ETV Bharat / sitara

ইউটিউব চ্যানেল লঞ্চ করছেন মিমি - Mimi Chakrabarty

অভিনয় ও রাজনীতির বাইরে আরও একটা কাজে পারদর্শী মিমি চক্রবর্তী। তিনি ভালো গানও জানেন। এই গুণটিকে কাজে লাগিয়ে এবার নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করতে চলেছেন মিমি।

Mimi Chakrabarty Youtube
author img

By

Published : Aug 30, 2019, 9:24 PM IST

Updated : Aug 30, 2019, 9:44 PM IST

কলকাতা : নিজের ইউটিউব চ্যানেল তৈরি করার ইচ্ছা অনেকদিনেরই। এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে মিমির। আর সেই জন্য তিনি কাটিয়েছেন অনেক বিনিদ্র রাত। সোশাল মিডিয়ায় নিজেই এই কথা জানালেন মিমি।

লাল টু-পিসে একটি উষ্ণ ছবি শেয়ার করে মিমি লিখেছেন, "অনেক মাস ধরে চিন্তাভাবনা করে, নেভার এন্ডিং মিটিং করে, ঘণ্টার পর ঘণ্টা বিনিদ্র দিন ও রাত কাটিয়ে অবশেষে আমার ড্রিম প্রোজেক্টের প্রথম লুক সামনে এল।"

তিনি আরও লিখেছেন, "আজ ঘোষণা করছি , আমি আমার ইউটিউব চ্যানেল লঞ্চ করছি খুব তাড়াতাড়ি। আমায় ভালোবাসুন ও আশীর্বাদ করুন।"

মিমি আপাতত দেশের বাইরে। তাই যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। তবে অভিনেত্রীর ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেল যে, নতুন চ্যানেলের জন্য গান রেকর্ডিং করেছেন মিমি। সর্বাগ্রে সেই মিউজ়িক ভিডিয়ো মুক্তি পাবে তাঁর চ্যানেলে।

কলকাতা : নিজের ইউটিউব চ্যানেল তৈরি করার ইচ্ছা অনেকদিনেরই। এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে মিমির। আর সেই জন্য তিনি কাটিয়েছেন অনেক বিনিদ্র রাত। সোশাল মিডিয়ায় নিজেই এই কথা জানালেন মিমি।

লাল টু-পিসে একটি উষ্ণ ছবি শেয়ার করে মিমি লিখেছেন, "অনেক মাস ধরে চিন্তাভাবনা করে, নেভার এন্ডিং মিটিং করে, ঘণ্টার পর ঘণ্টা বিনিদ্র দিন ও রাত কাটিয়ে অবশেষে আমার ড্রিম প্রোজেক্টের প্রথম লুক সামনে এল।"

তিনি আরও লিখেছেন, "আজ ঘোষণা করছি , আমি আমার ইউটিউব চ্যানেল লঞ্চ করছি খুব তাড়াতাড়ি। আমায় ভালোবাসুন ও আশীর্বাদ করুন।"

মিমি আপাতত দেশের বাইরে। তাই যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। তবে অভিনেত্রীর ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেল যে, নতুন চ্যানেলের জন্য গান রেকর্ডিং করেছেন মিমি। সর্বাগ্রে সেই মিউজ়িক ভিডিয়ো মুক্তি পাবে তাঁর চ্যানেলে।

Intro:অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর অভিনয়ের পাশাপাশি আরও একটি গুণ আছে। তিনি গাইতে পারেন গানও। তাঁরই অভিনীত 'মন জনে না' ছবিতে 'কেন যে তোকে' গানটি প্রথম প্লেব্যাক করেছিলেন মিমি। তাঁর এই প্রতিভাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে চাইছেন অভিনেত্রী-সাংসদ। মিমি আনতে চলেছেন তাঁর ইউটিউব চ্যানেল। যার জন্য দিনরাত এক করে দিয়েছেন যাদবপুরের সাংসদ। সোশ্যাল মিডিয়ায় ফাস্ট লুক প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:নিজের ইউটিউব চ্যানেল আনার স্বপ্ন মিমির বহুদিনের। এবার সেই স্বপ্নই পূর্ণ হতে চলেছে। আসতে চলেছে তাঁর ইউটিউব চ্যানেল। সেই জন্য গান রেকর্ডিং করেছেন মিমি।

চ্যানেলে দেখা যাবে মিমির গাওয়া গান। প্রথম দেখা যাবে তাঁর গানের অ্যালবাম। হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই গান গেয়েছেন মিমি।


Conclusion:মিমি বলেছেন, অনেক পরিশ্রমের পর ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় তার প্রথম লুক প্রকাশ করলেন তিনি।
Last Updated : Aug 30, 2019, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.