ETV Bharat / sitara

শ্রাবন্তীকে অশ্লীল মেসেজ, হাই কমিশনে অভিযোগ করতেই ক্ষমা চাইল "ছোটো ভাই" - srabanti latest news

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফোনে একটি বিশেষ নম্বর থেকে এসএমএস মারফত গালিগালাজ, অশালীন মন্তব্য আসছিল । তিতিবিরক্ত শ্রাবন্তী অভিযোগ দায়ের করেন বাংলাদেশ হাইকমিশনে । মৌখিকভাবে তাঁরা জানান, বিষয়টি খতিয়ে দেখছেন । তবে এই ঘটনার পর দিন দুই আগে সেই যুবক ক্ষমা চেয়েছে শ্রাবন্তীর কাছে । সম্পূর্ণ বিষয়টি ETV ভারত সিতারাকে জানালেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং ।

srabanti is hackled
srabanti is hackled
author img

By

Published : Sep 14, 2020, 2:04 PM IST

কলকাতা : এপার বাংলার সঙ্গে ওপার বাংলাতেও পরপর ছবিতে কাজ করছেন শ্রাবন্তী । দুই বাংলাতেই সমান জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি । টলিউডে যেমন কাজ করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র জগতেও একাধিক ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী । আর জনপ্রিয় হলে, ভক্তদের ভালোবাসার সঙ্গে অনেকক্ষেত্রেই চলতে থাকে কিছু সমস্যা । সেই কারণেই ভুগতে হল অভিনেত্রীকে ।

বেশ কিছুদিন আগের ঘটনা । বাংলাদেশের একটি ফোন নম্বর থেকে শ্রাবন্তীর ফোনে আসতে শুরু করে অশালীন মন্তব্য, গালিগালাজ সহ মেসেজ । প্রথমে সপ্তাহে একবার, তারপর দু-তিনবার । দেখতে দেখতে প্রায় রোজই সেই একই নম্বর থেকে এই ধরনের মন্তব্য আশায় তিতিবিরক্ত হয়ে ওঠেন শ্রাবন্তী ।

স্বাভাবিকভাবেই শ্রাবন্তী প্রতিবাদ করেন । অভিযোগ দায়ের করেন বাংলাদেশ হাই কমিশনে । রোশন জানালেন, "মৌখিকভাবে হাই কমিশন থেকে বলেছে, এই বিষয়টি নিয়ে তারা যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা করছে । তবে এখনও আমরা লিখিত কিছু পাইনি।"

srabanti is hackled
.

শ্রাবন্তী যে উপর মহলে অভিযোগ দায়ের করেছেন, সেই খবর পৌঁছেছে সেই 'গুণধর' যুবকের কাছেও, যে দিনের পর দিন অশালীন মন্তব্য ছুঁড়ে দিয়েছে শ্রাবন্তীর ফোনে । দুদিন আগে সে ফের মেসেজ করে অনুরোধ করে, 'ছোট ভাই' হিসেবে শ্রাবন্তী যেন তাকে ক্ষমা করে দেয় । তবে বাংলাদেশ হাই কমিশন এখনও শ্রাবন্তীকে অফিশিয়ালি কিছু জানায়নি, ছেলেটি গ্রেপ্তার হয়েছে কিনা সেটাও জানানো হয়নি তাঁকে ।

প্রতিবাদ না করলে কোনও কিছুরই সমাধান পাওয়া যায় না । এরকম ঘটনা হামেশাই ঘটে মেয়েদের সঙ্গে । শ্রাবন্তীর প্রতিবাদ এটাই বুঝিয়ে দিল, চুপ করে থাকলে অপরাধীরা পার পেয়ে যায় সহজেই । তাই প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযোগ করাটা জরুরি ।

কলকাতা : এপার বাংলার সঙ্গে ওপার বাংলাতেও পরপর ছবিতে কাজ করছেন শ্রাবন্তী । দুই বাংলাতেই সমান জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি । টলিউডে যেমন কাজ করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র জগতেও একাধিক ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী । আর জনপ্রিয় হলে, ভক্তদের ভালোবাসার সঙ্গে অনেকক্ষেত্রেই চলতে থাকে কিছু সমস্যা । সেই কারণেই ভুগতে হল অভিনেত্রীকে ।

বেশ কিছুদিন আগের ঘটনা । বাংলাদেশের একটি ফোন নম্বর থেকে শ্রাবন্তীর ফোনে আসতে শুরু করে অশালীন মন্তব্য, গালিগালাজ সহ মেসেজ । প্রথমে সপ্তাহে একবার, তারপর দু-তিনবার । দেখতে দেখতে প্রায় রোজই সেই একই নম্বর থেকে এই ধরনের মন্তব্য আশায় তিতিবিরক্ত হয়ে ওঠেন শ্রাবন্তী ।

স্বাভাবিকভাবেই শ্রাবন্তী প্রতিবাদ করেন । অভিযোগ দায়ের করেন বাংলাদেশ হাই কমিশনে । রোশন জানালেন, "মৌখিকভাবে হাই কমিশন থেকে বলেছে, এই বিষয়টি নিয়ে তারা যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা করছে । তবে এখনও আমরা লিখিত কিছু পাইনি।"

srabanti is hackled
.

শ্রাবন্তী যে উপর মহলে অভিযোগ দায়ের করেছেন, সেই খবর পৌঁছেছে সেই 'গুণধর' যুবকের কাছেও, যে দিনের পর দিন অশালীন মন্তব্য ছুঁড়ে দিয়েছে শ্রাবন্তীর ফোনে । দুদিন আগে সে ফের মেসেজ করে অনুরোধ করে, 'ছোট ভাই' হিসেবে শ্রাবন্তী যেন তাকে ক্ষমা করে দেয় । তবে বাংলাদেশ হাই কমিশন এখনও শ্রাবন্তীকে অফিশিয়ালি কিছু জানায়নি, ছেলেটি গ্রেপ্তার হয়েছে কিনা সেটাও জানানো হয়নি তাঁকে ।

প্রতিবাদ না করলে কোনও কিছুরই সমাধান পাওয়া যায় না । এরকম ঘটনা হামেশাই ঘটে মেয়েদের সঙ্গে । শ্রাবন্তীর প্রতিবাদ এটাই বুঝিয়ে দিল, চুপ করে থাকলে অপরাধীরা পার পেয়ে যায় সহজেই । তাই প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযোগ করাটা জরুরি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.