ETV Bharat / sitara

মুক্তি পিছিয়ে গেল 'গুলদস্তা'-র - স্বস্তিকা মুখার্জির খবর

মুক্তি পিছিয়ে গেল অর্জুন দত্তর ছবি 'গুলদস্তা'-র ।

guldasta arjuun dutta corona covid 19 ETV Bharat
guldasta arjuun dutta corona covid 19 ETV Bharat
author img

By

Published : Mar 20, 2020, 1:32 PM IST

কলকাতা : 'টনিক', 'ধর্মযুদ্ধ'-র পর এবার পালা 'গুলদস্তা'-র । কোরোনা ভাইরাসের সংক্রমণ কমাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া নির্দেশ মেনে পিছিয়ে গেল ছবির মুক্তি । অর্জুন দত্ত পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন স্বস্তিকা মুখার্জি, অর্পিতা চ্যাটার্জি ও দেবযানী চ্যাটার্জি ।

18 তারিখ থেকে 30 মার্চ পর্যন্ত দেশজুড়ে বন্ধ রাখা হয়েছে সমস্ত সিনেমা হল । টেলিভিশন, সিনেমা বা OTT প্ল্যাটফর্ম, সব মাধ্যমেই বন্ধ শুটিং । তাই পিছিয়ে যাচ্ছে সমস্ত সিনেমার মুক্তিও, টেলিভিশন চলছে ব্যাঙ্কিংয়ের ভরসায় ।

'গুলদস্তা'-র প্রযোজনা সংস্থা রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্টের অঙ্কিতা দাস আমাদের বলেন, "কোভিড ১৯-এর কারণে এই সিদ্ধান্ত । আমরা ঠিক করেছি ছবি মুক্তির তারিখ পিছিয়ে হবে ২৪ এপ্রিল । এছাড়াও, ছবির আউটডোর প্রোমোশন ও অন্যান্য কাজও বন্ধ থাকবে ।"

বাংলা তো বটেই, হিন্দিতেও অনেক ছবির মুক্তি পিছিয়েছে । তার মধ্য়ে অন্যতম রণবীর সিংয়ের '83' বা শাহিদ কাপুরের 'জার্সি'-র মতো ছবিও । মাঝপথে শুটিং আটকে রয়েছে একাধিক ছবির ।

কলকাতা : 'টনিক', 'ধর্মযুদ্ধ'-র পর এবার পালা 'গুলদস্তা'-র । কোরোনা ভাইরাসের সংক্রমণ কমাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া নির্দেশ মেনে পিছিয়ে গেল ছবির মুক্তি । অর্জুন দত্ত পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন স্বস্তিকা মুখার্জি, অর্পিতা চ্যাটার্জি ও দেবযানী চ্যাটার্জি ।

18 তারিখ থেকে 30 মার্চ পর্যন্ত দেশজুড়ে বন্ধ রাখা হয়েছে সমস্ত সিনেমা হল । টেলিভিশন, সিনেমা বা OTT প্ল্যাটফর্ম, সব মাধ্যমেই বন্ধ শুটিং । তাই পিছিয়ে যাচ্ছে সমস্ত সিনেমার মুক্তিও, টেলিভিশন চলছে ব্যাঙ্কিংয়ের ভরসায় ।

'গুলদস্তা'-র প্রযোজনা সংস্থা রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্টের অঙ্কিতা দাস আমাদের বলেন, "কোভিড ১৯-এর কারণে এই সিদ্ধান্ত । আমরা ঠিক করেছি ছবি মুক্তির তারিখ পিছিয়ে হবে ২৪ এপ্রিল । এছাড়াও, ছবির আউটডোর প্রোমোশন ও অন্যান্য কাজও বন্ধ থাকবে ।"

বাংলা তো বটেই, হিন্দিতেও অনেক ছবির মুক্তি পিছিয়েছে । তার মধ্য়ে অন্যতম রণবীর সিংয়ের '83' বা শাহিদ কাপুরের 'জার্সি'-র মতো ছবিও । মাঝপথে শুটিং আটকে রয়েছে একাধিক ছবির ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.