ETV Bharat / sitara

গ্রামের বাড়িতে অভূতপূর্ব জামাই আদর পেলেন খরাজ - খরাজ মুখার্জির খবর

কেমন কাটল খরাজ মুখার্জির জামাইষষ্ঠী ? শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে ।

Kharaj mukherjee latest news
Kharaj mukherjee latest news
author img

By

Published : May 28, 2020, 5:51 PM IST

Updated : May 29, 2020, 7:51 AM IST

কলকাতা : খাদ্যরসিক খরাজ মুখার্জি প্রতিবছর নিজেই রান্না করেন জামাইষষ্ঠীর দিন । তারপর সেই খাবার পরিবেশন করে খাওয়ান শাশুড়িমাকে । একেবারে ছকভাঙা বিষয় ! হয়তো এই জন্যই তিনি খরাজ । কিন্তু এবার আর তো শাশুড়িমাকে রেঁধে খাওয়াতে পারছেন না তিনি । লকডাউনের সময় থেকেই গ্রামের বাড়িতে রয়েছেন অভিনেতা । আর সেখানেই গ্রামবাসীরা আড়ম্বর করে খাওয়াচ্ছেন খরাজ ও তাঁর স্ত্রীকে । স্ত্রীও দারুণ সুস্বাদু গাজরের হালুয়া খাওয়ালেন খরাজকে ।

dfg
.
খরাজ আমাদের বললেন, "আমাদের গ্রামে সবাই ষষ্ঠী পুজো করে । গ্রামের বউরা মিলে ষষ্ঠীতলায় যান । তারপর পুজো দেন । আমরা এখানে থেকে সেটা এক্সপেরিয়েন্স করছি । আমার মা এই প্রথা পালন করতেন একটা সময় । অশ্বত্থ গাছের পাতা, বাঁশের পাতা, খেঁজুর গাছের ফল, ডাল দিয়ে বেঁধে পুজো হয় । তারপর ফলমূল নিয়ে আসা, এই মরশুমের ফল, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, যা থাকে । এগুলো দিয়ে পুজো দেয় । আমাদের ঘরে ঘরে সেটা দেওয়া হয় । আজকের দিনে কেউ আমিষ খায় না । নিরাশিষ খায় সবাই । পায়েস রান্না করে । মিষ্টি কিনে নিয়ে আসে । আমাদের বাড়িতে এগুলো কোনওটাই হচ্ছে না । আমরা শুধু দেখছি ।"
gfh
.
তবে তারকা প্রতিবেশীকে কি শুধুই সব দেখবেন, কেউ একবারও তাঁকে খাওয়ার জন্য সাধবেন না ? খরাজ বললেন, "প্রচুর খাবার দিয়ে গেছে । সেটাই তো আমি আর আমার গিন্নি বসে খাচ্ছি । নানারকম সবজি, লুচি, তরকারি, ফলমূল, লিচুটিচু দিয়ে গেছে ।"
dfg
.
...আর শাশুড়িমা তো কলকাতায় এসব মিস করছেন । তিনি তো জামাইয়ের হাতের রান্নাও পেলেন না এবার । খরাজ বললেন, "আমি তো প্রতিবার শাশুড়িকে রান্না করে খাওয়াই । এবার সেটা হল না । তাই তিনি এখানে আসার জন্য পাগল হয়ে যাচ্ছেন ।"
dfg
.
কথার ফাঁকে হালকা ছলে গিন্নির প্রশংসাও করে দিলেন খরাজ । বললেন, "আমার কাউকে দরকার নেই । শাশুড়িকেও না, কাউকে না । গিন্নি তো আছে । আমাকে যা দারুণ গাজরের হালুয়া করে খাওয়াচ্ছে ।"
Kharaj mukherjee latest news
হাসিমুখে

কলকাতা : খাদ্যরসিক খরাজ মুখার্জি প্রতিবছর নিজেই রান্না করেন জামাইষষ্ঠীর দিন । তারপর সেই খাবার পরিবেশন করে খাওয়ান শাশুড়িমাকে । একেবারে ছকভাঙা বিষয় ! হয়তো এই জন্যই তিনি খরাজ । কিন্তু এবার আর তো শাশুড়িমাকে রেঁধে খাওয়াতে পারছেন না তিনি । লকডাউনের সময় থেকেই গ্রামের বাড়িতে রয়েছেন অভিনেতা । আর সেখানেই গ্রামবাসীরা আড়ম্বর করে খাওয়াচ্ছেন খরাজ ও তাঁর স্ত্রীকে । স্ত্রীও দারুণ সুস্বাদু গাজরের হালুয়া খাওয়ালেন খরাজকে ।

dfg
.
খরাজ আমাদের বললেন, "আমাদের গ্রামে সবাই ষষ্ঠী পুজো করে । গ্রামের বউরা মিলে ষষ্ঠীতলায় যান । তারপর পুজো দেন । আমরা এখানে থেকে সেটা এক্সপেরিয়েন্স করছি । আমার মা এই প্রথা পালন করতেন একটা সময় । অশ্বত্থ গাছের পাতা, বাঁশের পাতা, খেঁজুর গাছের ফল, ডাল দিয়ে বেঁধে পুজো হয় । তারপর ফলমূল নিয়ে আসা, এই মরশুমের ফল, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, যা থাকে । এগুলো দিয়ে পুজো দেয় । আমাদের ঘরে ঘরে সেটা দেওয়া হয় । আজকের দিনে কেউ আমিষ খায় না । নিরাশিষ খায় সবাই । পায়েস রান্না করে । মিষ্টি কিনে নিয়ে আসে । আমাদের বাড়িতে এগুলো কোনওটাই হচ্ছে না । আমরা শুধু দেখছি ।"
gfh
.
তবে তারকা প্রতিবেশীকে কি শুধুই সব দেখবেন, কেউ একবারও তাঁকে খাওয়ার জন্য সাধবেন না ? খরাজ বললেন, "প্রচুর খাবার দিয়ে গেছে । সেটাই তো আমি আর আমার গিন্নি বসে খাচ্ছি । নানারকম সবজি, লুচি, তরকারি, ফলমূল, লিচুটিচু দিয়ে গেছে ।"
dfg
.
...আর শাশুড়িমা তো কলকাতায় এসব মিস করছেন । তিনি তো জামাইয়ের হাতের রান্নাও পেলেন না এবার । খরাজ বললেন, "আমি তো প্রতিবার শাশুড়িকে রান্না করে খাওয়াই । এবার সেটা হল না । তাই তিনি এখানে আসার জন্য পাগল হয়ে যাচ্ছেন ।"
dfg
.
কথার ফাঁকে হালকা ছলে গিন্নির প্রশংসাও করে দিলেন খরাজ । বললেন, "আমার কাউকে দরকার নেই । শাশুড়িকেও না, কাউকে না । গিন্নি তো আছে । আমাকে যা দারুণ গাজরের হালুয়া করে খাওয়াচ্ছে ।"
Kharaj mukherjee latest news
হাসিমুখে
Last Updated : May 29, 2020, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.