কলকাতা : হলিউডের ছবি ও সাহিত্য 'ফল্ট ইন আওয়ার স্টার্স' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সদ্যপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা' । এই ছবি দেখার জন্য সুশান্তের ভক্ত এবং ভারতের তামাম সিনেমাপ্রেমী দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন । ছবিটি খুবই সিরিয়াস, মর্মস্পর্শী ও সংবেদনশীল, দাবি নির্মাতাদের । মুখ্যচরিত্রে সুশান্ত ও সঞ্জনা সাঙ্ঘি । তবে তাঁদের পাশাপাশি বাংলার দুই তুখোড় অভিনেতা-অভিনেত্রীও সেখানে অভিনয় করেছেন । তাঁদের মধ্যে একজন শাশ্বত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় । শাশ্বত নিজেই একথা জানালেন ETV ভারত সিতারাকে ।
ছবিতে সঞ্জনার করা চরিত্রটি এমন এক মেয়ের, যার একটি টার্মিনাল অসুখ রয়েছে । সঞ্জনার বাবা-মায়ের চরিত্রে রয়েছেন শাশ্বত আর স্বস্তিকা । তবে ছবির শেষে মৃত্যু হয় সুশান্তেরই । বেঁচে যান সঞ্জনা । আমাদের জানালেন শাশ্বত ।
শাশ্বত আমাদের বলেন, "মূলত আমরা চারজন প্রধান অভিনেতা এই ছবিতে । আমি, স্বস্তিকা, সুশান্ত এবং দিল্লির একটি মেয়ে সঞ্জনা । এখানে আমাদের মেয়ে সঞ্জনা । একটা বাঙালি পরিবার । হলিউডের একটি বিখ্যাত ছবি 'ফল্ট ইন আওয়ার স্টার্স'-এর হিন্দি রিমেক এই ছবি । ছবিটা তো এখন আর হলে রিলিজ় করবে না । তাই OTT-তে মুক্তি পাচ্ছে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সুশান্তের মৃত্যুটা এখনও মেনে নিতে পারছেন না শাশ্বত । বললেন, "এখনও মানতে পারছি না । একটা ফুটফুটে, চনমনে ছেলে..."
'দিল বেচারা' সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি । তাঁর এই ছবি দেখার জন্য স্বভাবতই দর্শকের মনে আগ্রহ তুঙ্গে । লকডাউন না থাকলে এই ছবি মুক্তি পেয়ে যেত 8 মে । কিন্তু সিনেমা হল বন্ধ থাকায় তা সম্ভব হয়নি । সিনেমা মুক্তি পেতে চলেছে OTT প্ল্যাটফর্মে, 24 জুলাই ।