কলকাতা : দেশজুড়ে বিভিন্ন শহরে যে বাংলা ছবি হাউজ়ফুল হচ্ছে, তার নাম 'গোত্র'। এই সময়ে দাঁড়িয়ে যে বাংলা ছবি সবচেয়ে বেশি ব্যবসা দিচ্ছে বক্স অফিসে, তার নাম 'গোত্র'। প্রতিবারের মতো এবারও সেরার সেরা নন্দিতা-শিবপ্রসাদ জুটি।
![bengali film gotra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4441360_gotra-1.png)
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই দর্শক হলমুখী হবেনই। এর অন্যথা এখনও পর্যন্ত হয়নি। তার উপর আবার পরিচালকদ্বয়ের এই বছর দুটি ছবি মুক্তি পেয়েছে পরপর। একটি 'কণ্ঠ'। অন্যটি 'গোত্র'। জাতপাত ও ধর্মীয় ভেদাভেদ বিরোধী ছবিটি দেখতে দর্শক সপরিবারে হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে। যেমনটা প্রত্যেকবারই হয়ে থাকে। ফলস্বরূপ ছবিটি এই মাসে সবচেয়ে বেশি ব্যবসা দিচ্ছে বক্স অফিসে।
![bengali film gotra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4441360_gotra-1.jpg)
শুধু কলকাতাতেই নয়, গোটা দেশের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে 'গোত্র'। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরুতেও হাউজ়ফুল এই ছবি। ছবির এই অসাধারণ সাফল্যে নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে সমান ভাগীদার অনসূয়া মজুমদার, মানালি দে, নাইজেল আকারা ও ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকেই। ছবির প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়'-তে অভিনন্দন ETV ভারত সিতারার পক্ষ থেকে।