ETV Bharat / sitara

নিজের জন্মদিনে ইউটিউব চ্যানেল লঞ্চ শ্রীলেখার - Sreelekha Youtube

অগাস্ট মাসটা শ্রীলেখার জন্য বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে এটা তাঁর জন্মমাস, অন্যদিকে এই মাসেই তিনি তাঁর মাকে হারিয়েছিলেন। কাল থেকে আরও একটা কারণে বিশেষ হয়ে উঠল এই মাসটা। কারণ শ্রীলেখা লঞ্চ করলেন নিজের ইউটিউব চ্যানেল, 'আমি শ্রীলেখা'।

Sreelekha Mitra Youtube Channel
author img

By

Published : Aug 31, 2019, 2:11 PM IST

কলকাতা : কর্মজীবনের শুরুতে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন শ্রীলেখা, হাতছাড়া হয়েছে অনেক সুযোগ। এই প্রজন্মের নতুনরা যাতে সেসবের মধ্যে না পড়েন, তার জন্য এই ইউটিউব চ্যানেল খুললেন শ্রীলেখা।

ইউটিউব চ্যানেল লঞ্চ পার্টিতে হাজির 'আমি শ্রীলেখা'-র পুরো টিম। উপস্থিত শ্রীলেখার প্রিয় বন্ধু ও পরিচালক অনীক দত্ত। পুরো ব্যাপারটা নিয়ে উচ্ছ্বসিত শ্রীলেখা। বললেন, "ক্ষমতা বাড়লে দায়িত্ব বাড়ে। আমারও দায়িত্ব বাড়ল।"

এবারের জন্মদিনটাও বেশ আলাদাভাবে কাটিয়েছেন শ্রীলেখা। বিশেষভাবে সক্ষম মানুষগুলোর সঙ্গে কেক কেটে একটা আলাদা আনন্দ পেয়েছেন। তবে তাঁর সরল স্বীকারোক্তি, "মানুষের সিমপ্যাথি পাওয়ার জন্য করিনি, বা ভিউজ় বাড়ানোর জন্য করিনি। অনেক তো পার্টি করলাম। একটু সময় খরচ করে যদি ওঁদের আনন্দ দিতে পারি কেন করব না?"

সবকিছু নিয়েই কথা বললেন শ্রীলেখা...দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : কর্মজীবনের শুরুতে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন শ্রীলেখা, হাতছাড়া হয়েছে অনেক সুযোগ। এই প্রজন্মের নতুনরা যাতে সেসবের মধ্যে না পড়েন, তার জন্য এই ইউটিউব চ্যানেল খুললেন শ্রীলেখা।

ইউটিউব চ্যানেল লঞ্চ পার্টিতে হাজির 'আমি শ্রীলেখা'-র পুরো টিম। উপস্থিত শ্রীলেখার প্রিয় বন্ধু ও পরিচালক অনীক দত্ত। পুরো ব্যাপারটা নিয়ে উচ্ছ্বসিত শ্রীলেখা। বললেন, "ক্ষমতা বাড়লে দায়িত্ব বাড়ে। আমারও দায়িত্ব বাড়ল।"

এবারের জন্মদিনটাও বেশ আলাদাভাবে কাটিয়েছেন শ্রীলেখা। বিশেষভাবে সক্ষম মানুষগুলোর সঙ্গে কেক কেটে একটা আলাদা আনন্দ পেয়েছেন। তবে তাঁর সরল স্বীকারোক্তি, "মানুষের সিমপ্যাথি পাওয়ার জন্য করিনি, বা ভিউজ় বাড়ানোর জন্য করিনি। অনেক তো পার্টি করলাম। একটু সময় খরচ করে যদি ওঁদের আনন্দ দিতে পারি কেন করব না?"

সবকিছু নিয়েই কথা বললেন শ্রীলেখা...দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো...
Intro:আগস্ট মাসটা অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জীবনে খুবই তাৎপর্যপূর্ণ। তাছাড়া, অগাস্টের আজকের দিনেই তাঁর জন্মদিন। দিনটাকে আরও একটু স্মরণীয় করে তুলতে আজই তিনি লঞ্চ করলেন নিজের ইউটিউব চ্যানেল 'আমি শ্রীলেখা'।


Body:সেখানে হাজির ছিল 'আমি শ্রীলেখা'র গোটা টিম। এসেছিলেন শ্রীলেখার অত্যন্ত প্রিয় বন্ধু এবং পরিচালক অনীক দত্ত। সেখানে থাকবে শ্রীলেখার নিজের ব্লগ। নতুন প্রতিভাদের প্লাটফর্ম দেওয়ার জন্যই ইউটিউব চ্যানেলটি লঞ্চ করেছেন তিনি।


Conclusion:শ্রীলেখার এই বিশেষ দিনে হাজির ছিল ETV ভারত সিতারাও।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.