ETV Bharat / sitara

এবার রাজের পরিচালনায় শুভশ্রীর বাবা - Subhashree Ganguly father

রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ'।

Raj chakrabarty news
Raj chakrabarty news
author img

By

Published : Dec 12, 2019, 1:40 PM IST

Updated : Dec 12, 2019, 2:32 PM IST

কলকাতা : দিন দিন 'ধর্মযুদ্ধ' নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। কারণ একটি প্রচণ্ড রিয়েলিস্টিক বিষয় নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। আর অন্যদিকে ছবির কাস্টিংয়ে দারুণ চমক। তবে চমকের এখনও বাকি ছিল। সম্প্রতি জানা গেল যে, এই ছবিতে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলির বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি। জামাই রাজের পরিচালনাতেই তিনি ডেবিউ করতে চলেছেন অভিনয়ে।

ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন দেবপ্রসাদ। শুভশ্রী নিজেই আমাদের এই কথা জানিয়েছিলেন। পরে কথা হল রাজের সঙ্গেও। তিনি বললেন, "আমার সকলকে দিয়েই কাজ করাতে ভালো লাগে। খুবই কাকতালীয় ভাবে ওঁকে একটা রোলের জন্য অভিনয় করিয়েছি। উনি ভালোই করেছেন। খুবই ছোট্ট একটা রোল। আমাদের অফিসেও যাঁরা রয়েছে, যেখানে যাঁকে পাই তাঁকে ধরে অভিনয় করিয়ে দিই। সবার মধ্যে অভিনয় করার একটা খিদে আছে তো।"

Raj chakrabarty news
শুভশ্রীর বাবা-মা

তবে তাঁর চরিত্রটা কী হতে চলেছে তা নিয়ে খোলসা করতে চাননি পরিচালক। মেয়ে-জামাইয়ের আবদারেই অভিনয়ে আসা বর্ধমানবাসী এই মানুষটির। সাধারণত দেখা যায় যে, বাবা-মায়ের অনুপ্রেরণায় বা সাহায্যে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন ছেলেমেয়েরা। কিন্তু, এবার উলটে গেল মিথ। মেয়ের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এলেন বাবা ।

'ধর্মযুদ্ধ'-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, সোহম ও পার্ণো মিত্র। এছাড়া অবশ্যই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। মুক্তি পেয়েছে ছবির টিজ়ার। বর্তমান সমাজে ধর্মকে হাতিয়ার করে তৈরি হওয়া বিদ্বেষ, দাঙ্গা, মারামারিকে নিয়ে এগোবে এই ছবি।

Raj chakrabarty news
দম্পতি..

কলকাতা : দিন দিন 'ধর্মযুদ্ধ' নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। কারণ একটি প্রচণ্ড রিয়েলিস্টিক বিষয় নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। আর অন্যদিকে ছবির কাস্টিংয়ে দারুণ চমক। তবে চমকের এখনও বাকি ছিল। সম্প্রতি জানা গেল যে, এই ছবিতে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলির বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি। জামাই রাজের পরিচালনাতেই তিনি ডেবিউ করতে চলেছেন অভিনয়ে।

ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন দেবপ্রসাদ। শুভশ্রী নিজেই আমাদের এই কথা জানিয়েছিলেন। পরে কথা হল রাজের সঙ্গেও। তিনি বললেন, "আমার সকলকে দিয়েই কাজ করাতে ভালো লাগে। খুবই কাকতালীয় ভাবে ওঁকে একটা রোলের জন্য অভিনয় করিয়েছি। উনি ভালোই করেছেন। খুবই ছোট্ট একটা রোল। আমাদের অফিসেও যাঁরা রয়েছে, যেখানে যাঁকে পাই তাঁকে ধরে অভিনয় করিয়ে দিই। সবার মধ্যে অভিনয় করার একটা খিদে আছে তো।"

Raj chakrabarty news
শুভশ্রীর বাবা-মা

তবে তাঁর চরিত্রটা কী হতে চলেছে তা নিয়ে খোলসা করতে চাননি পরিচালক। মেয়ে-জামাইয়ের আবদারেই অভিনয়ে আসা বর্ধমানবাসী এই মানুষটির। সাধারণত দেখা যায় যে, বাবা-মায়ের অনুপ্রেরণায় বা সাহায্যে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন ছেলেমেয়েরা। কিন্তু, এবার উলটে গেল মিথ। মেয়ের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এলেন বাবা ।

'ধর্মযুদ্ধ'-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, সোহম ও পার্ণো মিত্র। এছাড়া অবশ্যই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। মুক্তি পেয়েছে ছবির টিজ়ার। বর্তমান সমাজে ধর্মকে হাতিয়ার করে তৈরি হওয়া বিদ্বেষ, দাঙ্গা, মারামারিকে নিয়ে এগোবে এই ছবি।

Raj chakrabarty news
দম্পতি..
Intro:তিনি তৎকালীন বাংলা ছবির প্রথম সারির নায়িকা শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলী। মেয়ে যেহেতু বহুদিন বড় পর্দার স্টার, সেহেতু ছবির জগতের সঙ্গে দেবপ্রসাদের যোগাযোগ এতকাল ছিল মেয়ের সূত্রেই। কিন্তু এখন তিনি শুধুমাত্র শুভশ্রীর বাবা নন, জামাই রাজ চক্রবর্তীর নতুন ছবির 'ধর্মযুদ্ধ'এ তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন। বিষয়টির সত্যতা জানতে ETV ভারত সিতারা সরাসরি যোগাযোগ করে শুভশ্রীর সঙ্গেই।


Body:শুভশ্রী আমাদের জানিয়েছেন, "আমার বাবা ধর্মযুদ্ধে অভিনয় করেছেন। add hobe quote।


Conclusion:রাজের পরিচালনায় তাঁর নতুন ছবি 'ধর্মযুদ্ধ'এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দেবপ্রসাদ। সেই ছবিতে অভিনয় করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, পার্নো মিত্রর মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটির প্রেক্ষাপট একেবারেই সমসাময়িক। সঙ্গে ডাকসাইটে অভিনেতা-অভিনেত্রীরা, শুভশ্রীর বাবা চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। জামাই রাজও চেয়েছিলেন শুভশ্রীর বাবা এই চরিত্রে অভিনয় করুন। তবে তিনি কেমন অভিনেতা, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ধর্মযুদ্ধের মুক্তি পর্যন্ত। 'ধর্মযুদ্ধ' মুক্তি পাচ্ছে ২০২০ সালের ২০ মার্চ।
Last Updated : Dec 12, 2019, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.