কলকাতা : সকাল থেকে মেজাজ ভালো আছে পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলের । ETV ভারত সিতারা থেকে যোগাযোগ করা হলে তিনি একগাল হেসে ফেললেন । কারণটা অবশ্যই সিনেমা হল খোলার অনুমতি । গতকালই এই অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারের সিদ্ধান্তে খুশি পরিচালক ।
যদিও ETV ভারত সিতারাকে অরিন্দম একান্তভাবে জানিয়েছেন, এই পুজোতে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'মায়াকুমারী' মুক্তি পাচ্ছে না । কারণ ? অরিন্দম বললেন, "'মায়াকুমারী' পুজোতে আসবে না । কারণ, 50জনের হল নিয়ে কী করা যাবে?"
![arindam shil on mayakumari release](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4352588-855-4352588-1567738214577_2709newsroom_1601195279_473.jpg)
তাঁর বক্তব্য, দুই-আড়াই কোটি বাজেটের ছবির ব্যবসা নিয়ে কিছু হিসেবনিকেশ করতে হয় । অরিন্দম আমাদের পরিষ্কার করে বলেন, "হলে যদি 50জন ঢোকে, আর যদি 200 টাকা করে টিকিট হয়, 10000 টাকা হচ্ছে । তার 5000 টাকা প্রযোজক পাবেন প্রতি শোয়ের পর । 5000 টাকা যদি প্রযোজক পান, সারা দিনে যদি 100টি স্ক্রিনিং হয়, তাহলে একদিনে 50000 টাকা রোজগার হবে প্রযোজকের । তাহলে বুঝতে পারছেন কতদিন লাগবে ২ কোটি টাকা তুলতে.. ততদিন কি বাংলা ছবি বা কোনও ছবি সিনেমা হলে চলে ?"
তবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অরিন্দম । তাঁর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন । হবে না-ই বা কেন ? এই কয়েকমাসে বিনোদন জগতের যা ক্ষতি হয়েছে, তা বলার নয় ।
![arindam shil on mayakumari release](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8767842-769-8767842-1599847801232_2709newsroom_1601195279_386.jpg)
অরিন্দম বললেন, "এই কয়েক মাসে সিঙ্গল স্ক্রিন সিনেমা হল যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাবা যায় না । এই ক্ষতি তাঁরা কীভাবে অতিক্রম করবেন, সেটাও জানি না । প্যানডেমিকের আগে 200-250 সিঙ্গল স্ক্রিন ছিল, এখন দেখুন কতগুলো খুলবে ? আমার তো মনে হয় 200-র অনেক কম খুলবে । সেটাও একটা খুব কঠিন ব্যাপার । তবে এই পরিস্থিতির মধ্যে হলগুলো অন্তত খুলল, সিনেমাটা অন্তত হলে গিয়ে দেখা যাবে ।"
অরিন্দমের মতো বিনোদন জগতের অনেকেই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে ।