কলকাতা : 2020 সালটা দারুণ ভাবে শুরু করলেন কোয়েল মল্লিক । সোশাল মিডিয়ার মাধ্যমে কোয়েল জানালেন যে, মা হতে চলেছেন তিনি । তাঁর বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে এখন খুশির জোয়ার । আমরা কথা বললাম কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে । হবু দাদু রঞ্জিতের কণ্ঠে উথলে উঠল আনন্দ আর উচ্ছ্বাস ।
তিনি বললেন, "আমরা ভীষণ খুশি । আমরা দাদু-দিদা হচ্ছি, খুব আনন্দে আছি । মে মাসের শেষে ডেলিভারি হওয়ার কথা আছে । নাতি-নাতনি যেই হোক, আমাদের কাছে খুবই আদরের হবে সে । ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সুস্থ বাচ্চার জন্ম দিক কোয়েল । কোয়েল আর বেবি দু'জনেই এখন ভালো আছে । নাতি কিংবা নাতনির প্রথম মুখ দেখব কী দিয়ে, এখনও ঠিক করিনি । তবে আমরা খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ।"
আজই কোয়েল আর নিশপাল সিং রানের বিবাহবার্ষিকী । আজ সকালে সোশাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর জানিয়েছেন তিনি । লিখেছেন, "লাথি,ঘুষি, সামারসল্টের মধ্যে দিয়ে দিন কাটছে, আমার মধ্য়ে বেড়ে উঠছে নতুন প্রাণ ।" দেখে নিন কোয়েলের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কোয়েল ও নিশপালকে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।