ETV Bharat / sitara

স্থিতিশীল সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র, শীঘ্রই নার্সিংহোম থেকে ফিরবেন বাড়ি - bengali singer nirmala mishra

আগের থেকে অনেকটা সুস্থ নির্মলা মিশ্র । বর্ষবরণের আগেই ফিরতে পারেন বাড়ি ।

nirmala mishra health update
nirmala mishra health update
author img

By

Published : Dec 28, 2020, 8:18 PM IST

Updated : Dec 28, 2020, 8:51 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর : গতকাল অর্থাৎ 27 ডিসেম্বর তাঁর জ্ঞান ফিরেছে । আর, আজ তিনি কথা বলেছেন । সব মিলিয়ে এখন অনেকটাই সুস্থ আছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র । দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে গত শনিবার থেকে তাঁর চিকিৎসা চলছে । শীঘ্রই নার্সিংহোম থেকে ছুটি দেওয়া হবে নির্মলাদেবীকে ।


গত শনিবার, অর্থাৎ 26 ডিসেম্বর রাত সাড়ে ন'টা নাগাদ বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে । ভরতি করার সময় জ্ঞান ছিল না শিল্পীর । তাঁর শারীরিক অবস্থাও সংকটে ছিল । চিকিৎসক কৌশিক চক্রবর্তীর অধীনে ওই নার্সিংহোমে ভর্তি করা হয় সঙ্গীতশিল্পীকে । সোমবার কৌশিকবাবু বলেন, "গতকাল সঙ্গীতশিল্পীর জ্ঞান ফিরেছে । আজ তিনি কথাও বলেছেন । তিনি এখন আনেকটাই সুস্থ । নার্সিংহোম থেকে তাঁকে ছুটি দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে ।"

আরও পড়ুন : সংকটজনক অবস্থায় হাসপাতালে ভরতি নির্মলা মিশ্র

কবে ছুটি দেওয়া হতে পারে ? এই প্রশ্নে চিকিৎসক কৌশিক বলেন, "এখনও ফাইনাল হয়নি । তবে, আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার সম্ভব না হলেও দুই-একদিন পরে নার্সিংহোম থেকে নির্মলা মিশ্রকে ছুটি দেওয়া হবে ।" নির্মলাদেবীর কোরোনার রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন চিকিৎসক ।

তার মানে ইংরেজি নতুন বছর শুরু হওয়ার আগেই নার্সিংহোম থেকে বাড়িতে ফিরতে চলেছেন বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পী । নির্মলা মিশ্রর আরোগ্য কামনা করে ETV ভারত ।

কলকাতা, 28 ডিসেম্বর : গতকাল অর্থাৎ 27 ডিসেম্বর তাঁর জ্ঞান ফিরেছে । আর, আজ তিনি কথা বলেছেন । সব মিলিয়ে এখন অনেকটাই সুস্থ আছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র । দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে গত শনিবার থেকে তাঁর চিকিৎসা চলছে । শীঘ্রই নার্সিংহোম থেকে ছুটি দেওয়া হবে নির্মলাদেবীকে ।


গত শনিবার, অর্থাৎ 26 ডিসেম্বর রাত সাড়ে ন'টা নাগাদ বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে । ভরতি করার সময় জ্ঞান ছিল না শিল্পীর । তাঁর শারীরিক অবস্থাও সংকটে ছিল । চিকিৎসক কৌশিক চক্রবর্তীর অধীনে ওই নার্সিংহোমে ভর্তি করা হয় সঙ্গীতশিল্পীকে । সোমবার কৌশিকবাবু বলেন, "গতকাল সঙ্গীতশিল্পীর জ্ঞান ফিরেছে । আজ তিনি কথাও বলেছেন । তিনি এখন আনেকটাই সুস্থ । নার্সিংহোম থেকে তাঁকে ছুটি দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে ।"

আরও পড়ুন : সংকটজনক অবস্থায় হাসপাতালে ভরতি নির্মলা মিশ্র

কবে ছুটি দেওয়া হতে পারে ? এই প্রশ্নে চিকিৎসক কৌশিক বলেন, "এখনও ফাইনাল হয়নি । তবে, আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার সম্ভব না হলেও দুই-একদিন পরে নার্সিংহোম থেকে নির্মলা মিশ্রকে ছুটি দেওয়া হবে ।" নির্মলাদেবীর কোরোনার রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন চিকিৎসক ।

তার মানে ইংরেজি নতুন বছর শুরু হওয়ার আগেই নার্সিংহোম থেকে বাড়িতে ফিরতে চলেছেন বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পী । নির্মলা মিশ্রর আরোগ্য কামনা করে ETV ভারত ।

Last Updated : Dec 28, 2020, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.