ETV Bharat / sitara

দেশজুড়ে হাউজ়ফুল 'গোত্র', বিপুল বক্স অফিস কালেকশন! - Nandita Ray

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখাপাধ্যায় আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে। কারণ, তাঁদের নতুন ছবি 'গোত্র'।

bengali film gotra
author img

By

Published : Sep 14, 2019, 7:46 PM IST

Updated : Sep 16, 2019, 11:51 PM IST

কলকাতা : দেশজুড়ে বিভিন্ন শহরে যে বাংলা ছবি হাউজ়ফুল হচ্ছে, তার নাম 'গোত্র'। এই সময়ে দাঁড়িয়ে যে বাংলা ছবি সবচেয়ে বেশি ব্যবসা দিচ্ছে বক্স অফিসে, তার নাম 'গোত্র'। প্রতিবারের মতো এবারও সেরার সেরা নন্দিতা-শিবপ্রসাদ জুটি।

bengali film gotra
'গোত্র' পরিবার

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই দর্শক হলমুখী হবেনই। এর অন্যথা এখনও পর্যন্ত হয়নি। তার উপর আবার পরিচালকদ্বয়ের এই বছর দুটি ছবি মুক্তি পেয়েছে পরপর। একটি 'কণ্ঠ'। অন্যটি 'গোত্র'। জাতপাত ও ধর্মীয় ভেদাভেদ বিরোধী ছবিটি দেখতে দর্শক সপরিবারে হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে। যেমনটা প্রত্যেকবারই হয়ে থাকে। ফলস্বরূপ ছবিটি এই মাসে সবচেয়ে বেশি ব্যবসা দিচ্ছে বক্স অফিসে।

bengali film gotra
হাউজ়ফুল 'গোত্র'

শুধু কলকাতাতেই নয়, গোটা দেশের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে 'গোত্র'। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরুতেও হাউজ়ফুল এই ছবি। ছবির এই অসাধারণ সাফল্যে নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে সমান ভাগীদার অনসূয়া মজুমদার, মানালি দে, নাইজেল আকারা ও ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকেই। ছবির প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়'-তে অভিনন্দন ETV ভারত সিতারার পক্ষ থেকে।

কলকাতা : দেশজুড়ে বিভিন্ন শহরে যে বাংলা ছবি হাউজ়ফুল হচ্ছে, তার নাম 'গোত্র'। এই সময়ে দাঁড়িয়ে যে বাংলা ছবি সবচেয়ে বেশি ব্যবসা দিচ্ছে বক্স অফিসে, তার নাম 'গোত্র'। প্রতিবারের মতো এবারও সেরার সেরা নন্দিতা-শিবপ্রসাদ জুটি।

bengali film gotra
'গোত্র' পরিবার

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই দর্শক হলমুখী হবেনই। এর অন্যথা এখনও পর্যন্ত হয়নি। তার উপর আবার পরিচালকদ্বয়ের এই বছর দুটি ছবি মুক্তি পেয়েছে পরপর। একটি 'কণ্ঠ'। অন্যটি 'গোত্র'। জাতপাত ও ধর্মীয় ভেদাভেদ বিরোধী ছবিটি দেখতে দর্শক সপরিবারে হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে। যেমনটা প্রত্যেকবারই হয়ে থাকে। ফলস্বরূপ ছবিটি এই মাসে সবচেয়ে বেশি ব্যবসা দিচ্ছে বক্স অফিসে।

bengali film gotra
হাউজ়ফুল 'গোত্র'

শুধু কলকাতাতেই নয়, গোটা দেশের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে 'গোত্র'। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরুতেও হাউজ়ফুল এই ছবি। ছবির এই অসাধারণ সাফল্যে নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে সমান ভাগীদার অনসূয়া মজুমদার, মানালি দে, নাইজেল আকারা ও ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকেই। ছবির প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়'-তে অভিনন্দন ETV ভারত সিতারার পক্ষ থেকে।

Intro:দেশজুড়ে যে বাংলা ছবিটি হাউসফুল হয়েছে বিভিন্ন শহরে, সেটির নাম 'গোত্র'। তার উপর এসময় দাঁড়িয়ে সবচেয়ে বেশি ব্যবসা দিচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি।


Body:নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই দর্শক হলমুখী হবেনই। এর অন্যথা এখনও পর্যন্ত হয়নি। তার উপর আবার পরিচালকদ্বয়ের এবছর দুটি ছবি মুক্তি পেয়েছে পরপর। একটি 'কণ্ঠ'। অন্যটি 'গোত্র'। জাতপাত ও ধর্মীয় ভেদাভেদ বিরোধী ছবিটি দেখতে দর্শক সপরিবারে হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে। যেমনটা প্রত্যেকবারই হয়ে থাকে। ফলস্বরূপ ছবিটি এই মাসে সবচেয়ে বেশি ব্যবসা দিয়েছে।




Conclusion:শুধু তাই নয়, গোটা দেশের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে 'গোত্র'। দিল্লি, মুম্বই, পুনে, হায়দারাবাদ ও বেঙ্গালুরুতে মুক্তি পেয়েছে। খবর আসার পরপরই তৎক্ষণাৎ হাউসফুল হয়ে যায় প্রত্যেকটি প্রেক্ষাগৃহ। এর সম্পূর্ণ ক্রেডিট যাঁদের, তাঁরা হলেন নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অভিনেত্রী অনুসূয়া মজুমদার, মানালি দে, নাইজেল আকারা এবং ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকেই। উইন্ডোজ প্রোডাকশন হাউসের থেকে এই ধরনের বিষয় ভিত্তিক সামাজিক বার্তাবাহী ছবি যে দর্শকদের মন কেড়ে নিচ্ছে, তাদের হলমুখী করে তুলছে, এর জন্য উইন্ডোজের গোটা টিমকে ETV ভারত সিতারার পক্ষ থেকে অভিনন্দন।
Last Updated : Sep 16, 2019, 11:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.