কলকাতা : বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি শো 'মীরাক্কেল' । রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, সঞ্ছালক মীর এবং অবশ্যই শ্রীলেখা মিত্র ছিলেন 'মীরাক্কেল'-এর USP । এক নয়, দুই নয়... টানা 9টি সিজ়ন হয়েছে 'মীরাক্কেল'এর । বহু প্রতিভাবান অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার উঠে এসেছেন এই শো থেকে । রজতাভ, পরাণ, মীরের মতো শ্রীলেখাও শুরুর দিন থেকে 'মীরাক্কেল'এর সঙ্গে জড়িয়ে । হঠাৎ সিজন ১০-এ এসে বাদ পড়লেন শ্রীলেখা ।
এই ঘটনাটিতে ভীষণভাবে আহত হয়েছেন অভিনেত্রী । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক পর একটি লাইভে এসে বোমা ফাটিয়েছিলেন শ্রীলেখা । ব্যক্তিবিশেষের নাম নিয়ে সরাসরি অভিযোগ তুলে বলেছিলেন তাঁদের রাজনীতি, চক্রান্ত, স্বজনপোষণের কারণে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে তাঁর । ফেভারিটজম, নেপোটিজমের বিরুদ্ধে কথা বলেছিলেন । তাহলে কি তাঁর স্পষ্টবাদী মনোভাবের কারণেই কি চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ? প্রশ্ন তুললেন শ্রীলেখা ।
ETV ভারত সিতারাকে শ্রীলেখা বলছেন, "আমি মনে করি, এত কথা বলেছিলাম বলেই আমার হাত থেকে 'মীরাক্কেল' গেল । আরও কাজ হারাচ্ছি আমি । একটা বিজ্ঞাপনের কাজ গেছে । আমি প্রফেশন ছেড়ে দেব ।"
শ্রীলেখার কণ্ঠে ঝরে পড়ে হতাশা । স্পষ্টই বোঝা যায়, তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন ।