কলকাতা : কর্মজীবনের শুরুতে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন শ্রীলেখা, হাতছাড়া হয়েছে অনেক সুযোগ। এই প্রজন্মের নতুনরা যাতে সেসবের মধ্যে না পড়েন, তার জন্য এই ইউটিউব চ্যানেল খুললেন শ্রীলেখা।
ইউটিউব চ্যানেল লঞ্চ পার্টিতে হাজির 'আমি শ্রীলেখা'-র পুরো টিম। উপস্থিত শ্রীলেখার প্রিয় বন্ধু ও পরিচালক অনীক দত্ত। পুরো ব্যাপারটা নিয়ে উচ্ছ্বসিত শ্রীলেখা। বললেন, "ক্ষমতা বাড়লে দায়িত্ব বাড়ে। আমারও দায়িত্ব বাড়ল।"
এবারের জন্মদিনটাও বেশ আলাদাভাবে কাটিয়েছেন শ্রীলেখা। বিশেষভাবে সক্ষম মানুষগুলোর সঙ্গে কেক কেটে একটা আলাদা আনন্দ পেয়েছেন। তবে তাঁর সরল স্বীকারোক্তি, "মানুষের সিমপ্যাথি পাওয়ার জন্য করিনি, বা ভিউজ় বাড়ানোর জন্য করিনি। অনেক তো পার্টি করলাম। একটু সময় খরচ করে যদি ওঁদের আনন্দ দিতে পারি কেন করব না?"
সবকিছু নিয়েই কথা বললেন শ্রীলেখা...দেখে নিন ভিডিয়োয়...