কলকাতা : হালকা শীতে সূর্যের তাপ মাখলেন দুই দুদে অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং অনির্বাণ ভট্টাচার্য । সোশাল মিডিয়াতে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে সূর্যস্নাত ছবি শেয়ার করেছেন এই দুই অভিনেতা । ক্যাপশনও দিয়েছেন হুবহু এক, 'রোদ্দুর' । তাহলে কি নতুন কোনও কাজের ইঙ্গিত, নাকি নিছকই শীতে সূর্যের আদর খেতে ব্যস্ত এই দুই তারকা ?
গত সপ্তাহেই নাট্য অভিনেত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনির্বাণ । তারপরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন একটি সুন্দর ছবি শেয়ার করেছেন অভিনেতা । ক্যাপশনে লিখেছেন 'রোদ্দুর' । সহকর্মী ও অত্যন্ত কাছের বন্ধু অভিনেতা রুদ্রনীল ঘোষও শেয়ার করেছেন তাঁর 'সান কিসড' ছবি ।
দুই অভিনেতা কেন একইভাবে রোদ্দুরে স্নাত হয়ে ছবি কেন পোস্ট করলেন, তাই নিয়ে বাড়ছে দর্শকদের কৌতুহল । তাহলে কি এবার অনির্বাণকে সঙ্গে নিয়ে তাঁর পরবর্তী কাজ করবেন রুদ্রনীল ? এর আগেও, 'এক যে ছিল রাজা', 'বিবাহ অভিযান'এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন রুদ্রনীল ও অনির্বাণ । এছাড়াও, অভিনেতা হওয়ার পাশাপাশি রুদ্রনীল একজন গল্প নির্মাতাও । তাহলে কি রুদ্রনীল পরবর্তী গল্পের হিরো অনির্বাণ ? আশায় বুক বাঁধছেন অনুরাগীরা ।
রুদ্রনীল, অনির্বাণ হলেন সূর্যস্নাত ! নতুন কাজের ইঙ্গিত ? - অনির্বাণ ভট্টাচার্যের খবর
টলিপাড়ার দুই তাবড় অভিনেতা রুদ্রনীল ঘোষ ও অনির্বাণ ভট্টাচার্য একই দিনে, একই ক্যাপশন সহযোগে, প্রায় একই পোজ়ে ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে । ব্যাপারখানা কী ?
কলকাতা : হালকা শীতে সূর্যের তাপ মাখলেন দুই দুদে অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং অনির্বাণ ভট্টাচার্য । সোশাল মিডিয়াতে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে সূর্যস্নাত ছবি শেয়ার করেছেন এই দুই অভিনেতা । ক্যাপশনও দিয়েছেন হুবহু এক, 'রোদ্দুর' । তাহলে কি নতুন কোনও কাজের ইঙ্গিত, নাকি নিছকই শীতে সূর্যের আদর খেতে ব্যস্ত এই দুই তারকা ?
গত সপ্তাহেই নাট্য অভিনেত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনির্বাণ । তারপরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন একটি সুন্দর ছবি শেয়ার করেছেন অভিনেতা । ক্যাপশনে লিখেছেন 'রোদ্দুর' । সহকর্মী ও অত্যন্ত কাছের বন্ধু অভিনেতা রুদ্রনীল ঘোষও শেয়ার করেছেন তাঁর 'সান কিসড' ছবি ।
দুই অভিনেতা কেন একইভাবে রোদ্দুরে স্নাত হয়ে ছবি কেন পোস্ট করলেন, তাই নিয়ে বাড়ছে দর্শকদের কৌতুহল । তাহলে কি এবার অনির্বাণকে সঙ্গে নিয়ে তাঁর পরবর্তী কাজ করবেন রুদ্রনীল ? এর আগেও, 'এক যে ছিল রাজা', 'বিবাহ অভিযান'এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন রুদ্রনীল ও অনির্বাণ । এছাড়াও, অভিনেতা হওয়ার পাশাপাশি রুদ্রনীল একজন গল্প নির্মাতাও । তাহলে কি রুদ্রনীল পরবর্তী গল্পের হিরো অনির্বাণ ? আশায় বুক বাঁধছেন অনুরাগীরা ।