কলকাতা : আফ্রিকায় 'কাকাবাবুর প্রত্যাবর্তন'এর শুটিং করতে করতে দেশে ফিরে এসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তিনি স্বেচ্ছায় কোয়ারান্টাইনের সিদ্ধান্ত নিয়েছেন ১৪ দিনের জন্য । দেশে ফিরে অভিনেতা জানিয়েছিলেন তাঁর ছেলে মিশুকও ফিরেছে লন্ডন থেকে । কেমন আছে মিশুক ? কী করছে এখন সে ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।
প্রসেনজিতের পার্সোনাল অ্যাসিসটেন্ট মোহর আমাদের জানালেন, "মিশুক লন্ডন থেকে ফিরেছে । ওকে বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । দাদা (প্রসেনজিৎ) রয়েছে বাড়ির চার তলায় । ঘরের বাইরে খাবার রেখে দেওয়া হচ্ছ । দাদা এসে সেটা নিয়ে আবার ঘরে চলে যাচ্ছেন । মিশুক রয়েছে নিচের ঘরে । অর্পিতাদি তো কলকাতাতেই ছিলেন । দাদা আফ্রিকা থেকে ফিরে মিশুকের সঙ্গে একবারও দেখা করেননি । তবে মিশুকের তো অর্পিতাদিকে (অর্পিতা চ্যাটার্জি, মিশুকের মা) প্রয়োজন । অর্পিতাদি ওর কাছে যাচ্ছে । তবে বাড়ি থেকে কেউ বেরোচ্ছে না । সবাই বাড়ি বন্দী রয়েছে । ওদের টেস্ট হয়েছে । এমনিতে সবকিছু নর্মাল আছে । এরকমভাবে ওঁরা ১৪দিন থাকবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মোহর নিজেও প্রসেনজিতের সঙ্গে আফ্রিকা গেছিলেন । তাই তিনি সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন । অন্যদিকে আফ্রিকা থেকে প্রসেনজিতের সঙ্গে ফিরেছেন সৃজিত মুখার্জি ও অভিনেতা আরিয়ান । তাঁরাও রয়েছেন সেল্ফ কোয়ারেন্টাইনে ।
কলকাতায় লন্ডন ফেরত দুই যুবকের কোরোনা ধরা পড়েছে । একজন সরকারি আধিকারিকের পুত্র আর অন্যজন বালিগঞ্জের বাসিন্দা ছত্রিশগড়ের এক যুবক ।