কলকাতা : ক্রিটাকাল অ্যাক্লেম পাওয়ার সঙ্গে বক্স অফিসেও বেশ ভালো ব্যবসা করেছে 'সোয়েটার'। সেই অর্থে কোনও স্টার ছাড়াই এই ছবি নজর কেড়েছে অভিনয় ও পরিচালনার গুণে। তাই শিলাদিত্যর পরবর্তী ছবি নিয়ে একটা কৌতুহল তৈরি হয়েছে দর্শকের কাছে। ছবির নাম ঠিক না হলেও শিলাদিত্যের পরবর্তী ছবিতে অভিনয় করছেন অর্পিতা চ্যাটার্জি। ETV ভারত সিতারাকে জানালেন পরিচালক।
ছবি প্রসঙ্গে শিলাদিত্য বললেন, "ইমোশন ও পারফর্মেন্সের দিক থেকে দেখতে গেলে আমার এই ছবিটি সোয়েটার-এর থেকেও অনেকটা সমৃদ্ধ হতে চলেছে। আমরা ওয়ার্কশপ করছি। প্রত্যেক অভিনেতা সেখানেই প্রচুর পরিশ্রম করছেন। যতই জটিল বিষয়ের উপর ছবি তৈরি করি না কেন, আমি সেটাকে সরলভাবেই বলতে পছন্দ করি। যাতে ছবিটাকে দর্শক অনুভব করতে পারেন, ছবির কাঠিন্য যাতে তাঁদের বিভ্রান্ত না করে, সেটা দেখতে চেষ্টা করি। ছবির সংলাপ স্বাভাবিক ও রিয়েল করার চেষ্টা করি। দর্শককে একেবারে নতুন কিছু দেওয়ার চেষ্টায় আছি।"
এই ছবিতে অর্পিতাকে একেবারে নতুন অবতারে দেখতে পাবে দর্শক। অর্পিতার সঙ্গে ছবিতে অন্য দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাহেব চ্যাটার্জি এবং প্রান্তিক ব্যানার্জি। এটি একটি রোমান্টিক ছবি। এত যুগ ধরে যে প্রেমের সংজ্ঞা আমরা পেয়ে এসেছি, তার প্রতি প্রশ্ন ছুঁড়ে দেয় এই ছবি। প্রশ্ন তোলে, একমাত্র হৃদয়ই কি ভালবাসার উৎস? প্রেম ভেঙে গেলে কি হৃদয় ব্যথিত হয়? প্রিয় মানুষকে দেখলে হৃৎকম্পন কি বেড়ে যায়? হৃদয়ের কি মস্তিষ্ক আছে? এইসব প্রশ্নের উত্তর দেবে শিলাদিত্যের নতুন ছবি। তবে এখনও কোনও নাম ঠিক হয়নি।