ETV Bharat / sitara

শুরু হল 'ডাব চিংড়ি'-র শুটিং, দেখে নিন শুটিংয়ের ছবি - ডাব চিংড়ি

ক্যামেরাকে পুজো করে শুরু হল 'ডাব চিংড়ি' ছবির শুটিং। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন সন্ধ্যা রায়। 'মনোজদের অদ্ভুত বাড়ি'-র পর প্রায় এক বছরের বিরতি নিয়ে পরিচালক সুদীপ দাসের 'ডাব চিংড়ি' ছবিতে ফিরছেন তিনি। হয়ে গেল ছবির প্রথম দিনের শুটিং।

ডাব চিংড়ি
author img

By

Published : Jul 24, 2019, 11:13 PM IST

কলকাতা : 'ডাব চিংড়ি' ছবিটি মুক্তি পাবে পুজোর সময়। তবে সিনেমার পরদায় নয়। মুক্তি পাবে ডিজিটাল প্লাটফর্মে। জ়ি ফাইভের অরিজিনাল ছবি হিসেবে। ছবিটি প্রযোজনা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


ছবিটি খাবারকে কেন্দ্র করে। বলা যেতে পারে ফুড অন্থলজি বিষয়কে কেন্দ্র করে। আরও দুটি ছবি প্রযোজনা করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এনআইডিয়াজ়। সেই দুটিও খাবারকে কেন্দ্র করেই। পুজোর সময় তেই তিনটি ছবির স্বাদ নিতে পারবেন দর্শক।

শুটিংয়ের কিছু বিশেষ মুহূর্তের ছবি এল ETV ভারত সিতারার কাছে। দেখে নিন...

ডাব চিংড়ি
ক্যামেরাকে পুজো করে শুরু 'ডাব চিংড়ি'-র শুটিং
ডাব চিংড়ি
শুটিংয়ে ব্য়স্ত ছবির টিম
ডাব চিংড়ি
পরিচালকের পাশে প্রযোজনা সংস্থার সদস্য
ডাব চিংড়ি
ক্যামেরার পিছনে পরিচালক

কলকাতা : 'ডাব চিংড়ি' ছবিটি মুক্তি পাবে পুজোর সময়। তবে সিনেমার পরদায় নয়। মুক্তি পাবে ডিজিটাল প্লাটফর্মে। জ়ি ফাইভের অরিজিনাল ছবি হিসেবে। ছবিটি প্রযোজনা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


ছবিটি খাবারকে কেন্দ্র করে। বলা যেতে পারে ফুড অন্থলজি বিষয়কে কেন্দ্র করে। আরও দুটি ছবি প্রযোজনা করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এনআইডিয়াজ়। সেই দুটিও খাবারকে কেন্দ্র করেই। পুজোর সময় তেই তিনটি ছবির স্বাদ নিতে পারবেন দর্শক।

শুটিংয়ের কিছু বিশেষ মুহূর্তের ছবি এল ETV ভারত সিতারার কাছে। দেখে নিন...

ডাব চিংড়ি
ক্যামেরাকে পুজো করে শুরু 'ডাব চিংড়ি'-র শুটিং
ডাব চিংড়ি
শুটিংয়ে ব্য়স্ত ছবির টিম
ডাব চিংড়ি
পরিচালকের পাশে প্রযোজনা সংস্থার সদস্য
ডাব চিংড়ি
ক্যামেরার পিছনে পরিচালক
Intro:ক্যামেরাকে পুজো করে শুরু হল 'ডাব চিংড়ি' ছবির শুটিং। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন সন্ধ্যা রায়। গত বছর পুজোর সময় মুক্তিপ্রাপ্ত ছবি 'মনোজদের অদ্ভুত বাড়ি'তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অনেকদিন পর অভিনয় করেছিলেন তিনি। তারপর এক বছরের বিরতি নিয়ে পরিচালক সুদীপ দাসের ডাব চিংড়ি ছবিতে অভিনয় করছেন তিনি। হয়ে গেল ছবির প্রথম দিনের শুটিং। রইল শুটিংয়ের বিশেষ মুহূর্তের কিছু ছবি।



Body:ডাব চিংড়ি ছবিটি মুক্তি পাবে পুজোর সময়। তবে সিনেমার পর্দায় নয়। মুক্তি পাবে ডিজিটাল প্লাটফর্মে। জি ফাইভের অরিজিনাল ছবি হিসেবে। ছবিটি প্রযোজনা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।




Conclusion:ছবিটি খাবারকে কেন্দ্র করে। বলা যেতে পারে ফুড অন্থলজি বিষয়কে কেন্দ্র করে। আরও দুটি ছবি প্রযোজনা করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এনআইডিয়াস। সেই দুটিও খাবারকে কেন্দ্র করেই। পুজোর সময় তেই তিনটি ছবির স্বাদ নিতে পারবে দর্শক।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.