন খরাজকে ।
Last Updated : May 29, 2020, 7:51 AM IST