ETV Bharat / sitara

ভালো আছেন কোয়েল আর তাঁর পরিবার - কোয়েল মল্লিকের কোরোনা

কোয়েল মল্লিক আর তাঁর পরিবারের খোঁজ নিল ETV ভারত সিতারা ।

koel mullick corona update
koel mullick corona update
author img

By

Published : Jul 11, 2020, 6:04 PM IST

কলকাতা : গতকালের খবর । সোশ্যাল মিডিয়াতে নিজেই অভিনেত্রী কোয়েল মল্লিক জানিয়েছিলেন, যে তিনি, তাঁর স্বামী নিসপাল সিং রানে, বাবা রঞ্জিত ও মা দীপা মল্লিক আক্রান্ত হয়েছেন কোরোনায় । তবে এখন তাঁদের পরিস্থিতি স্থিতিশীল । আক্রান্ত হলেও ভালো আছেন তাঁরা । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

একটি ঘরে সেলফ কোয়ারেনটাইনে রয়েছেন কোয়েলরা । বাচ্চা কোয়েলের সঙ্গে বাড়িতেই রয়েছে, তবে একটি অন্য ঘরে । পরিস্থিতি আপাতত স্থিতিশীল আছে বলেই জানা গেছে ।

koel mullick corona update
নবজাতকের সঙ্গে কোয়েল

ETV ভারত সিতারাকে গতকালই রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন, যে তাঁরা হাসপাতালে ভরতি হননি । বাড়িতেই রয়েছেন । কোয়েল রয়েছেন নিসপালের সঙ্গে তাঁদের বাড়িতে আর রঞ্জিতরা তাঁদের টালিগঞ্জের বাড়িতে । কোয়েলের বাচ্চার কিছু নেয়নি । সে একেবারে সুস্থ আছে ।


5 মে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কোয়েল । নতুন সদস্যের আগমনে খুশির আবহ ছিল মল্লিকবাড়ি ও সিংহবাড়িতে । প্যানডেমিকের মধ্যে মা হওয়া যথেষ্ট ঝুঁকির বিষয় । সাবধানেই ছিলেন তাঁরা । কিন্তু এই ভাইরাস কাউকে ছেড়ে কথা বলে না । জানা যায়, কোয়েল, নিসপাল, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক, এই চারজনেই আক্রান্ত হয়েছেন কোরোনায় । বিষয়টি সামনে আসার পর থেকেই উদ্বিগ্ন হয়ে উঠেছে আমজনতা থেকে টলিপাড়ার প্রত্যেক সদস্য । কোয়েলের পোস্টে তারকারাও কমেন্ট করতে শুরু করেন ।

koel mullick corona update
.

কোয়েল এবং তাঁর পরিবারের আক্রান্ত সদস্যে দ্রুত আরোগ্য কামনা করে ETV ভারত সিতারা ।







কলকাতা : গতকালের খবর । সোশ্যাল মিডিয়াতে নিজেই অভিনেত্রী কোয়েল মল্লিক জানিয়েছিলেন, যে তিনি, তাঁর স্বামী নিসপাল সিং রানে, বাবা রঞ্জিত ও মা দীপা মল্লিক আক্রান্ত হয়েছেন কোরোনায় । তবে এখন তাঁদের পরিস্থিতি স্থিতিশীল । আক্রান্ত হলেও ভালো আছেন তাঁরা । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

একটি ঘরে সেলফ কোয়ারেনটাইনে রয়েছেন কোয়েলরা । বাচ্চা কোয়েলের সঙ্গে বাড়িতেই রয়েছে, তবে একটি অন্য ঘরে । পরিস্থিতি আপাতত স্থিতিশীল আছে বলেই জানা গেছে ।

koel mullick corona update
নবজাতকের সঙ্গে কোয়েল

ETV ভারত সিতারাকে গতকালই রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন, যে তাঁরা হাসপাতালে ভরতি হননি । বাড়িতেই রয়েছেন । কোয়েল রয়েছেন নিসপালের সঙ্গে তাঁদের বাড়িতে আর রঞ্জিতরা তাঁদের টালিগঞ্জের বাড়িতে । কোয়েলের বাচ্চার কিছু নেয়নি । সে একেবারে সুস্থ আছে ।


5 মে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কোয়েল । নতুন সদস্যের আগমনে খুশির আবহ ছিল মল্লিকবাড়ি ও সিংহবাড়িতে । প্যানডেমিকের মধ্যে মা হওয়া যথেষ্ট ঝুঁকির বিষয় । সাবধানেই ছিলেন তাঁরা । কিন্তু এই ভাইরাস কাউকে ছেড়ে কথা বলে না । জানা যায়, কোয়েল, নিসপাল, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক, এই চারজনেই আক্রান্ত হয়েছেন কোরোনায় । বিষয়টি সামনে আসার পর থেকেই উদ্বিগ্ন হয়ে উঠেছে আমজনতা থেকে টলিপাড়ার প্রত্যেক সদস্য । কোয়েলের পোস্টে তারকারাও কমেন্ট করতে শুরু করেন ।

koel mullick corona update
.

কোয়েল এবং তাঁর পরিবারের আক্রান্ত সদস্যে দ্রুত আরোগ্য কামনা করে ETV ভারত সিতারা ।







ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.