ETV Bharat / sitara

কী কী চমক থাকছে ২৫তম KIFF-এ? - undefined

কলকাতা শহরের এবং এই রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজ্য সরকারের উদ্যোগে এবং তত্ত্বাবধানে আয়োজিত KIFF এবছর ২৫ বছরে পা দিল। স্বাভাবিকভাবেই একটু অন্যরকমভাবে সেজে উঠেছে গোটা উৎসব। শুরুর থেকে কেমন ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব? কী কী চমক থাকছে এবছরের উৎসবে? সেই সম্পর্কে খোঁজ নিল ETV ভারত সিতারা।

25th KIFF
author img

By

Published : Nov 1, 2019, 11:09 PM IST

Updated : Nov 2, 2019, 11:44 AM IST

কলকাতাকে বলা হয় ভারতবর্ষের 'কালচারাল ক্যাপিটাল'। সে কথা আমাদের সকলের কাছেই অবগত। তাই সংস্কৃতিক রাজধানীতে আয়োজিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যে বিশ্বের দরবারে বিশেষ স্থান লাভ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। দ্য ক্যালকাটা ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু ১৯৯৫ সালে। সত্যজিৎ রায় এবং চিদানন্দ দাশগুপ্তের ব্রেনচাইল্ড বলা যেতে পারে এই ফেস্টিভালকে। তাঁরাই চেয়েছিলেন নন্দনে ফিল্ম ফেস্টিভাল হোক। কিন্তু, শুরু যখন হল, তখন চিদানন্দ থাকলেও সত্যজিৎ আর নেই।

ধীরে ধীরে এই উৎসবের সঙ্গে যুক্ত হন চলচ্চিত্রজগতের কিংবদন্তীরা। শুরু থেকেই নন্দন চত্বরে আয়োজিত হত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 'নন্দন', যার নামকরণ করেন স্বয়ং সত্যজিৎ রায়, তৈরি হয় 1986 সালে। শুরু থেকে এখনও পর্যন্ত এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে শহরের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। সেই ১৯৯৫ সাল থেকে বিশ্বের সিনেমাপ্রেমী দর্শকের জন্য এখানে উৎসব পালিত হয়ে আসছে। চলচ্চিত্র উৎসব প্রতিবছর পালিত হয় নভেম্বর মাসে, শীতের শুরুতে। এবছর চলচ্চিত্র উৎসব শুরু হবে ৮ নভেম্বর থেকে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ৮ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী। সেখানে উপস্থিত থাকছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান। তারপর 9 নভেম্বর থেকে নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা, প্রিয়া, নিউ অ্যাম্পায়ার, নজরুল তীর্থের মতো সিনেমা হলগুলিতে দেখানো হবে উৎসবের ছবিগুলি।

25th KIFF
.

2014 সালে চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে যুক্ত হয়েছিল 'ইন্টার্নেশনাল কম্পেটিশন : ইনোভেশন ইন মুভিং ইমেজেস'। সেই সময় থেকে সেরা ছবি এবং সেরা পরিচালককে প্রদান করা হত রয়্যাল বেঙ্গল ট্রাফিক অ্যাওয়ার্ড। পুরস্কার হিসেবে যে অর্থ প্রদান করা হয় তা নিছক কম নয়, দেওয়া হয় প্রায় ৫১ লাখ টাকা, যা বিশ্বের এতগুলো চলচ্চিত্র উৎসবের মধ্যে উল্লেখযোগ্য অর্থ। ছবি দেখানোর পাশাপাশি লেকচার, সেমিনার, সিনে আড্ডা, মাস্টার ক্লাস, পাড়ায় পাড়ায় সিনেমা, প্রদর্শনী উৎসবও চলতে থাকে। চলচ্চিত্র উৎসবে উপদেষ্টামণ্ডলী এবং কমিটিতে প্রতিবছর উপস্থিত থাকেন চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা।এই বছর 25শে পা দিয়েছে উৎসব। এই বছরের উৎসবে বিশেষ কিছুর আয়োজন করা হয়েছে সিনেমাপ্রেমীদের জন্য। দেখে নেওয়া যাক কী চমক আছে এই বছরের উৎসবে..

এই বছর উৎসবের 'ফোকাস কান্ট্রি' জার্মানি। বিশ্বজুড়ে জার্মান ছবির খ্যাতি আছে। তাই এবছর উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে জার্মান ক্লাসিকস, স্পেশাল স্ক্রিনিং, জার্মান ডকুমেন্টারি ফিল্মস, কনটেম্পোরারি সিনেমা, প্রমুখ। জার্মান অ্যানিমেশন ফিল্মের ওয়ার্কশপ দর্শকের এইসব মিডিয়াম গুলোকে বুঝতে সাহায্য করবে। তার আয়োজন করবে ম্যাক্সমুলার ভবনের গ্যেটে ইনস্টিটিউট।

ফেস্টিভালের উদ্বোধন 8 নভেম্বর বিকেল 4টের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানের মতো ব্যক্তিত্বরা। উদ্বোধনী ছবি হিসেবে এ বছর বেছে নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের 'গুপিগাইন বাঘাবাইন'কে। এই বছর এই ছবির ৫০ বছর পূর্ণ হল। মূলত, সেই কারণেই এই কালজয়ী ছবিকে বেছে নেওয়া হয়েছে উদ্বোধনী ছবি হিসেবে।

25th KIFF
.

কটি ছবি দেখানো হবে? ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ২১৪টি পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি দেখানো হবে। দেখানো হবে ১৫২টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র। ২৪৯২ টি স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্রের মধ্যে থেকে বাছাই করা হয়েছে এই কটা ছবি। তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্যের ছবির দায়িত্বে রয়েছেন অভিনেতা- পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। মোট ১৭টি স্ক্রিনিং ভেনুতে দেখানো হবে ছবিগুলি।

জাতীয় এবং আন্তর্জাতিক অতিথি কারা? এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত রয়েছেন ২৪টি দেশের সিনেমা জগতের ৫৬জন বিশিষ্ট ব্যক্তি। সারা ভারতবর্ষ থেকে আমন্ত্রিত হয়েছেন ৬০জন চলচ্চিত্র ব্যক্তিত্ব। এঁরা প্রত্যেকেই বিভিন্ন বিভাগে বক্তব্য রাখবেন। কী কী থাকছে প্রতিযোগিতার বিভাগ? ১. ইন্টার্নেশনাল কম্পেটিশন : "ইনোভেশন ইন মুভিং ইমেজেস"। ২. ভারতীয় ভাষার ছবিগুলির প্রতিযোগিতা। ৩. এশিয়া থেকে মনোনীত হওয়া ছবিগুলি (NETPAC অ্যাওয়ার্ড)। ৪. স্বল্প দৈর্ঘ্যের ছবির প্রতিযোগিতা। ৫. তথ্যচিত্রের প্রতিযোগিতা। পুরস্কার হিসেবে থাকছে...1. রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি পাবে সেরা ছবি। সেই সঙ্গে পাবে ৫১ লাখ টাকার পুরস্কার। সেরা পরিচালক পাবেন ২১ লাখ টাকা। ২. ভারতীয় ভাষার ছবির প্রতিযোগিতায় সেরা ছবি পাবে ৭ লাখ টাকা। সেরা পরিচালক পাবেন ৫ লাখ টাকা। সেইসঙ্গে পাবেন হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি। এই ট্রফিটি দেওয়া হচ্ছে ২০১৭ সাল থেকে। ৩. সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি পাবে ৫ লাখ টাকা। গত বছর পর্যন্ত এই অর্থের মূল্য ছিল ১ লাখ টাকা, তা বেড়ে হল ৫ লাখ। ৪. সেরা তথ্যচিত্র পাবে ৩ লাখ টাকা। এই বিভাগেও মূল্য বেড়ে ১ লাখ থেকে হয়েছে ৩ লাখ।

প্রতিযোগিতায় নেই... এবছর বিশেষ উৎসর্গ প্রদান করা হবে বাসু চ্যাটার্জিকে। সম্মান জ্ঞাপন হিসেবে তাঁর ৪টি ছবি দেখানো হবে উৎসবে। বার্নার্ড বার্তোলুচির ৬টি ছবি দেখানো হবে। সেইসঙ্গে দেখানো হবে মৃণাল সেন, গিরিশ কার্নাড, মোহাম্মদ জাহুর খৈয়াম, স্বরূপ দত্ত, চিন্ময় রায়, বিদ্যা সাহা এবং রুমা গুহ ঠাকুরতার একটি করে ছবি। সেন্টিনারি সম্মান জানানো হবে ইট্যালির গিল্লো পন্টেকার্ভো, মান্না দে, জহর রায়, অরবিন্দ মুখার্জি এবং করুণা বন্দ্যোপাধ্যায়কে। রেট্রোস্পেকটিভে থাকছে... জার্মানির প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আলেকজ়ান্ডার ফ্লুগে এবং স্লোভাকিয়ার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দুসান হানাক। ভারতীয় ছবির প্রদর্শনী : ২৩টি বাংলা ছবি দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। সেইসঙ্গে ভারতবর্ষের কিছু বিরল ভাষার দশটি ছবিও দেখানো হবে।

25th KIFF
.

ছোটোদের KIFF : চলচ্চিত্র উৎসবের তারিখের মধ্যেই পড়ে গেছে জাতীয় শিশু দিবস। তাই 14 নভেম্বর শিশির মঞ্চে দেখানো হবে ছোটোদের 4টি ছবি। সেদিন সেইসঙ্গে LED ডিসপ্লের মাধ্যমে জার্মানির একগুচ্ছ অ্যানিমেশন ছবি দেখানো হবে নন্দন-রবীন্দ্রসদন চত্বরে।

ওয়ার্ল্ড সিনেমা : 2019 সালে মুক্তিপ্রাপ্ত 48টি বিদেশি ছবি দেখানো হবে এই বছর। যার মধ্যে সিনেমা ইন্টারন্যাশনাল বিভাগে রয়েছে 29টি ছবি এবং মায়েস্ত্রো বিভাগে রয়েছে 19টি ছবি। থ্রিডি ছবি : যা কোনও বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়নি, তা হল থ্রিডি ছবির প্রদর্শনী। এবার সেটিও থাকছে উৎসবে। ছবির প্রদর্শনী হবে প্রিয়া এবং বিজলীতে।

ক্লাসিকের চমক ও স্পেশল স্ক্রিনিং : এবছর ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ৮টি ক্লাসিক ফিল্ম। পাঁচটি স্পেশাল স্ক্রিনিংও হবে। মাস্টার ক্লাসের খুঁটিনাটি : 9 নভেম্বর দুপুর 3টের সময় রোজ্যালি অ্যান্ডারসন ম্যাকডুগাল মাস্টার ক্লাস নেবেন কলকাতা ইনফরমেশন সেন্টারের কনফারেন্স হলে। বিষয় 'জার্নি অফ অ্যান্ডি ম্যাকডোয়েল ইন হলিউড ফিল্মস'। একই জায়গায় দুপুর ৩টের সময় ১৪ এবং ১৫ নভেম্বর মাস্টার ক্লাস নেবেন জার্মানির প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ভোলকার স্ক্লনডর্ফ। তাঁর বিষয় 'অ্যাডাপটিভ লিটারেচার অ্যান্ড ওয়ার্কিং উইথ অ্যাক্ট্রেস'।

আরও চমক : ১. 35 মিমি প্রজেক্ট সিস্টেম এবার প্রথম বার আসতে চলেছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই বিভাগের ১০টি ছবি দেখানো হবে শিশির মঞ্চে এবং চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে। এগুলির মধ্যে রয়েছে ২টি জার্মান ছবি, ৬টি ইতালিয়ান ছবি এবং ২টি ভারতীয় ছবি। ২. 11 নভেম্বর বিকেল ৪:১৫ নাগাদ সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার কুমার সাহানি। সেখানে তাঁর বিষয় 'ফিউচার অফ দি ইন্ডিভিজুয়াল'। ৩. ফেস্টিভালের ব্রোশিওর প্রকাশিত হবে উদ্বোধনের দিন। ৪. বাংলা ছবির শতবর্ষের উপর একটি ওয়েবসাইট লঞ্চ করা হবে. ৫. থাকবে ইংরেজি ও বাংলায় উৎসবের বুলেটিনও। ৬. এবছর গুপী গাইন বাঘা বাইন কে ডিজিটাল রূপে আনা হচ্ছে I CA বিভাগে থাকবে সত্যজিৎ রায়ের অরিজিনাল সাবটাইটেল। ১৯৯৮ থেকে ২০১৩ সালের উৎসবের লোগোও ডিজিটালে আনা হবে। ৭. ওয়ার্কশপ আয়োজিত হবে ডিজিটালাইজেশন অ্যান্ড রেস্টোরেশন অফ ফিল্মসের উপর।

25th KIFF
.

বিশেষ প্রদর্শনী : ১. প্রদর্শনীতে থাকছে কলকাতা চলচ্চিত্র উৎসবের 25 বছরের যাত্রা। ৯ নভেম্বর গগনেন্দ্র প্রদর্শনশালায়, বিকেল ৫টা নাগাদ উদ্বোধন হবে এই প্রদর্শনীর। ২. জার্মান অভিনেতা, নাট্যকার, সিনেমাটোগ্রাফার রেইনার ওয়ার্নার ফ্যাসবিন্দারের জীবন এবং কাজের উপর একটি প্রদর্শনী হবে ম্যাক্সমুলার ভবনে। সেটির উদ্বোধন হবে ৯ নভেম্বর, দুপুর ১:৩০টা নাগাদ। হেরিটেজ টুর : এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের বিদেশি ডেলিগেটদের জন্য আয়োজিত হয়েছে হেরিটেজ সাইট ট্রিপের। কলকাতার ঐতিহাসিক জায়গাগুলো তাঁদের দেখান হবে এই ট্রিপের মাধ্যমে।

কলকাতাকে বলা হয় ভারতবর্ষের 'কালচারাল ক্যাপিটাল'। সে কথা আমাদের সকলের কাছেই অবগত। তাই সংস্কৃতিক রাজধানীতে আয়োজিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যে বিশ্বের দরবারে বিশেষ স্থান লাভ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। দ্য ক্যালকাটা ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু ১৯৯৫ সালে। সত্যজিৎ রায় এবং চিদানন্দ দাশগুপ্তের ব্রেনচাইল্ড বলা যেতে পারে এই ফেস্টিভালকে। তাঁরাই চেয়েছিলেন নন্দনে ফিল্ম ফেস্টিভাল হোক। কিন্তু, শুরু যখন হল, তখন চিদানন্দ থাকলেও সত্যজিৎ আর নেই।

ধীরে ধীরে এই উৎসবের সঙ্গে যুক্ত হন চলচ্চিত্রজগতের কিংবদন্তীরা। শুরু থেকেই নন্দন চত্বরে আয়োজিত হত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 'নন্দন', যার নামকরণ করেন স্বয়ং সত্যজিৎ রায়, তৈরি হয় 1986 সালে। শুরু থেকে এখনও পর্যন্ত এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে শহরের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। সেই ১৯৯৫ সাল থেকে বিশ্বের সিনেমাপ্রেমী দর্শকের জন্য এখানে উৎসব পালিত হয়ে আসছে। চলচ্চিত্র উৎসব প্রতিবছর পালিত হয় নভেম্বর মাসে, শীতের শুরুতে। এবছর চলচ্চিত্র উৎসব শুরু হবে ৮ নভেম্বর থেকে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ৮ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী। সেখানে উপস্থিত থাকছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান। তারপর 9 নভেম্বর থেকে নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা, প্রিয়া, নিউ অ্যাম্পায়ার, নজরুল তীর্থের মতো সিনেমা হলগুলিতে দেখানো হবে উৎসবের ছবিগুলি।

25th KIFF
.

2014 সালে চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে যুক্ত হয়েছিল 'ইন্টার্নেশনাল কম্পেটিশন : ইনোভেশন ইন মুভিং ইমেজেস'। সেই সময় থেকে সেরা ছবি এবং সেরা পরিচালককে প্রদান করা হত রয়্যাল বেঙ্গল ট্রাফিক অ্যাওয়ার্ড। পুরস্কার হিসেবে যে অর্থ প্রদান করা হয় তা নিছক কম নয়, দেওয়া হয় প্রায় ৫১ লাখ টাকা, যা বিশ্বের এতগুলো চলচ্চিত্র উৎসবের মধ্যে উল্লেখযোগ্য অর্থ। ছবি দেখানোর পাশাপাশি লেকচার, সেমিনার, সিনে আড্ডা, মাস্টার ক্লাস, পাড়ায় পাড়ায় সিনেমা, প্রদর্শনী উৎসবও চলতে থাকে। চলচ্চিত্র উৎসবে উপদেষ্টামণ্ডলী এবং কমিটিতে প্রতিবছর উপস্থিত থাকেন চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা।এই বছর 25শে পা দিয়েছে উৎসব। এই বছরের উৎসবে বিশেষ কিছুর আয়োজন করা হয়েছে সিনেমাপ্রেমীদের জন্য। দেখে নেওয়া যাক কী চমক আছে এই বছরের উৎসবে..

এই বছর উৎসবের 'ফোকাস কান্ট্রি' জার্মানি। বিশ্বজুড়ে জার্মান ছবির খ্যাতি আছে। তাই এবছর উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে জার্মান ক্লাসিকস, স্পেশাল স্ক্রিনিং, জার্মান ডকুমেন্টারি ফিল্মস, কনটেম্পোরারি সিনেমা, প্রমুখ। জার্মান অ্যানিমেশন ফিল্মের ওয়ার্কশপ দর্শকের এইসব মিডিয়াম গুলোকে বুঝতে সাহায্য করবে। তার আয়োজন করবে ম্যাক্সমুলার ভবনের গ্যেটে ইনস্টিটিউট।

ফেস্টিভালের উদ্বোধন 8 নভেম্বর বিকেল 4টের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানের মতো ব্যক্তিত্বরা। উদ্বোধনী ছবি হিসেবে এ বছর বেছে নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের 'গুপিগাইন বাঘাবাইন'কে। এই বছর এই ছবির ৫০ বছর পূর্ণ হল। মূলত, সেই কারণেই এই কালজয়ী ছবিকে বেছে নেওয়া হয়েছে উদ্বোধনী ছবি হিসেবে।

25th KIFF
.

কটি ছবি দেখানো হবে? ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ২১৪টি পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি দেখানো হবে। দেখানো হবে ১৫২টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র। ২৪৯২ টি স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্রের মধ্যে থেকে বাছাই করা হয়েছে এই কটা ছবি। তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্যের ছবির দায়িত্বে রয়েছেন অভিনেতা- পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। মোট ১৭টি স্ক্রিনিং ভেনুতে দেখানো হবে ছবিগুলি।

জাতীয় এবং আন্তর্জাতিক অতিথি কারা? এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত রয়েছেন ২৪টি দেশের সিনেমা জগতের ৫৬জন বিশিষ্ট ব্যক্তি। সারা ভারতবর্ষ থেকে আমন্ত্রিত হয়েছেন ৬০জন চলচ্চিত্র ব্যক্তিত্ব। এঁরা প্রত্যেকেই বিভিন্ন বিভাগে বক্তব্য রাখবেন। কী কী থাকছে প্রতিযোগিতার বিভাগ? ১. ইন্টার্নেশনাল কম্পেটিশন : "ইনোভেশন ইন মুভিং ইমেজেস"। ২. ভারতীয় ভাষার ছবিগুলির প্রতিযোগিতা। ৩. এশিয়া থেকে মনোনীত হওয়া ছবিগুলি (NETPAC অ্যাওয়ার্ড)। ৪. স্বল্প দৈর্ঘ্যের ছবির প্রতিযোগিতা। ৫. তথ্যচিত্রের প্রতিযোগিতা। পুরস্কার হিসেবে থাকছে...1. রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি পাবে সেরা ছবি। সেই সঙ্গে পাবে ৫১ লাখ টাকার পুরস্কার। সেরা পরিচালক পাবেন ২১ লাখ টাকা। ২. ভারতীয় ভাষার ছবির প্রতিযোগিতায় সেরা ছবি পাবে ৭ লাখ টাকা। সেরা পরিচালক পাবেন ৫ লাখ টাকা। সেইসঙ্গে পাবেন হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি। এই ট্রফিটি দেওয়া হচ্ছে ২০১৭ সাল থেকে। ৩. সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি পাবে ৫ লাখ টাকা। গত বছর পর্যন্ত এই অর্থের মূল্য ছিল ১ লাখ টাকা, তা বেড়ে হল ৫ লাখ। ৪. সেরা তথ্যচিত্র পাবে ৩ লাখ টাকা। এই বিভাগেও মূল্য বেড়ে ১ লাখ থেকে হয়েছে ৩ লাখ।

প্রতিযোগিতায় নেই... এবছর বিশেষ উৎসর্গ প্রদান করা হবে বাসু চ্যাটার্জিকে। সম্মান জ্ঞাপন হিসেবে তাঁর ৪টি ছবি দেখানো হবে উৎসবে। বার্নার্ড বার্তোলুচির ৬টি ছবি দেখানো হবে। সেইসঙ্গে দেখানো হবে মৃণাল সেন, গিরিশ কার্নাড, মোহাম্মদ জাহুর খৈয়াম, স্বরূপ দত্ত, চিন্ময় রায়, বিদ্যা সাহা এবং রুমা গুহ ঠাকুরতার একটি করে ছবি। সেন্টিনারি সম্মান জানানো হবে ইট্যালির গিল্লো পন্টেকার্ভো, মান্না দে, জহর রায়, অরবিন্দ মুখার্জি এবং করুণা বন্দ্যোপাধ্যায়কে। রেট্রোস্পেকটিভে থাকছে... জার্মানির প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আলেকজ়ান্ডার ফ্লুগে এবং স্লোভাকিয়ার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দুসান হানাক। ভারতীয় ছবির প্রদর্শনী : ২৩টি বাংলা ছবি দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। সেইসঙ্গে ভারতবর্ষের কিছু বিরল ভাষার দশটি ছবিও দেখানো হবে।

25th KIFF
.

ছোটোদের KIFF : চলচ্চিত্র উৎসবের তারিখের মধ্যেই পড়ে গেছে জাতীয় শিশু দিবস। তাই 14 নভেম্বর শিশির মঞ্চে দেখানো হবে ছোটোদের 4টি ছবি। সেদিন সেইসঙ্গে LED ডিসপ্লের মাধ্যমে জার্মানির একগুচ্ছ অ্যানিমেশন ছবি দেখানো হবে নন্দন-রবীন্দ্রসদন চত্বরে।

ওয়ার্ল্ড সিনেমা : 2019 সালে মুক্তিপ্রাপ্ত 48টি বিদেশি ছবি দেখানো হবে এই বছর। যার মধ্যে সিনেমা ইন্টারন্যাশনাল বিভাগে রয়েছে 29টি ছবি এবং মায়েস্ত্রো বিভাগে রয়েছে 19টি ছবি। থ্রিডি ছবি : যা কোনও বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়নি, তা হল থ্রিডি ছবির প্রদর্শনী। এবার সেটিও থাকছে উৎসবে। ছবির প্রদর্শনী হবে প্রিয়া এবং বিজলীতে।

ক্লাসিকের চমক ও স্পেশল স্ক্রিনিং : এবছর ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ৮টি ক্লাসিক ফিল্ম। পাঁচটি স্পেশাল স্ক্রিনিংও হবে। মাস্টার ক্লাসের খুঁটিনাটি : 9 নভেম্বর দুপুর 3টের সময় রোজ্যালি অ্যান্ডারসন ম্যাকডুগাল মাস্টার ক্লাস নেবেন কলকাতা ইনফরমেশন সেন্টারের কনফারেন্স হলে। বিষয় 'জার্নি অফ অ্যান্ডি ম্যাকডোয়েল ইন হলিউড ফিল্মস'। একই জায়গায় দুপুর ৩টের সময় ১৪ এবং ১৫ নভেম্বর মাস্টার ক্লাস নেবেন জার্মানির প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ভোলকার স্ক্লনডর্ফ। তাঁর বিষয় 'অ্যাডাপটিভ লিটারেচার অ্যান্ড ওয়ার্কিং উইথ অ্যাক্ট্রেস'।

আরও চমক : ১. 35 মিমি প্রজেক্ট সিস্টেম এবার প্রথম বার আসতে চলেছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই বিভাগের ১০টি ছবি দেখানো হবে শিশির মঞ্চে এবং চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে। এগুলির মধ্যে রয়েছে ২টি জার্মান ছবি, ৬টি ইতালিয়ান ছবি এবং ২টি ভারতীয় ছবি। ২. 11 নভেম্বর বিকেল ৪:১৫ নাগাদ সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার কুমার সাহানি। সেখানে তাঁর বিষয় 'ফিউচার অফ দি ইন্ডিভিজুয়াল'। ৩. ফেস্টিভালের ব্রোশিওর প্রকাশিত হবে উদ্বোধনের দিন। ৪. বাংলা ছবির শতবর্ষের উপর একটি ওয়েবসাইট লঞ্চ করা হবে. ৫. থাকবে ইংরেজি ও বাংলায় উৎসবের বুলেটিনও। ৬. এবছর গুপী গাইন বাঘা বাইন কে ডিজিটাল রূপে আনা হচ্ছে I CA বিভাগে থাকবে সত্যজিৎ রায়ের অরিজিনাল সাবটাইটেল। ১৯৯৮ থেকে ২০১৩ সালের উৎসবের লোগোও ডিজিটালে আনা হবে। ৭. ওয়ার্কশপ আয়োজিত হবে ডিজিটালাইজেশন অ্যান্ড রেস্টোরেশন অফ ফিল্মসের উপর।

25th KIFF
.

বিশেষ প্রদর্শনী : ১. প্রদর্শনীতে থাকছে কলকাতা চলচ্চিত্র উৎসবের 25 বছরের যাত্রা। ৯ নভেম্বর গগনেন্দ্র প্রদর্শনশালায়, বিকেল ৫টা নাগাদ উদ্বোধন হবে এই প্রদর্শনীর। ২. জার্মান অভিনেতা, নাট্যকার, সিনেমাটোগ্রাফার রেইনার ওয়ার্নার ফ্যাসবিন্দারের জীবন এবং কাজের উপর একটি প্রদর্শনী হবে ম্যাক্সমুলার ভবনে। সেটির উদ্বোধন হবে ৯ নভেম্বর, দুপুর ১:৩০টা নাগাদ। হেরিটেজ টুর : এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের বিদেশি ডেলিগেটদের জন্য আয়োজিত হয়েছে হেরিটেজ সাইট ট্রিপের। কলকাতার ঐতিহাসিক জায়গাগুলো তাঁদের দেখান হবে এই ট্রিপের মাধ্যমে।

Intro:কলকাতা শহরের এবং এই রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজ্য সরকারের উদ্যোগে এবং তত্ত্বাবধানে আয়োজিত KIFF এবছর ২৫ বছরে পা দিল। স্বাভাবিকভাবেই একটু অন্যরকমভাবে সেজে উঠেছে গোটা উৎসব। শুরুর থেকে কেমন ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব? কী কী চমক থাকছে এবছরের উৎসবে? সেই সম্পর্কে খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:কলকাতাকে বলা হয় ভারতবর্ষের 'কালচারাল ক্যাপিটাল'। সে কথা আমাদের সকলের কাছেই অবগত। তাই সংস্কৃতিক রাজধানীতে আয়োজিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যে বিশ্বের দরবারে বিশেষ স্থান লাভ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। দা ক্যালকাটা ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু ১৯৯৫ সালে, সত্যজিৎ রায় এবং চিদানন্দ দাশগুপ্ত উদ্যোগে। তারপর ধীরে ধীরে এই উৎসবের সঙ্গে যুক্ত হন চলচ্চিত্রজগতের কিংবদন্তীরা। শুরু থেকেই নন্দন চত্বরে আয়োজিত হত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 'নন্দন', যার নামকরণ করেন স্বয়ং সত্যজিৎ রায়, তৈরি হয় ১৯৮৬ সালে। শুরু থেকে এখনো পর্যন্ত এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে শহরের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। সেই ১৯৯৫ সাল থেকে বিশ্বের সিনেমাপ্রেমী দর্শকের জন্য উৎসব পালিত হয়ে আসছে। চলচ্চিত্র উৎসব প্রতিবছর পালিত হয় নভেম্বর মাসে, শীতের শুরুতে। এবছর চলচ্চিত্র উৎসব শুরু হবে ৮ নভেম্বর থেকে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ৮ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী। সেখানে উপস্থিত থাকছেন অমিতাভ বচ্চন জয়া বচ্চন শাহরুখ খান। তারপর ৯ নভেম্বর থেকে নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা, প্রিয়া, নিউ এম্পায়ার, নজরুল তীর্থের মতো সিনেমা হলগুলিতে দেখানো হবে উৎসবের ছবিগুলি। ২০১৪ সালে চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে যুক্ত হয়েছিল 'ইন্টার্নেশনাল কম্পেটিশন : ইনোভেশন ইন মুভিং ইমেজেস'। সেই সময় থেকে সেরা ছবি এবং সেরা পরিচালককে প্রদান করা হত রয়্যাল বেঙ্গল ট্রাফিক অ্যাওয়ার্ড। পুরস্কার হিসেবে যে অর্থ প্রদান করা হয় তা নিছক কম নয়, দেওয়া হয় প্রায় ৫লাখ টাকা, যা বিশ্বের এতগুলো চলচ্চিত্র উৎসবের মধ্যে উল্লেখযোগ্য অর্থ। ছবি দেখানোর পাশাপাশি লেকচার, সেমিনার, সিনে আড্ডা, মাস্টার ক্লাস, পাড়ায় পাড়ায় সিনেমা, প্রদর্শনী উৎসবে। চলচ্চিত্র উৎসবে উপদেষ্টামণ্ডলী এবং কমিটিতে প্রতিবছর উপস্থিত থাকেন চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা। ২৪ চলচ্চিত্র উৎসবের বিপুল সাফল্যের পর কেটে গেছে এক বছর। এবছর ২৫শে পা দিয়েছে উৎসব। এবছরের উৎসবে আয়োজিত বিশেষ কিছু রয়েছে সিনেমাপ্রেমীদের জন্য। দেখে নেওয়া যাক কী চমক আছে এবছরের উৎসবে? এবছর উৎসবের 'ফোকাস কান্ট্রি' জার্মানি। বিশ্বজুড়ে জার্মান ছবির খ্যাতি আছে। তাই এবছর উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে জার্মান ক্লাসিকস, স্পেশাল স্ক্রিনিংস, জার্মান ডকুমেন্টারি ফিল্মস, কনটেম্পোরারি সিনেমা, প্রমুখ। জার্মান অ্যানিমেশন ফিল্মের ওয়ার্কশপ দর্শকদের এইসব মিডিয়ামগুলিকে বুঝতে সাহায্য করবে। এটি আয়োজন করবে ম্যাক্সমুলার ভবনের গ্যেটে ইনস্টিটিউট। উদ্বোধন এবছর ৮ নভেম্বর বিকেল ৪টের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্পন্ন হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানের মতো ব্যক্তিত্বরা। উদ্বোধনী ছবি হিসেবে এ বছর বেছে নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের 'গুপিগাইন বাঘাবাইন'কে। এবছর এই ছবির ৫০ বছর পূর্ণ হল। মূলত, সেই কারণেই এই কালজয়ী ছবিকে বেছে নেওয়া হয়েছে উদ্বোধনী ছবি হিসেবে। কটি ছবি দেখানো হবে? ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ২১৪টি পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি দেখান হবে। দেখান হবে ১৫২টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র। ২৪৯২ স্বল্পদৈর্ঘ্য এবং তথ্যচিত্র থেকে বাছাই করা হয়েছে এই ছবি। তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্যের ছবির দায়িত্বে রয়েছেন অভিনেতা- পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। মোট ১৭টি স্ক্রিনিং ভেনুতেতে দেখান হবে ছবিগুলি। জাতীয় এবং আন্তর্জাতিক অতিথি কারা? এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত রয়েছেন ২৪টি দেশের সিনেমা জগতের ৫৬জন বিশিষ্ট ব্যক্তি। সারা ভারতবর্ষ থেকে আমন্ত্রিত হয়েছেন ৬০জন চলচ্চিত্র ব্যক্তিত্ব। এঁরা প্রত্যেকেই বিভিন্ন বিভাগে বক্তব্য রাখবেন। কী কী থাকছে প্রতিযোগিতার বিভাগ? ১. ইন্টার্নেশনাল কম্পেটিশন : "ইনোভেশন ইন মুভিং ইমেজেস"। ২. ভারতীয় ভাষার ছবিগুলির প্রতিযোগিতা। ৩. এশিয়া থেকে মনোনীত হওয়া ছবিগুলি (NETPAC অ্যাওয়ার্ড)। ৪. স্বল্প দৈর্ঘ্যের ছবির প্রতিযোগিতা। ৫. তথ্যচিত্রের প্রতিযোগিতা। পুরস্কার হিসেবে থাকছে... ১. রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি পাবে সেরা ছবি। সেই সঙ্গে পাবে ৫১ লাখ টাকার পুরস্কার। সেরা পরিচালক পাবেন ২১ লাখ টাকা। ২. ভারতীয় ভাষার ছবির প্রতিযোগিতায় সেরা ছবি পাবে ৭ লাখ টাকা। সেরা পরিচালক পাবেন ৫ লাখ টাকা। সেইসঙ্গে পাবেন হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি। এই ট্রফিটি দেওয়া হচ্ছে ২০১৭ সাল থেকে। ৩. সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি পাবে ৫ লাখ টাকা। গত বছর পর্যন্ত এই অর্থের মূল্য ছিল ১ লাখ টাকা, তা বেড়ে হল ৫ লাখ। ৪. সেরা তথ্যচিত্র পাবে ৩ লাখ টাকা। এই বিভাগেও মূল্য বেড়ে ১ লাখ থেকে হয়েছে ৩ লাখ। প্রতিযোগিতায় নেই... এবছর বিশেষ উৎসর্গ প্রদান করা হবে বাসু চ্যাটার্জিকে। তাঁর ৪টি ছবি দেখান হবে উৎসবে। সম্মান জ্ঞাপন হিসেবে... এবছর বার্নার্ড বার্তোলুচির ৬টি ছবি দেখান হবে। সেইসঙ্গে দেখান হবে মৃণাল সেন, গিরিশ কার্নাড, মোহাম্মদ জাহুর খৈয়াম, স্বরূপ দত্ত, চিন্ময় রায়, বিদ্যা সাহা এবং রুমা গুহ ঠাকুরতার একটি করে ছবি। সেন্টিনারি সম্মান জানান হবে ইট্যালির গিল্লো পন্টেকার্ভো, মান্না দে, জহর রায়, অরবিন্দ মুখার্জি এবং করুণা বন্দ্যোপাধ্যায়কে। রেট্রোস্পেকটিভে থাকছে... জার্মানির প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আলেকজান্ডার ফ্লুগে এবং স্লোভাকিয়ার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দুসান হানাক। ভারতীয় ছবির প্রদর্শনী : ২৩টি বাংলা ছবি দেখান হবে চলচ্চিত্র উৎসবে। সেইসঙ্গে ভারতবর্ষের কিছু বিরল ভাষার দশটি ছবিও দেখান হবে। ছোটোদের KIFF : চলচ্চিত্র উৎসবের তারিখের মধ্যেই পড়ে গেছে জাতীয় শিশু দিবস। তাই ১৪ নভেম্বর শিশির মঞ্চে দেখান হবে ছোটোদের ৪টি ছবি। সেদিন সেইসঙ্গে LED ডিসপ্লের মাধ্যমে জার্মানির একগুচ্ছ অ্যানিমেশন ছবি দেখানো হবে নন্দন-রবীন্দ্রসদন চত্বরে। ওয়ার্ল্ড সিনেমা : ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ৪৮টি বিদেশি ছবি দেখান হবে এবছর। যার মধ্যে সিনেমা ইন্টারন্যাশনাল বিভাগে রয়েছে ২৯টি ছবি এবং মায়েস্ত্রো বিভাগে রয়েছে ১৯টি ছবি। থ্রিডি ছবি : যা কোনও বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়নি, তাহলে থ্রিডি ছবির প্রদর্শনী। এবার সেটিও থাকছে উৎসবে। ছবির প্রদর্শনী হবে প্রিয়া এবং বিজলীতে। ক্লাসিকের চমক ও স্পেশল স্ক্রিনিং : এবছর ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ৮টি ক্লাসিক ফিল্ম। পাঁচটি স্পেশল স্ক্রিনিংও হবে। মাস্টার ক্লাসের খুঁটিনাটি : ৯ নভেম্বর দুপুর ৩টের সময় রোজ্যালি অ্যান্ডারসন ম্যাকডুগাল মাস্টার ক্লাস নেবেন কলকাতা ইনফরমেশন সেন্টারের কনফারেন্স হলে। বিষয় 'জার্নি অফ অ্যান্ডি ম্যাকডোয়েল ইন হলিউড ফিল্মস'। একই জায়গায় দুপুর ৩টের সময় ১৪ এবং ১৫ নভেম্বর মাস্টার ক্লাস নেবেন জার্মানির প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ভোলকার স্ক্লনডর্ফ। তাঁর বিষয় 'অ্যাডাপটিভ লিটারেচার অ্যান্ড ওয়ার্কিং উইথ অ্যাক্ট্রেস'। আরও চমক : ১. ৩৫মিমি প্রজেক্ট সিস্টেম এবার প্রথম বার আসতে চলেছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই বিভাগের ১০টি ছবি দেখান হবে শিশির মঞ্চে এবং চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে। এগুলির মধ্যে রয়েছে ২টি জার্মান ছবি, ৬টি ইতালিয়ান ছবি এবং ২টি ভারতীয় ছবি। ২. ১১ নভেম্বর বিকেল ৪:১৫ নাগাদ সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার কুমার সাহানি। সেখানে তাঁর বিষয় 'ফিউচার অফ দি ইন্ডিভিজুয়াল'। ৩. ফেস্টিভালের ব্রোশিওর প্রকাশিত হবে উদ্বোধনের দিন। ৪. বাংলা ছবির শতবর্ষের উপর একটি ওয়েবসাইট লঞ্চ করা হবে. ৫. থাকবে ইংরেজি ও বাংলায় উৎসবের বুলেটিনও। ৬. এবছর গুপী গাইন বাঘা বাইন কে ডিজিটাল রূপে এনেছে I & CA বিভাগ থাকবে সত্যজিৎ রায়ের অরিজিনাল সাবটাইটেল। ১৯৯৮ থেকে ২০১৩ সালের উৎসবের লোগোও ডিজিটালে আনা হবে। ৭. ওয়াকশপ আয়োজিত হবে ডিজিটালাইজেশন এন্ড রেস্টোরেশন অফ ফিল্মসের উপর। বিশেষ প্রদর্শনী : ১. প্রদর্শনীতে থাকছে কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৫ বছরের যাত্রা। ৯ নভেম্বর গগনেন্দ্র প্রদর্শনশালায়, বিকেল ৫টা নাগাদ উদ্বোধন হবে এই প্রদর্শনীর। ২. জার্মান অভিনেতা, নাট্যকার, সিনেমাটোগ্রাফার রেইনার ওয়ার্নার ফ্যাসবিন্দারের জীবন এবং কাজের উপর একটি প্রদর্শনী হবে ম্যাক্সমুলার ভবনে। সেটির উদ্বোধন হবে ৯ নভেম্বর, দুপুর ১:৩০টা নাগাদ। হেরিটেজ টুর : এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের বিদেশি ডেলিগেটদের জন্য আয়োজিত হয়েছে হেরিটেজ সাইট ট্রিপের। কলকাতার ঐতিহাসিক জায়গাগুলো তাঁদের দেখান হবে এই ট্রিপের মাধ্যমে।


Conclusion:আজ শিশির মঞ্চে হয়ে গেল উৎসবের প্রেস মিট। এসব কিছুই সেখানে আলোচনা করা হয়েছে। উপস্থিত ছিলেন উৎসবের চেয়ারম্যান পরিচালক রাজ চক্রবর্তী, শর্ট ফিল্ম এবং তথ্যচিত্র ক্যাটাগরির চেয়ারম্যান পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, মন্ত্রী এবং গায়ক ইন্দ্রনীল সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, উৎসবের DG এবং প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার, ম্যাক্সমুলার ভবনের ডিরেক্টর চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ফ্রিসো মায়েকার। তারা উদ্বোধন করেন উৎসবের লোগো, তুলে ধরেন বিজয়ীদের ট্রফি, এবং সামনে আনেন থিম সং। রাজ চক্রবর্তী ETV ভারত সিতারাকে জানিয়েছেন, "সবাইকে বলব সিনেমা দেখতে আসুন। সবাই মিলে খেটেখুটে একটা অসম্ভব ভালো চলচ্চিত্র উৎসব করা হচ্ছে। খুব ভালো ভালো সিনেমা আছে। বিখ্যাত পরিচালকদের বিখ্যাত সিনেমাগুলো রয়েছে। আপনারা প্লিজ সিনেমা দেখতে আসুন।" চলচ্চিত্র উৎসব নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী কোয়েল মল্লিক ETV ভারত সিতারাকে বলেন, "যেটা রাজ বললেন, সিনেমা প্রেমী মানুষ হিসেবে, আর্ট এবং সিনেমাপ্রেমী হিসেবে আমরা মনে হয় প্রত্যেকে অপেক্ষা করে আছেন ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। এই কর্মকাণ্ডের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন এতদিন এবং আছেন, আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই। যাঁরা আমাদের পাশে ছিলেন, প্রচণ্ডরকম পরিশ্রম করেছেন, শেষমেশ ৮ তারিখ উৎসবের উদ্বোধন হচ্ছে। আমি প্রতীক্ষায় আছি। ভালো ভালো সিনেমা দেখান হবে। ৭৬টি দেশ থেকে সিনেমা আসছে। আমরা সবাই প্রতীক্ষায় আছি।" এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি ETV ভারত সিতারাকে বলেছেন, " এটা আমাদের প্রাণের শহরের প্রাণের উৎসব। বহুদিন ধরে যুক্ত আছি। দর্শক হিসেবে যুক্ত ছিলাম, এবার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। চেষ্টা করেছি সেই দায়িত্বগুলো পালন করার। সবাই মিলে সকলের সমর্থনে আশা করি কলকাতার চলচ্চিত্র উৎসব অনেকটা সাফল্যমণ্ডিত হবে। আরও আরও বড় হোক আমাদের এই প্রাণের উৎসব, সেটাই আশা করি।" পরিচালক রাজ চক্রবর্তী এবছর চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ায় খুশি হননি অনেকেই। সেই কথা নিজের মুখে বলেছেন রাজ। দীর্ঘদিন ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সত্যি কথাটা সাফল্য পায় তা বলবে সময়।
Last Updated : Nov 2, 2019, 11:44 AM IST

For All Latest Updates

TAGGED:

25th KIFF
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.