ETV Bharat / sitara

পিছিয়ে গেল '১৭ই সেপ্টেম্বর'-এর মুক্তি, পিছনে রাজনৈতিক কারণ? - Soham new film

আসন্ন 13 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল '17 সেপ্টেম্বর'-এর। তবে হঠাৎই পিছিয়ে গেল মুক্তির তারিখ।

Soham new film
author img

By

Published : Sep 12, 2019, 4:19 PM IST

কলকাতা : অমিতাভ ভট্টাচার্য পরিচালিত '17 সেপ্টেম্বর'-এ অভিনয় করছেন সোহম চক্রবর্তী ও অরুণিমা ঘোষ। সম্পর্কের ওঠাপড়া নিয়ে তৈরি এই ফ্যামিলি ড্রামার মুক্তি পিছিয়ে হল 20 সেপ্টেম্বর। কেন এই বদল? অমিতাভ কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।

তিনি বললেন, "অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি। আমাদের সকলের পরিশ্রম রয়েছে এই ছবিটার সঙ্গে। সবাই মনে মনে প্রস্তুত ছিল যে ছবিটা 13 সেপ্টেম্বর মুক্তি পাবে। কিন্তু আকস্মিক কারণে পিছিয়ে গেল মুক্তি। আমরা হল পাচ্ছি না। আমার অনুমান রাজনৈতিক কারণও রয়েছে হয়তো এর পিছনে। কী কারণ সেটা আপনাদের জানাব, তবে কিছু সময় পর।"

Soham new film
ছবির দৃশ্য

অমিতাভ আরও বলেন, "এভাবে মুক্তি পিছিয়ে দেওয়া হল বটে। তবে আমি ভেঙে পড়িনি। খারাপ লাগলেও বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ছবিটা ভালো না মন্দ সেটা দর্শকরাই বলবে। আমি নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী। ট্রেলার আর গানের মতো আমার বিশ্বার ছবিটাও মানুষ পছন্দ করবে।"

আর একবার দেখে নিন ছবিটির ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : অমিতাভ ভট্টাচার্য পরিচালিত '17 সেপ্টেম্বর'-এ অভিনয় করছেন সোহম চক্রবর্তী ও অরুণিমা ঘোষ। সম্পর্কের ওঠাপড়া নিয়ে তৈরি এই ফ্যামিলি ড্রামার মুক্তি পিছিয়ে হল 20 সেপ্টেম্বর। কেন এই বদল? অমিতাভ কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।

তিনি বললেন, "অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি। আমাদের সকলের পরিশ্রম রয়েছে এই ছবিটার সঙ্গে। সবাই মনে মনে প্রস্তুত ছিল যে ছবিটা 13 সেপ্টেম্বর মুক্তি পাবে। কিন্তু আকস্মিক কারণে পিছিয়ে গেল মুক্তি। আমরা হল পাচ্ছি না। আমার অনুমান রাজনৈতিক কারণও রয়েছে হয়তো এর পিছনে। কী কারণ সেটা আপনাদের জানাব, তবে কিছু সময় পর।"

Soham new film
ছবির দৃশ্য

অমিতাভ আরও বলেন, "এভাবে মুক্তি পিছিয়ে দেওয়া হল বটে। তবে আমি ভেঙে পড়িনি। খারাপ লাগলেও বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ছবিটা ভালো না মন্দ সেটা দর্শকরাই বলবে। আমি নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী। ট্রেলার আর গানের মতো আমার বিশ্বার ছবিটাও মানুষ পছন্দ করবে।"

আর একবার দেখে নিন ছবিটির ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:কথা ছিল চলতি সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ মুক্তি পাবে 'রক্তকরবী'র পরিচালক অমিতাভ ভট্টাচার্যর নতুন ছবি '১৭ই সেপ্টেম্বর'। কারণ যদিও এখনই স্পষ্ট করে বলতে চাইছেন না পরিচালক। ETV ভারত সিতারা কথা বলল অমিতাভ ভট্টাচার্য সঙ্গে।


Body:অমিতাভ বললেন, "অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি। আমাদের সকলের পরিশ্রম জড়িয়ে আছে ছবিটার সঙ্গে। সবাই মনে মনে প্রস্তুত ছিল ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ১৭ই সেপ্টেম্বর। কিন্তু আকস্মিক কয়েকটি কারণে আর সেই দিন মুক্তি পাচ্ছে না ছবিটি। মুক্তি পাচ্ছে ২০ সেপ্টেম্বর। আমরা হল পাচ্ছি না। আমার অনুমান রাজনৈতিক কারণেও হয়তো মুক্তি পিছিয়ে গেছে। কী কারণ সেটা আমি আপনাদের নিশ্চয়ই জানাব, তবে কিছু সময় পর। এখন শুধু এটুকুই বলতে চাই, ছবিটা মুক্তি পাবে ২০ সেপ্টেম্বর। এভাবে ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হল বটে। কিন্তু আমি তাতে ভেঙে পড়িনি। খারাপ লাগলেও, বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে মেনে নিচ্ছি। ছবিটা ভালো না মন্দ, সেটা তো পুরোটাই দর্শক বলবে। আমি নিজের কাজের প্রতি কনফিডেন্ট। আমি আত্মবিশ্বাসী। মানুষ ছবিটার ট্রেলার এবং গান পছন্দ করেছেন। আমার ধারণা, ছবিটা মানুষের পছন্দ হবে। সেই বিশ্বাস নিয়েই আমি রয়েছি। এটা টিম ১৭ই সেপ্টেম্বরের কাছে একটা নতুন চ্যালেঞ্জ।"


Conclusion:ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী এবং অরুণিমা ঘোষ। এটি একটি পারিবারিক ছবি। আধুনিক এক দম্পতির প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বেদনার গল্প এবং একান্নবর্তী পরিবারের স্নেহ, মায়া, মমতার ছোঁয়া অনুভব করতে পারবে দর্শক।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.