ETV Bharat / sitara

মা হতে চলেছেন কোয়েল, কী বললেন হবু দাদু রঞ্জিত মল্লিক? - Koel Mullick latest news

মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক । আজ সকালে সোশাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন তিনি । ETV ভারত সিতারাকে প্রতিক্রিয়া জানালেন হবু দাদু রঞ্জিত মল্লিক ।

koel Mullick pregnent
koel Mullick pregnent
author img

By

Published : Feb 1, 2020, 3:03 PM IST

কলকাতা : 2020 সালটা দারুণ ভাবে শুরু করলেন কোয়েল মল্লিক । সোশাল মিডিয়ার মাধ্যমে কোয়েল জানালেন যে, মা হতে চলেছেন তিনি । তাঁর বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে এখন খুশির জোয়ার । আমরা কথা বললাম কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে । হবু দাদু রঞ্জিতের কণ্ঠে উথলে উঠল আনন্দ আর উচ্ছ্বাস ।

তিনি বললেন, "আমরা ভীষণ খুশি । আমরা দাদু-দিদা হচ্ছি, খুব আনন্দে আছি । মে মাসের শেষে ডেলিভারি হওয়ার কথা আছে । নাতি-নাতনি যেই হোক, আমাদের কাছে খুবই আদরের হবে সে । ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সুস্থ বাচ্চার জন্ম দিক কোয়েল । কোয়েল আর বেবি দু'জনেই এখন ভালো আছে । নাতি কিংবা নাতনির প্রথম মুখ দেখব কী দিয়ে, এখনও ঠিক করিনি । তবে আমরা খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ।"

আজই কোয়েল আর নিশপাল সিং রানের বিবাহবার্ষিকী । আজ সকালে সোশাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর জানিয়েছেন তিনি । লিখেছেন, "লাথি,ঘুষি, সামারসল্টের মধ্যে দিয়ে দিন কাটছে, আমার মধ্য়ে বেড়ে উঠছে নতুন প্রাণ ।" দেখে নিন কোয়েলের পোস্ট...

কোয়েল ও নিশপালকে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

কলকাতা : 2020 সালটা দারুণ ভাবে শুরু করলেন কোয়েল মল্লিক । সোশাল মিডিয়ার মাধ্যমে কোয়েল জানালেন যে, মা হতে চলেছেন তিনি । তাঁর বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে এখন খুশির জোয়ার । আমরা কথা বললাম কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে । হবু দাদু রঞ্জিতের কণ্ঠে উথলে উঠল আনন্দ আর উচ্ছ্বাস ।

তিনি বললেন, "আমরা ভীষণ খুশি । আমরা দাদু-দিদা হচ্ছি, খুব আনন্দে আছি । মে মাসের শেষে ডেলিভারি হওয়ার কথা আছে । নাতি-নাতনি যেই হোক, আমাদের কাছে খুবই আদরের হবে সে । ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সুস্থ বাচ্চার জন্ম দিক কোয়েল । কোয়েল আর বেবি দু'জনেই এখন ভালো আছে । নাতি কিংবা নাতনির প্রথম মুখ দেখব কী দিয়ে, এখনও ঠিক করিনি । তবে আমরা খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ।"

আজই কোয়েল আর নিশপাল সিং রানের বিবাহবার্ষিকী । আজ সকালে সোশাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর জানিয়েছেন তিনি । লিখেছেন, "লাথি,ঘুষি, সামারসল্টের মধ্যে দিয়ে দিন কাটছে, আমার মধ্য়ে বেড়ে উঠছে নতুন প্রাণ ।" দেখে নিন কোয়েলের পোস্ট...

কোয়েল ও নিশপালকে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

Intro:অভিনেত্রী কোয়েল মল্লিকের বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়িতে এখন খুশির সময়। আর সেই খুশির সংবাদ দিতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক ও তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। বাবা-মা হতে চলেছেন তাঁরা। কোয়েল এখন গর্ভবতী। পরিবারের সকলেই প্রতীক্ষায় আছেন, কবে বাড়ির নতুন সদস্যকে স্বাগত জানাবেন। আমরা কথা বললাম কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে। দাদু হতে চলেছেন তিনি। কণ্ঠে তাঁর আনন্দ ও উচ্ছ্বাস ধরা পরল সহজেই।


Body:আজ কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন কোয়েল। সেখানেই তিনি তাঁর জীবনের সবচেয়ে বড় সুখবর শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে। সেই পোস্টে তিনি লিখেছেন, "লাথি, ঘুষি ও সামারসল্টের মধ্যে দিয়ে দিন কাটছে, আমার মধ্যে বেড়ে উঠছে নতুন প্রাণ..." সেই পোস্টে তিনি এটাও সকলকে জানিয়েছেন, আসন্ন গ্রীষ্মকালেই জন্ম নেবে কোয়েল-নিসপালের সন্তান।

এই সময় অসম্ভব আনন্দে দিন কাটছে রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী, অর্থাৎ কোয়েলের মা দীপা মল্লিকের। রঞ্জিত মল্লিক আমাদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন। বলেছেন, "আমরা ভীষণ খুশি। আমরা দাদু-দিদা হচ্ছি, খুব আনন্দে আছি। মে মাসের শেষে ডেলিভারি হওয়ার কথা আছে। নাতি-নাতনি যেই হোক, আমাদের কাছে খুবই আদরের হবে সে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সুস্থ বাচ্চা জন্ম দিক কোয়েল। কোয়েল আর বেবি দু'জনেই ভালো আছে। নাতি কিংবা নাতনির প্রথম মুখ দেখব কী দিয়ে, এখনও ঠিক করিনি। তবে আমরা খুব ভালো একটা সময় দিয়ে সকলে যাচ্ছি।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.