ETV Bharat / sitara

সরকারের সঙ্গে দূরত্ব না ব্যস্ততা ? কেন আর্টিস্ট ফোরাম বিমুখ প্রসেনজিৎ ? - Prosenjit Chatterjee latest news

যত দিন যাচ্ছে প্রসেনজিৎ তত বেশি করে ডিসকভার করছেন নিজেকে । শুটিংয়ের চাপে তাই অব্যাহতি দিতে চাইছেন আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব থেকে । ETV ভারত সিতারাকে জানালেন প্রসেনজিতের পার্সোনাল অ্যাসিসটেন্ট মোহর সেন ।

Prosenjit Chatterjee latest news
Prosenjit Chatterjee latest news
author img

By

Published : Jan 20, 2020, 7:48 PM IST

কলকাতা : তুমুল ব্যস্ততার মধ্যে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । একের পর এক ছবি, ওয়েব সিরিজ়ি কাজ করছেন তিনি । তার উপর প্রযোজনা নিয়েও নতুন পরিকল্পনা রয়েছে তাঁর । সব মিলিয়ে এতটাই ব্যস্ত প্রসেনজিৎ যে, আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি পদের গুরুদায়িত্ব হয়তো পুরোদমে পালন করতে পারবেন না তিনি ।

মোহর আমাদের বললেন, "দাদা কিন্তু আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি থেকে সরে আসছেন না । দাদা বলেছেন যে বাকিরা কাজটা করবে, আমি অভিভাবকের মতো পাশে থাকব । কারণ দিন দিন দাদার ব্যস্ততা বাড়ছে । আর দাদা কখনই অর্ধেক মনোযোগ দিয়ে কোনও কাজ করেন না । নিজের পুরোটা দিয়ে করেন সব কাজ । তাই এই সিদ্ধান্ত ।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5776134_prosenjit-2.JPG
.

কী কী কাজের রয়েছে প্রসেনজিতের হাতে ? আমাদের জানালেন মোহর । বললেন, " কৌশিক গাঙ্গুলির একটি ছবিতে কাজ করবেন দাদা । সেটার ব্যস্ততা শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে । কাকাবাবুর কাজ শুরু হবে মার্চ মাস থেকে । কাকাবাবুর ঠিক পরেই তিনি ব্যস্ত হয়ে যাচ্ছেন নন্দিতাদি- শিবুদার 'হামি 2' নিয়ে । তারপরে এপ্রিল মাসে মুম্বইয়ে একটি ওয়েব সিরিজ়ের জন্য ৫ মাসের সময় চাওয়া হয়েছে দাদার থেকে । ওয়েব সিরিজটির নাম 'স্টারডাস্ট', করছেন বিক্রমাদিত্য মোওওয়ানে । সেখানে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন দাদা । তার উপর রয়েছে প্রযোজনার কাজ । মোটামুটি এক বছর দাদা এইসবের কারণে ভীষণ ব্যস্ত থাকবেন ।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5776134_prosenjit-2.JPG
.

অনেকে যে মনে করছেন সরকারের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দূরত্বের কারণে তার আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতিত্ব থেকে সরে আসা । এই বিষয়ে মোহর বললেন, "একেবারেই না । কোনওরকম দূরত্ব তৈরি হয়নি । এটা একেবারেই ব্যস্ততার কারণে হচ্ছে । অন্য কোনও কারণ নেই।"

কলকাতা : তুমুল ব্যস্ততার মধ্যে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । একের পর এক ছবি, ওয়েব সিরিজ়ি কাজ করছেন তিনি । তার উপর প্রযোজনা নিয়েও নতুন পরিকল্পনা রয়েছে তাঁর । সব মিলিয়ে এতটাই ব্যস্ত প্রসেনজিৎ যে, আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি পদের গুরুদায়িত্ব হয়তো পুরোদমে পালন করতে পারবেন না তিনি ।

মোহর আমাদের বললেন, "দাদা কিন্তু আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি থেকে সরে আসছেন না । দাদা বলেছেন যে বাকিরা কাজটা করবে, আমি অভিভাবকের মতো পাশে থাকব । কারণ দিন দিন দাদার ব্যস্ততা বাড়ছে । আর দাদা কখনই অর্ধেক মনোযোগ দিয়ে কোনও কাজ করেন না । নিজের পুরোটা দিয়ে করেন সব কাজ । তাই এই সিদ্ধান্ত ।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5776134_prosenjit-2.JPG
.

কী কী কাজের রয়েছে প্রসেনজিতের হাতে ? আমাদের জানালেন মোহর । বললেন, " কৌশিক গাঙ্গুলির একটি ছবিতে কাজ করবেন দাদা । সেটার ব্যস্ততা শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে । কাকাবাবুর কাজ শুরু হবে মার্চ মাস থেকে । কাকাবাবুর ঠিক পরেই তিনি ব্যস্ত হয়ে যাচ্ছেন নন্দিতাদি- শিবুদার 'হামি 2' নিয়ে । তারপরে এপ্রিল মাসে মুম্বইয়ে একটি ওয়েব সিরিজ়ের জন্য ৫ মাসের সময় চাওয়া হয়েছে দাদার থেকে । ওয়েব সিরিজটির নাম 'স্টারডাস্ট', করছেন বিক্রমাদিত্য মোওওয়ানে । সেখানে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন দাদা । তার উপর রয়েছে প্রযোজনার কাজ । মোটামুটি এক বছর দাদা এইসবের কারণে ভীষণ ব্যস্ত থাকবেন ।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5776134_prosenjit-2.JPG
.

অনেকে যে মনে করছেন সরকারের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দূরত্বের কারণে তার আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতিত্ব থেকে সরে আসা । এই বিষয়ে মোহর বললেন, "একেবারেই না । কোনওরকম দূরত্ব তৈরি হয়নি । এটা একেবারেই ব্যস্ততার কারণে হচ্ছে । অন্য কোনও কারণ নেই।"

Intro:তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একের পর এক ছবিতে, ওয়েবসিরিজে কাজ করবেন বুম্বাদা। তার উপর প্রযোজনা নিয়েও নতুন পরিকল্পনা রয়েছে তাঁর। যে কারণে আরটিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতিত্বর গুরুদায়িত্ব হয়তো পুরোদমে পালন করতে পারবেন না তিনি। ব্যস্ততাই যার একমাত্র কারণ। সময়ের অভাবই যার মূলে। আর অন্য কিছু নয়। বিষয়টি খোলসা করে ETV ভারত সিতারাকে জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অফিস থেকে তাঁর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মোহর সেন।


Body:মোহর আমাদের বলেছেন, "দাদা কিন্তু আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি থেকে সরে আসছেন না। দাদা এখন ভীষণভাবে ব্যস্ত হয়ে গেছেন। তবে আর্টিস্ট ফোরামের পাশে তিনি রয়েছেন সবসময়। সেই কারণে দাদা বলেছেন, বাকিরা যেন কাজটা করে, আমি অভিভাবকের মতো কাজ পাশে থাকব। কারণ একটাই, দাদা এখন ভীষণ ব্যস্ত। দাদা কখনওই কোনও কাজকে অর্ধেক মনোযোগের সঙ্গে করেন না। যেটা করেন, পুরো উদ্যোগে করেন। সকলেই জানেন দাদা কেমন ব্যস্ত থাকেন। সামনে আরও ব্যস্ততা বেড়েছে।" কী কী কাজের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবছর যুক্ত রয়েছেন, তাও আমাদেরকে জানালেন মোহর। বললেন, " কৌশিক গাঙ্গুলির একটি ছবিতে কাজ করবেন দাদা। সেটার ব্যস্ততা শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। কাকাবাবুর কাজ শুরু হবে মার্চ মাস থেকে। কাকাবাবুর ঠিক পরে পরেই তিনি ব্যস্ত হয়ে যাচ্ছেন নন্দিতাদি- শিবুদার 'হামি ২' নিয়ে। তারপরে এপ্রিল মাস থেকে যদিও এখনও নির্দিষ্ট তারিখ জানায়নি, মুম্বইয়ে একটি ওয়েব সিরিজের জন্য ৫ মাসের সময় চাওয়া হয়েছে দাদার থেকে। ওয়েব সিরিজটির নাম 'স্টারডাস্ট', করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। সেখানে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন দাদা। তার উপর রয়েছে প্রযোজনার কাজ। মোটামুটি এক বছর দাদা এইসবের কারণে ভীষণ ব্যস্ত থাকবেন।"


Conclusion:অনেকে যে মনে করছেন সরকারের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দূরত্বের কারণে তার আর্টিস ফোরামের কার্যনির্বাহী সভাপতিত্ব থেকে সরে আসা, এই বিষয়ে মোহর বললেন, "একেবারেই না। কোনওরকম দূরত্ব তৈরি হয়নি। এটা একেবারেই ব্যস্ততার কারণে হচ্ছে। অন্য কোনও কারণ নেই।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.