ETV Bharat / sitara

Exclusive : নিরন্তর প্রসেনজিৎ - প্রসেনজিৎ চ্যাটার্জির খবর

28 জুন টেলিভিশনের পরদায় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত, অভিনীত এবং চন্দ্রাশিস রায় পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবি 'নিরন্তর'। 'দুগ্গা' শর্টফিল্ম তৈরি করার পর, এটি চন্দ্রাশিসের প্রথম ফিচার ছবি আর মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ । রয়েছেন সত্যম ভট্টাচার্য এবং অঙ্কিতা মাঝিও । ছবি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে খোলামেলা আড্ডায় প্রসেনজিৎ কথা বললেন লকডাউন পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে ।

Prosenjit chatterjee on nirantar
Prosenjit chatterjee on nirantar
author img

By

Published : Jun 24, 2020, 10:20 PM IST

ETV ভারত সিতারা : 28 জুন আপনার 'নিরন্তর' ছবিটা রিলিজ় করছে । সেটা তো টেলিভিশনেই আসছে ।

প্রসেনজিৎ চ্যাটার্জি : হ্যাঁ টেলিভিশনেই আসছে । ছবিটা আমাদের ডেলিভার হয়ে গেছিল ডিসেম্বর মাসে । একটা ছবির অনেকরকম লিগালিটি থাকে । টেলিভিশনে আসা মানে OTT প্ল্যাটফর্মেও এসে যাবে । এমনিতেও এই চ্যানেলের এগ্রিমেন্টে থাকে যে, চ্যানেলে আসলে OTT-তেও আসবে ।

ETV : এই ছবিতে আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার । তাঁর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কাজে যায় পাহাড়ে...

প্রসেনজিৎ : ভার্জিন লোকেশনে যায় । এমন জায়গায় সেখানে কেউ কোনওদিন পৌঁছয়নি । ফোনের কানেকশন আসেনি । সেখানে এক ইঞ্জিনিয়ার অর্থাৎ আমি আর তার অ্যাসিস্টেন্ট যায় । এরকম নয় যে আমরা সেই জায়গায় গিয়ে হারিয়ে যাই । দেখানো হচ্ছে দুটি প্রজন্মের জার্নি । দেখানো হচ্ছে একটি ছেলেকে, যে সবে মাত্র কোম্পানিতে ঢুকেছে, যে আগে কোনওদিন টুরে যায়নি । প্রকৃতির মধ্যে তাঁদের দুজনের সম্পর্ক তৈরি হয় ।

Prosenjit chatterjee on nirantar
.

ETV : শুটিং কোথায় হয়েছে ?

প্রসেনজিৎ : নর্থ বেঙ্গলে, খুব অদ্ভুত একটা জায়গায় । এই জায়গাটায় কেউ এখনও পর্যন্ত শুটিং করেনি ।

ETV : আপনি ব্যক্তিগতভাবে পাহাড় পছন্দ করেন না সমুদ্র, জঙ্গল, বা মরুভূমি ?

প্রসেনজিৎ : পাহাড় ।

ETV : তাহলে সেই পাহাড়ে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল ?

প্রসেনজিৎ : আমরা যেখানে থাকতাম, তার থেকে উপরে উঠে যেতে হত । উপরে ছিল একটা চায়ের দোকান, সঙ্গে দুটো ঘর । একদম পাহাড়ের মাঝখানে অদ্ভুত জায়গাটা । আমাদের ক্যাম্প থেকে যেতে প্রায় দেড় দু'ঘণ্টা লেগে যেত । ওদের বন্ড দিতে হয়েছিল, যতদিন থাকবে স্নান করবে না । এত ঠান্ডা, যে স্নান করলে শরীর খারাপ হয় আর মানুষ মারা যায় । আমরা বলে দিয়েছিলাম, দু'জন দু'জন করে থাকবে । চন্দ্রাশিস সেখানকার ভাষাটাকেও ব্যবহার করতে চেয়েছিল । তাই সেখানকার কিছু লোকাল অভিনেতা আছে ছবিতে ।

Prosenjit chatterjee on nirantar
.

ETV : চন্দ্রাশিসকে পরিচালক হিসেবে কেমন দেখলেন ?

প্রসেনজিৎ : সেটা দর্শক বলবেন । তবে আমি বলব, চন্দ্রাশিসের উপর আমার বিশ্বাস আছে বলেই আমি ওকে ব্যবহার করেছি এরকম একটি কাজে । ওর প্রথম কাজ দেখেছিলাম । তার উপর কৌশিকের সঙ্গে এতগুলো কাজ করেছে । দেখেছিলাম, ছেলেটার মধ্যে অন্যরকম ব্রিলিয়েন্স আছে । অন্যরকম সিনেমার ভাষা নিয়ে কথা বলতে চায় । এখন যেভাবে সিনেমার ভাষা পালটাচ্ছে, সেখান থেকে আমার মনে হয়েছে চন্দ্রাশিস এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন থাকবে ।

ETV : আপনি কি চন্দ্রাশিসকে নতুন গল্প ভাবতে বলেছিলেন ?

প্রসেনজিৎ : না না, একেবারেই না । আমি ওঁকে অনেকবার সিনেমা তৈরি করতে বলেছি । আগে কৌশিকের ছবি করার সময়ও বলেছি । আগে সিরিয়াসলি নেয়নি । তারপর ও যখন স্ক্রিপ্টটা আমাকে শোনায়, খুব সুন্দর সিনেম্যাটিক ভাষা খুঁজে পাই । খুব পিওর । নতুনদের সঙ্গে কাজ করার মজাই হল, খুব পিওরিটি পাওয়া যায় । এখনও পর্যন্ত ওঁদের মধ্যে অন্য ক্যালকুলেশনগুলো ঢোকেনি, সেটা খুব সুন্দরভাবে পাওয়া যায় ।

Prosenjit chatterjee on nirantar
.

ETV : সত্যমের সঙ্গে আপনাকে 'গুমনামী'তেও দর্শক দেখেছেন । এই ছবিতেও তাই...

প্রসেনজিৎ : ওঁকে আমি অনেকদিন ধরে চিনি । ওঁর সঙ্গে আমার বড় পার্ট বলতে 'নিরন্তর' । কিন্তু এই নিরন্তরের কথা জানার পর সৃজিত মুখার্জি আমাদের দু'জনকে 'গুমনামী'তে বড় রোল দিয়েছিলেন । 'গুমনামী' আগে রিলিজ় করে গেছে । আমি সত্যমকে অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে চিনতাম । চন্দ্রাশিসের প্রত্যেকটি কাস্টিং আমার খুব ভালো লেগেছে ।

ETV : ইন্ডাস্ট্রি এখন চলে আসছে OTT প্ল্যাটফর্মে...

প্রসেনজিৎ : আমার একটা অন্য জিনিস মনে হয় । এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো OTT প্লাটফর্মে আসছে । তবে সিনেমা হলের এখনও পর্যন্ত কোনও মার হয়নি । তবে এটাও সত্যি যে, ছবি হলে রিলিজ় করে সেরকমভাবে ব্যবসা করছে না, যে মুহূর্তে সেটি OTT প্লাটফর্মে আসছে, তখন মানুষ এগুলো নিয়ে খুব আলোচনা করছে । 'কেদারা'-র মত ছবি কিন্তু OTT-তে প্রচুর মানুষ দেখেছেন । মুম্বইতেও এরকম অনেক ছবি রয়েছে । আমার 'রবিবার'-এর তেমন বক্স অফিস হয়নি । কিন্তু প্রচুর মানুষ OTT-তে দেখেছেন । অনেকগুলো লেন তৈরি হয়ে গেছে । ছবিকে তো কোথাও আলোচিত কিংবা প্রশংসিত হতে হবে । সেই জায়গা থেকে দেখতে গেলে, OTT খুব বড় ভূমিকা পালন করে । কিন্তু সব ছবি যে OTTতে প্রচণ্ড ব্যবসা করবে, তা তো নয় । 'নিরন্তর'এর ক্ষেত্রে আমার ইচ্ছে ছিল নন্দনে রিলিজ় করব । কারণ এটা নির্দিষ্ট দর্শকের জন্য তৈরি একটি ছবি । যাঁরা ছবি ভালোবাসেন, আমার ধারণা তাঁরা দেখে মুগ্ধ হয়ে যাবেন ।

ETV ভারত সিতারা : 28 জুন আপনার 'নিরন্তর' ছবিটা রিলিজ় করছে । সেটা তো টেলিভিশনেই আসছে ।

প্রসেনজিৎ চ্যাটার্জি : হ্যাঁ টেলিভিশনেই আসছে । ছবিটা আমাদের ডেলিভার হয়ে গেছিল ডিসেম্বর মাসে । একটা ছবির অনেকরকম লিগালিটি থাকে । টেলিভিশনে আসা মানে OTT প্ল্যাটফর্মেও এসে যাবে । এমনিতেও এই চ্যানেলের এগ্রিমেন্টে থাকে যে, চ্যানেলে আসলে OTT-তেও আসবে ।

ETV : এই ছবিতে আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার । তাঁর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কাজে যায় পাহাড়ে...

প্রসেনজিৎ : ভার্জিন লোকেশনে যায় । এমন জায়গায় সেখানে কেউ কোনওদিন পৌঁছয়নি । ফোনের কানেকশন আসেনি । সেখানে এক ইঞ্জিনিয়ার অর্থাৎ আমি আর তার অ্যাসিস্টেন্ট যায় । এরকম নয় যে আমরা সেই জায়গায় গিয়ে হারিয়ে যাই । দেখানো হচ্ছে দুটি প্রজন্মের জার্নি । দেখানো হচ্ছে একটি ছেলেকে, যে সবে মাত্র কোম্পানিতে ঢুকেছে, যে আগে কোনওদিন টুরে যায়নি । প্রকৃতির মধ্যে তাঁদের দুজনের সম্পর্ক তৈরি হয় ।

Prosenjit chatterjee on nirantar
.

ETV : শুটিং কোথায় হয়েছে ?

প্রসেনজিৎ : নর্থ বেঙ্গলে, খুব অদ্ভুত একটা জায়গায় । এই জায়গাটায় কেউ এখনও পর্যন্ত শুটিং করেনি ।

ETV : আপনি ব্যক্তিগতভাবে পাহাড় পছন্দ করেন না সমুদ্র, জঙ্গল, বা মরুভূমি ?

প্রসেনজিৎ : পাহাড় ।

ETV : তাহলে সেই পাহাড়ে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল ?

প্রসেনজিৎ : আমরা যেখানে থাকতাম, তার থেকে উপরে উঠে যেতে হত । উপরে ছিল একটা চায়ের দোকান, সঙ্গে দুটো ঘর । একদম পাহাড়ের মাঝখানে অদ্ভুত জায়গাটা । আমাদের ক্যাম্প থেকে যেতে প্রায় দেড় দু'ঘণ্টা লেগে যেত । ওদের বন্ড দিতে হয়েছিল, যতদিন থাকবে স্নান করবে না । এত ঠান্ডা, যে স্নান করলে শরীর খারাপ হয় আর মানুষ মারা যায় । আমরা বলে দিয়েছিলাম, দু'জন দু'জন করে থাকবে । চন্দ্রাশিস সেখানকার ভাষাটাকেও ব্যবহার করতে চেয়েছিল । তাই সেখানকার কিছু লোকাল অভিনেতা আছে ছবিতে ।

Prosenjit chatterjee on nirantar
.

ETV : চন্দ্রাশিসকে পরিচালক হিসেবে কেমন দেখলেন ?

প্রসেনজিৎ : সেটা দর্শক বলবেন । তবে আমি বলব, চন্দ্রাশিসের উপর আমার বিশ্বাস আছে বলেই আমি ওকে ব্যবহার করেছি এরকম একটি কাজে । ওর প্রথম কাজ দেখেছিলাম । তার উপর কৌশিকের সঙ্গে এতগুলো কাজ করেছে । দেখেছিলাম, ছেলেটার মধ্যে অন্যরকম ব্রিলিয়েন্স আছে । অন্যরকম সিনেমার ভাষা নিয়ে কথা বলতে চায় । এখন যেভাবে সিনেমার ভাষা পালটাচ্ছে, সেখান থেকে আমার মনে হয়েছে চন্দ্রাশিস এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন থাকবে ।

ETV : আপনি কি চন্দ্রাশিসকে নতুন গল্প ভাবতে বলেছিলেন ?

প্রসেনজিৎ : না না, একেবারেই না । আমি ওঁকে অনেকবার সিনেমা তৈরি করতে বলেছি । আগে কৌশিকের ছবি করার সময়ও বলেছি । আগে সিরিয়াসলি নেয়নি । তারপর ও যখন স্ক্রিপ্টটা আমাকে শোনায়, খুব সুন্দর সিনেম্যাটিক ভাষা খুঁজে পাই । খুব পিওর । নতুনদের সঙ্গে কাজ করার মজাই হল, খুব পিওরিটি পাওয়া যায় । এখনও পর্যন্ত ওঁদের মধ্যে অন্য ক্যালকুলেশনগুলো ঢোকেনি, সেটা খুব সুন্দরভাবে পাওয়া যায় ।

Prosenjit chatterjee on nirantar
.

ETV : সত্যমের সঙ্গে আপনাকে 'গুমনামী'তেও দর্শক দেখেছেন । এই ছবিতেও তাই...

প্রসেনজিৎ : ওঁকে আমি অনেকদিন ধরে চিনি । ওঁর সঙ্গে আমার বড় পার্ট বলতে 'নিরন্তর' । কিন্তু এই নিরন্তরের কথা জানার পর সৃজিত মুখার্জি আমাদের দু'জনকে 'গুমনামী'তে বড় রোল দিয়েছিলেন । 'গুমনামী' আগে রিলিজ় করে গেছে । আমি সত্যমকে অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে চিনতাম । চন্দ্রাশিসের প্রত্যেকটি কাস্টিং আমার খুব ভালো লেগেছে ।

ETV : ইন্ডাস্ট্রি এখন চলে আসছে OTT প্ল্যাটফর্মে...

প্রসেনজিৎ : আমার একটা অন্য জিনিস মনে হয় । এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো OTT প্লাটফর্মে আসছে । তবে সিনেমা হলের এখনও পর্যন্ত কোনও মার হয়নি । তবে এটাও সত্যি যে, ছবি হলে রিলিজ় করে সেরকমভাবে ব্যবসা করছে না, যে মুহূর্তে সেটি OTT প্লাটফর্মে আসছে, তখন মানুষ এগুলো নিয়ে খুব আলোচনা করছে । 'কেদারা'-র মত ছবি কিন্তু OTT-তে প্রচুর মানুষ দেখেছেন । মুম্বইতেও এরকম অনেক ছবি রয়েছে । আমার 'রবিবার'-এর তেমন বক্স অফিস হয়নি । কিন্তু প্রচুর মানুষ OTT-তে দেখেছেন । অনেকগুলো লেন তৈরি হয়ে গেছে । ছবিকে তো কোথাও আলোচিত কিংবা প্রশংসিত হতে হবে । সেই জায়গা থেকে দেখতে গেলে, OTT খুব বড় ভূমিকা পালন করে । কিন্তু সব ছবি যে OTTতে প্রচণ্ড ব্যবসা করবে, তা তো নয় । 'নিরন্তর'এর ক্ষেত্রে আমার ইচ্ছে ছিল নন্দনে রিলিজ় করব । কারণ এটা নির্দিষ্ট দর্শকের জন্য তৈরি একটি ছবি । যাঁরা ছবি ভালোবাসেন, আমার ধারণা তাঁরা দেখে মুগ্ধ হয়ে যাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.