ETV Bharat / sitara

এবার অ্যাক্টিং গ্রুমারের ভূমিকায় সুদীপ্তা - bengali actress sudipta chakrabarty

এই মুহূর্তে সোশ্যাল ডিসট্যানসিংয়ের কারণে সুদীপ্তা এক-দু'জনকে নিয়ে ক্লাস করছেন । এই মাস থেকেই তাঁর ভার্চুয়াল ক্লাস শুরু হবে । সুদীপ্তার ক্লাস স্টুডেন্টদের মন ভালো করে দেয় । ক্লাসে চলে চা সহযোগে আড্ডাও ।

sudipta chakraborty grooming teacher
sudipta chakraborty grooming teacher
author img

By

Published : Aug 31, 2020, 7:56 PM IST

কলকাতা : অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর অভিনয় নিয়ে বাঙালি গর্বিত। টেলিভিশন হোক কিংবা বড় পরদা, মঞ্চ হোক কিংবা টেলিফিল্ম, সুদীপ্তার অভিনয়ে মুগ্ধ সকলে । তিনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী । যেই চরিত্রই হোক না কেন, সবেতেই দর্শকের মন জয় করেছেন তিনি । এরকম মানুষের থেকে বাকিরা যেমন অনুপ্রেরণা পান, তেমনই শিক্ষনীয় এঁরা । তাই এখন টিচারের ভূমিকায় সুদীপ্তা । না, না রিল লাইফে নন, তিনি রিয়েল লাইফ অ্যাক্টিং গ্রুমারের কাজ শুরু করেছেন নিজের বাড়িতেই । সুদীপ্তা জানালেন জানালেন ETV ভারত সিতারাকে ।


লকডাউনে বোনের মেয়ে অভীপ্সা ও নিজের কন্যা শহীদাকে নানাভাবে ব্যস্ত রেখেছিলেন সুদীপ্তা । কখনও তিনি তাঁদের নাচে ব্যস্ত করে রেখেছিলেন । তো কোনও করেছিলেন অভিনয়ের ছোটো ছোটো পিস । খুদেদের অনেকটাই তৈরি করেছেন সুদীপ্তাই । এদিকে অনেকদিন ধরেই নিজের একটা অ্যাক্টিং ইনস্টিটিউট তৈরি করার ইচ্ছে তাঁর । তাই নিজের বাড়িতেই ক্লাস নেওয়া শুরু করেছেন সুদীপ্তা । বিদেশে থাকেন যাঁরা, তাঁদের জন্য অনলাইন ক্লাস হচ্ছে । এতে সুদীপ্তারও আরও ভালোভাবে ব্রাশআপ হচ্ছে, আবার স্টুডেন্টরাও একজন দুর্দান্ত অভিনেত্রীর থেকে তালিম নিতে পারছেন ।

সুদীপ্তার ক্লাসে ছাত্র-ছাত্রীরা যে সবাই আনকোড়া তেমনটা নয় । রীতিমতো নামীদামি সেলেবরা এসে ক্লাস করছেন তাঁর কাছে । অভিনয়ের পাশাপাশি গ্রুম করার দায়িত্ব নিয়েছেন সুদীপ্তা । সম্প্রতি সুদীপ্তার কাছে ওয়ার্কশপ করতে এসেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও তাঁর বিশেষ বান্ধবী ঐন্দ্রিলা সেন । ম্যাজিক ছবির জন্য সুদীপ্তা তাঁদের তৈরি করেছেন ।

sudipta chakraborty grooming teacher
.

ETV ভারত সিতারাকে ঐন্দ্রিলাই বলেছিলেন সেই কথা । ঐন্দ্রিলা বলেছিলেন, তিনি ভীষণ লাকি যে তাঁকে তৈরি করছেন সুদীপ্তা চক্রবর্তী । আর সুদীপ্তা আমাদের বলেছেন, "দুজনেই খুব সম্ভাবনাময় আর্টিস্ট । অঙ্কুশ একজন সিজনড অভিনেতা । আমার ধারণা ঠিকঠাক পরিচালকের হাতে পড়লে অঙ্কুশ ইজ় আনস্টপাবল । ঐন্দ্রিলাও খুবই সিনসিয়ার মেয়ে, ওঁর মধ্যেও সমস্ত সম্ভাবনা আছে । কিন্তু অভিনেতা হিসেবে আমাদের সকলেরই সঠিক সুযোগ পাওয়া খুব দরকার । ভালো স্ক্রিপ্ট দরকার এঁদের দুজনের জন্যেই । 'ম্যাজিক'এর স্ক্রিপ্টটা দারুণ । আমার খুব ভালো লেগেছে ।"


এই মুহূর্তে সোশ্যাল ডিসট্যানসিংয়ের কারণে সুদীপ্তা এক-দু'জনকে নিয়ে ক্লাস করছেন । এই মাস থেকেই তাঁর ভার্চুয়াল ক্লাস শুরু হবে । সুদীপ্তার ক্লাস স্টুডেন্টদের মন ভালো করে দেয় । ক্লাসে চলে চা সহযোগে আড্ডাও ।

কলকাতা : অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর অভিনয় নিয়ে বাঙালি গর্বিত। টেলিভিশন হোক কিংবা বড় পরদা, মঞ্চ হোক কিংবা টেলিফিল্ম, সুদীপ্তার অভিনয়ে মুগ্ধ সকলে । তিনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী । যেই চরিত্রই হোক না কেন, সবেতেই দর্শকের মন জয় করেছেন তিনি । এরকম মানুষের থেকে বাকিরা যেমন অনুপ্রেরণা পান, তেমনই শিক্ষনীয় এঁরা । তাই এখন টিচারের ভূমিকায় সুদীপ্তা । না, না রিল লাইফে নন, তিনি রিয়েল লাইফ অ্যাক্টিং গ্রুমারের কাজ শুরু করেছেন নিজের বাড়িতেই । সুদীপ্তা জানালেন জানালেন ETV ভারত সিতারাকে ।


লকডাউনে বোনের মেয়ে অভীপ্সা ও নিজের কন্যা শহীদাকে নানাভাবে ব্যস্ত রেখেছিলেন সুদীপ্তা । কখনও তিনি তাঁদের নাচে ব্যস্ত করে রেখেছিলেন । তো কোনও করেছিলেন অভিনয়ের ছোটো ছোটো পিস । খুদেদের অনেকটাই তৈরি করেছেন সুদীপ্তাই । এদিকে অনেকদিন ধরেই নিজের একটা অ্যাক্টিং ইনস্টিটিউট তৈরি করার ইচ্ছে তাঁর । তাই নিজের বাড়িতেই ক্লাস নেওয়া শুরু করেছেন সুদীপ্তা । বিদেশে থাকেন যাঁরা, তাঁদের জন্য অনলাইন ক্লাস হচ্ছে । এতে সুদীপ্তারও আরও ভালোভাবে ব্রাশআপ হচ্ছে, আবার স্টুডেন্টরাও একজন দুর্দান্ত অভিনেত্রীর থেকে তালিম নিতে পারছেন ।

সুদীপ্তার ক্লাসে ছাত্র-ছাত্রীরা যে সবাই আনকোড়া তেমনটা নয় । রীতিমতো নামীদামি সেলেবরা এসে ক্লাস করছেন তাঁর কাছে । অভিনয়ের পাশাপাশি গ্রুম করার দায়িত্ব নিয়েছেন সুদীপ্তা । সম্প্রতি সুদীপ্তার কাছে ওয়ার্কশপ করতে এসেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও তাঁর বিশেষ বান্ধবী ঐন্দ্রিলা সেন । ম্যাজিক ছবির জন্য সুদীপ্তা তাঁদের তৈরি করেছেন ।

sudipta chakraborty grooming teacher
.

ETV ভারত সিতারাকে ঐন্দ্রিলাই বলেছিলেন সেই কথা । ঐন্দ্রিলা বলেছিলেন, তিনি ভীষণ লাকি যে তাঁকে তৈরি করছেন সুদীপ্তা চক্রবর্তী । আর সুদীপ্তা আমাদের বলেছেন, "দুজনেই খুব সম্ভাবনাময় আর্টিস্ট । অঙ্কুশ একজন সিজনড অভিনেতা । আমার ধারণা ঠিকঠাক পরিচালকের হাতে পড়লে অঙ্কুশ ইজ় আনস্টপাবল । ঐন্দ্রিলাও খুবই সিনসিয়ার মেয়ে, ওঁর মধ্যেও সমস্ত সম্ভাবনা আছে । কিন্তু অভিনেতা হিসেবে আমাদের সকলেরই সঠিক সুযোগ পাওয়া খুব দরকার । ভালো স্ক্রিপ্ট দরকার এঁদের দুজনের জন্যেই । 'ম্যাজিক'এর স্ক্রিপ্টটা দারুণ । আমার খুব ভালো লেগেছে ।"


এই মুহূর্তে সোশ্যাল ডিসট্যানসিংয়ের কারণে সুদীপ্তা এক-দু'জনকে নিয়ে ক্লাস করছেন । এই মাস থেকেই তাঁর ভার্চুয়াল ক্লাস শুরু হবে । সুদীপ্তার ক্লাস স্টুডেন্টদের মন ভালো করে দেয় । ক্লাসে চলে চা সহযোগে আড্ডাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.