ETV Bharat / sitara

"কেন ইরফান, ঋষি কাপুরের মত মানুষরা চলে যাবেন?", দুঃখে ভেঙে পড়লেন চৈতি - ইরফান খান আর ঋষি কাপুরের মৃত্য নিয়ে চৈ

পরপর দু'টো মৃত্য সংবাদে একেবারে ভেঙে পড়েছেন চৈতি ঘোষাল ।

chaity Ghoshal on irrfan khan and rishi kapoor's death
chaity Ghoshal on irrfan khan and rishi kapoor's death
author img

By

Published : Apr 30, 2020, 8:38 PM IST

Updated : Apr 30, 2020, 11:41 PM IST

কলকাতা : কেন ইরফান খান, ঋষি কাপুরের মত অভিনেতারা এই পৃথিবী ছেড়ে চলে যাবেন ? মন খারাপ অভিনেত্রী চৈতি ঘোষালের । ইরফানের মৃত্যুর সংবাদ পেয়ে কাজে মন বসাতে পারেননি । ঋষি কাপুর চলে গেছেন শুনে সেই দুঃখ দ্বিগুণ হয়েছে তাঁর । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন চৈতি ঘোষাল ।

চৈতি আমাদের বলেন, "এটাই এখন বলব, যে সবচেয়ে বড় দুঃসময় । সারা পৃথিবী জুড়ে মৃত্যু মিছিল চলছে । এত বছর ধরে যাঁদের কাজ আমরা বিশ্বাস করেছি, যাঁদের ভালোবেসেছি, যাঁদের মনের ভেতর একটা বিশেষ জায়গা দিয়েছি, আমাদের পরিবারের কেউ না হওয়া সত্ত্বেও তাঁদের এই ভাবে চলে যাওয়া ভীষণ বড় শক ।"

বললেন, "ইরফানকে আমি ভালোবাসি। ইরফানের কাজকে আমি ভালোবাসি, ইরফান যে বিশ্বাস নিয়ে কাজ করে, যে বিশ্বাস নিয়ে চরিত্রগুলো করে, যে বিশ্বাস নিয়ে প্রত্যেকটি চরিত্রের ভিতরের কথাগুলো বলে, তাকে আমি বিশ্বাস করি । সেটাকে বিশ্বাস করে আমি কাজ করি । সেই জায়গাটায় আমাকে ভীষণভাবে ধাক্কা দিয়েছে । ইরফান খানের সঙ্গে 'লাইফ অফ পাই'য়ের প্রিমিয়ারে দেখা হয়েছে, কথা হয়েছে । আমার বন্ধু তাব্বু আমাকে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছিল । সেখানে খুব ক্লোজ় কোয়ার্টারসে ইরফানের সঙ্গে দেখা হয়ে, কথা হয়েছে । আমার তখনও মনে হয়েছে, এই মানুষটাই বোধহয় একটা অন্যরকম ভালো মানুষ । আমি আর তাব্বু ছিলাম তো, উনি গাড়ির সামনে বসেছিলেন । আমার মনে হয় না এখানকার কেউ এটা করতেন । আমি 'লাইফ অফ পাই'এর কেউ নই, আমি গাড়িতে বসলে ওঁরা হয়তো বসতেনই না । বা বলতেন, আরেকটা গাড়িতে আসতে । আমি এত অবাক হয়েছিলাম, যখন ইরফানকে এত ডাউন তো আর্থ দেখলাম ।"

chaity Ghoshal on irrfan khan and rishi kapoor's death
.

সেই ইফরান আর নেই, ভাবলেই ধাক্কা লাগছে চৈতির । খবরটা পাওয়ার পর কোনও কাজ করতে পারেননি তিনি । তার মধ্যেই এল ঋষি কাপুরের মৃত্যুর খবর । চৈতি বললেন, "এই খবরটা হজম তো করতেই পারব না কোনওদিন, তার মধ্যেই আবার একটা দুঃসংবাদ । ঋষি কাপুর চলে গেলেন । এঁরা তো সবাই বিদেশে গিয়ে চিকিৎসা করলেন এবং ভালো হলেন বলেই দেশে ফিরলেন । আমি ভাবতেই পারছি না, কী করে এত তাড়াতাড়ি ওঁরা চলে গেলেন ? হঠাৎ কী হল ? ঋষি কাপুরের 'ববি' রিলিজ় করেছিল যখন, অনেক ছোটো ছিলাম, হলে গিয়ে দেখিনি । টেলিভিশনেই দেখেছি ।'প্রেম রোগ' দেখেছি, 'কার্য' দেখেছি । সেই সময়ও আমি ছোটো ছিলাম । ঋষি কাপুর তখন একজন এভারগ্রিন সিজ়লিং অ্যান্ড ডানসিং সুপারস্টার । কমার্শিয়াল ফিল্মেও উনি কি সেনসিটিভ অভিনয় করে দেখিয়েছেন । সোশাল মিডিয়ায় কি ভোকাল ছিলেন !"

এত ভালো ভালো মানুষ এত তাড়াতাড়ি চলে যাওয়ায় মন ভারাক্রান্ত চৈতির । কিন্তু সত্যিটাকে তো মেনে নিতেই হবে । তাই মেনে নিতে বাধ্য হয়েছেন অভিনেত্রী ।

কলকাতা : কেন ইরফান খান, ঋষি কাপুরের মত অভিনেতারা এই পৃথিবী ছেড়ে চলে যাবেন ? মন খারাপ অভিনেত্রী চৈতি ঘোষালের । ইরফানের মৃত্যুর সংবাদ পেয়ে কাজে মন বসাতে পারেননি । ঋষি কাপুর চলে গেছেন শুনে সেই দুঃখ দ্বিগুণ হয়েছে তাঁর । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন চৈতি ঘোষাল ।

চৈতি আমাদের বলেন, "এটাই এখন বলব, যে সবচেয়ে বড় দুঃসময় । সারা পৃথিবী জুড়ে মৃত্যু মিছিল চলছে । এত বছর ধরে যাঁদের কাজ আমরা বিশ্বাস করেছি, যাঁদের ভালোবেসেছি, যাঁদের মনের ভেতর একটা বিশেষ জায়গা দিয়েছি, আমাদের পরিবারের কেউ না হওয়া সত্ত্বেও তাঁদের এই ভাবে চলে যাওয়া ভীষণ বড় শক ।"

বললেন, "ইরফানকে আমি ভালোবাসি। ইরফানের কাজকে আমি ভালোবাসি, ইরফান যে বিশ্বাস নিয়ে কাজ করে, যে বিশ্বাস নিয়ে চরিত্রগুলো করে, যে বিশ্বাস নিয়ে প্রত্যেকটি চরিত্রের ভিতরের কথাগুলো বলে, তাকে আমি বিশ্বাস করি । সেটাকে বিশ্বাস করে আমি কাজ করি । সেই জায়গাটায় আমাকে ভীষণভাবে ধাক্কা দিয়েছে । ইরফান খানের সঙ্গে 'লাইফ অফ পাই'য়ের প্রিমিয়ারে দেখা হয়েছে, কথা হয়েছে । আমার বন্ধু তাব্বু আমাকে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছিল । সেখানে খুব ক্লোজ় কোয়ার্টারসে ইরফানের সঙ্গে দেখা হয়ে, কথা হয়েছে । আমার তখনও মনে হয়েছে, এই মানুষটাই বোধহয় একটা অন্যরকম ভালো মানুষ । আমি আর তাব্বু ছিলাম তো, উনি গাড়ির সামনে বসেছিলেন । আমার মনে হয় না এখানকার কেউ এটা করতেন । আমি 'লাইফ অফ পাই'এর কেউ নই, আমি গাড়িতে বসলে ওঁরা হয়তো বসতেনই না । বা বলতেন, আরেকটা গাড়িতে আসতে । আমি এত অবাক হয়েছিলাম, যখন ইরফানকে এত ডাউন তো আর্থ দেখলাম ।"

chaity Ghoshal on irrfan khan and rishi kapoor's death
.

সেই ইফরান আর নেই, ভাবলেই ধাক্কা লাগছে চৈতির । খবরটা পাওয়ার পর কোনও কাজ করতে পারেননি তিনি । তার মধ্যেই এল ঋষি কাপুরের মৃত্যুর খবর । চৈতি বললেন, "এই খবরটা হজম তো করতেই পারব না কোনওদিন, তার মধ্যেই আবার একটা দুঃসংবাদ । ঋষি কাপুর চলে গেলেন । এঁরা তো সবাই বিদেশে গিয়ে চিকিৎসা করলেন এবং ভালো হলেন বলেই দেশে ফিরলেন । আমি ভাবতেই পারছি না, কী করে এত তাড়াতাড়ি ওঁরা চলে গেলেন ? হঠাৎ কী হল ? ঋষি কাপুরের 'ববি' রিলিজ় করেছিল যখন, অনেক ছোটো ছিলাম, হলে গিয়ে দেখিনি । টেলিভিশনেই দেখেছি ।'প্রেম রোগ' দেখেছি, 'কার্য' দেখেছি । সেই সময়ও আমি ছোটো ছিলাম । ঋষি কাপুর তখন একজন এভারগ্রিন সিজ়লিং অ্যান্ড ডানসিং সুপারস্টার । কমার্শিয়াল ফিল্মেও উনি কি সেনসিটিভ অভিনয় করে দেখিয়েছেন । সোশাল মিডিয়ায় কি ভোকাল ছিলেন !"

এত ভালো ভালো মানুষ এত তাড়াতাড়ি চলে যাওয়ায় মন ভারাক্রান্ত চৈতির । কিন্তু সত্যিটাকে তো মেনে নিতেই হবে । তাই মেনে নিতে বাধ্য হয়েছেন অভিনেত্রী ।

Last Updated : Apr 30, 2020, 11:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.