কলকাতা : দিন দিন 'ধর্মযুদ্ধ' নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। কারণ একটি প্রচণ্ড রিয়েলিস্টিক বিষয় নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। আর অন্যদিকে ছবির কাস্টিংয়ে দারুণ চমক। তবে চমকের এখনও বাকি ছিল। সম্প্রতি জানা গেল যে, এই ছবিতে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলির বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি। জামাই রাজের পরিচালনাতেই তিনি ডেবিউ করতে চলেছেন অভিনয়ে।
ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন দেবপ্রসাদ। শুভশ্রী নিজেই আমাদের এই কথা জানিয়েছিলেন। পরে কথা হল রাজের সঙ্গেও। তিনি বললেন, "আমার সকলকে দিয়েই কাজ করাতে ভালো লাগে। খুবই কাকতালীয় ভাবে ওঁকে একটা রোলের জন্য অভিনয় করিয়েছি। উনি ভালোই করেছেন। খুবই ছোট্ট একটা রোল। আমাদের অফিসেও যাঁরা রয়েছে, যেখানে যাঁকে পাই তাঁকে ধরে অভিনয় করিয়ে দিই। সবার মধ্যে অভিনয় করার একটা খিদে আছে তো।"
তবে তাঁর চরিত্রটা কী হতে চলেছে তা নিয়ে খোলসা করতে চাননি পরিচালক। মেয়ে-জামাইয়ের আবদারেই অভিনয়ে আসা বর্ধমানবাসী এই মানুষটির। সাধারণত দেখা যায় যে, বাবা-মায়ের অনুপ্রেরণায় বা সাহায্যে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন ছেলেমেয়েরা। কিন্তু, এবার উলটে গেল মিথ। মেয়ের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এলেন বাবা ।
'ধর্মযুদ্ধ'-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, সোহম ও পার্ণো মিত্র। এছাড়া অবশ্যই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। মুক্তি পেয়েছে ছবির টিজ়ার। বর্তমান সমাজে ধর্মকে হাতিয়ার করে তৈরি হওয়া বিদ্বেষ, দাঙ্গা, মারামারিকে নিয়ে এগোবে এই ছবি।