ETV Bharat / sitara

নতুন ভূমিকায় স্বস্তিকা - স্বস্তিকা মুখোপাধ্যায়ের খবর

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে তো সবাই চেনেন । তবে এবার তাঁকে দেখা যাবে এক অন্য ভূমিকায় । এক পাঁচতারা হোটেলে দর্শকের সামনে বই পাঠ করবেন এই সুন্দরী ।

Swastika Mukhopadhyay reads book
Swastika Mukhopadhyay reads book
author img

By

Published : Dec 3, 2020, 7:48 AM IST

কলকাতা : নিজের শিল্পীসত্তার বিভিন্ন দিককে উন্মোচন করা শিল্পীদের বৈশিষ্ট্য । স্বস্তিকা মুখোপাধ্যায়ও সবসময় নিজেকে ভেঙেছেন, নিজের বিভিন্ন দিককে তুলে ধরেছেন । এবার সাবর্ণ রায়ের লেখা একটি বইয়ের কিছুটা অংশ পাঠ করবেন স্বস্তিকা । বইটির নাম 'এচিংস অফ দা ফার্স্ট কোয়ার্টার অফ 2020' ।



স্বস্তিকা মুখোপাধ্যায় একজন তুখোড় অভিনেত্রী । সেই সঙ্গে তিনি এক স্পষ্টবাদী মানুষও বটে । কলকাতা ও মুম্বই দু'জায়গাতেই সমানতালে কাজ করছেন এখন । তাঁর অভিনয়ে মুগ্ধ করছেন দর্শকদের । তবে শুধুমাত্র অভিনয়তেই নয়, স্বস্তিকার যে সাহিত্যেও আগ্রহ রয়েছে, তা এবার প্রমাণিত হতে চলেছে ।

Swastika Mukhopadhyay reads book
.

সাবর্ণ রায়ের এই বইতে রয়েছে চিঠি, কথোপকথন, ভাবনার আদান-প্রদান এবং কবিতা । তারই কিছুটা অংশ পাঠ করে শোনাবেন স্বস্তিকা । অনুষ্ঠানটি উপস্থাপিত হবে কলকাতার একটি নামী পাঁচতারা হোটেলে, আজ অর্থাৎ 3 ডিসেম্বর বিকেল 4টের সময় ।

কলকাতা : নিজের শিল্পীসত্তার বিভিন্ন দিককে উন্মোচন করা শিল্পীদের বৈশিষ্ট্য । স্বস্তিকা মুখোপাধ্যায়ও সবসময় নিজেকে ভেঙেছেন, নিজের বিভিন্ন দিককে তুলে ধরেছেন । এবার সাবর্ণ রায়ের লেখা একটি বইয়ের কিছুটা অংশ পাঠ করবেন স্বস্তিকা । বইটির নাম 'এচিংস অফ দা ফার্স্ট কোয়ার্টার অফ 2020' ।



স্বস্তিকা মুখোপাধ্যায় একজন তুখোড় অভিনেত্রী । সেই সঙ্গে তিনি এক স্পষ্টবাদী মানুষও বটে । কলকাতা ও মুম্বই দু'জায়গাতেই সমানতালে কাজ করছেন এখন । তাঁর অভিনয়ে মুগ্ধ করছেন দর্শকদের । তবে শুধুমাত্র অভিনয়তেই নয়, স্বস্তিকার যে সাহিত্যেও আগ্রহ রয়েছে, তা এবার প্রমাণিত হতে চলেছে ।

Swastika Mukhopadhyay reads book
.

সাবর্ণ রায়ের এই বইতে রয়েছে চিঠি, কথোপকথন, ভাবনার আদান-প্রদান এবং কবিতা । তারই কিছুটা অংশ পাঠ করে শোনাবেন স্বস্তিকা । অনুষ্ঠানটি উপস্থাপিত হবে কলকাতার একটি নামী পাঁচতারা হোটেলে, আজ অর্থাৎ 3 ডিসেম্বর বিকেল 4টের সময় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.