ETV Bharat / sitara

OTT-ই কি বাংলা ছবির ভবিষ্যৎ ? কী বলছেন নন্দিতা, রাজদের মতো পরিচালকরা

বাংলা ভাষায় প্রথম ছবি হিসেবে OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে SVF এন্টারটেইনমেন্টস প্রযোজিত ও জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'ডিটেকটিভ' ছবিটি । আগামী 14 অগাস্ট 'হইচই'তে মুক্তি পাবে ছবিটি । OTT-তে বাংলা ছবির মুক্তি নিয়ে মতানৈক্য রয়েছে বিভিন্ন পরিচালক-প্রযোজকদের । শুরুর দিকে SVF-এর কর্ণধার মহেন্দ্র সোনিও ETV ভারত সিতারাকে বলেছিলেন, সিনেমা হলের জন্য তৈরি ছবি তাঁরা OTT তে মুক্তি করবেন না । কিন্তু তারপর সেই SVF-এর ছবিই মুক্তি পাচ্ছে OTT-তে, পরিবর্তন আসছে বাংলা ছবিতে । এই সূচনার পর কী ভাবছেন বাংলা বিনোদন দুনিয়ার অন্যান্য পরিচালক-প্রযোজকরা ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

bengali film on OTT
bengali film on OTT
author img

By

Published : Aug 11, 2020, 2:13 PM IST

Updated : Aug 11, 2020, 4:38 PM IST

  • পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তীর দুটি ছবি 'ধর্মযুদ্ধ' এবং 'হাবজি গাবজি' একেবারে তৈরি হয়ে গেছে । শুধু মুক্তির অপেক্ষায় রয়েছে । ছবি মুক্তি নিয়ে রাজের আপাতত কী পরিকল্পনা রয়েছে ? পরিষ্কার জানালেন ETV ভারত সিতারাকে । তিনি বললেন, "আমি এখন হল খোলার জন্য অপেক্ষা করছি । আসলে এই ছবিগুলো থিয়েটারের জন্য বানানো । সিনেমা হলে ছবি চললে অডিয়েন্সের যে ইম্প্যাক্ট হবে, সেটার জন্যে অপেক্ষা করছি । OTT-তে তো এমনিতেও আসবে । এত দিন যখন অপেক্ষা করলাম, আরও কিছুদিন করি না । দেখি না কী হয় ।"
    bengali film on OTT
    .
  • অন্যদিকে সুরিন্দর ফিল্মসের ছবি কোয়েল মল্লিক অভিনীত ও সৌকর্য ঘোষাল পরিচালিত 'রক্ত রহস্য' সিনেমা হলে মুক্তি পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে বেশ কয়েক মাস ধরে । সেই ছবিটিকে OTT প্ল্যাটফর্মে মুক্তি করার কোনও পরিকল্পনা আপাতত নেই তাঁদের । সুরিন্দর ফিল্মস থেকে জানানো হয়েছে ETV ভারত সিতারাকে ।
    OTT cinema hall covid pandemic
    রক্তরহস্য-এ কোয়েল


  • অন্যদিকে পরিচালক শিলাদিত্য মৌলিক এর ছবি 'হৃদপিণ্ড' মুক্তি পাওয়ার কথা ছিল 2020-র 24 এপ্রিল । একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল অর্জুন দত্তর ছবি 'গুলদস্তা' । যেখানে সুজিত সরকার কিংবা অনু মেনন বা মুকেশ ছাব্রার মতো হিন্দি ছবির ইন্ডিপেন্ডেন্ট পরিচালকরা তাঁদের ছবি রিলিজ় করালেন OTT প্ল্যাটফর্মে, সেখানে কী ভাবছেন শিলাদিত্য ও অর্জুনের মত বাংলা ছবির ইন্ডিপেন্ডেন্ট পরিচালকরা ? শিলাদিত্য আমাদের বলেন, "'হৃদপিণ্ড' আমি বড় পরদার জন্য বানিয়েছি । এত বড় স্কেলে বাংলা ছবি খুব একটা হয় না । এটা আগে OTT-তে দেব না । আমার প্রযোজক পরমা নেওটিয়ার কোনও তাড়া নেই ।"
    bengali film on OTT
    অর্জুন



  • অর্জুনের কথাতেও ফুটে উঠল একই সুর । তিনি মনে করেন এই বছরের শেষে সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে । এখনও পর্যন্ত প্রযোজকদের সঙ্গে যা কথা হয়েছে, সেই অনুযায়ী অর্জুনের 'গুলদস্তা' মুক্তি পেতে চলেছে সিনেমা হলেই । বললেন, "আমরা সকলে হলেই রিলিজ় করতে চাই ছবিটা । তবে হল দেরি করে খুললে, প্রযোজকরা যা সিদ্ধান্ত নেবেন, তাই হবে ।"

  • পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তীর দুটি ছবি 'ধর্মযুদ্ধ' এবং 'হাবজি গাবজি' একেবারে তৈরি হয়ে গেছে । শুধু মুক্তির অপেক্ষায় রয়েছে । ছবি মুক্তি নিয়ে রাজের আপাতত কী পরিকল্পনা রয়েছে ? পরিষ্কার জানালেন ETV ভারত সিতারাকে । তিনি বললেন, "আমি এখন হল খোলার জন্য অপেক্ষা করছি । আসলে এই ছবিগুলো থিয়েটারের জন্য বানানো । সিনেমা হলে ছবি চললে অডিয়েন্সের যে ইম্প্যাক্ট হবে, সেটার জন্যে অপেক্ষা করছি । OTT-তে তো এমনিতেও আসবে । এত দিন যখন অপেক্ষা করলাম, আরও কিছুদিন করি না । দেখি না কী হয় ।"
    bengali film on OTT
    .
  • অন্যদিকে সুরিন্দর ফিল্মসের ছবি কোয়েল মল্লিক অভিনীত ও সৌকর্য ঘোষাল পরিচালিত 'রক্ত রহস্য' সিনেমা হলে মুক্তি পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে বেশ কয়েক মাস ধরে । সেই ছবিটিকে OTT প্ল্যাটফর্মে মুক্তি করার কোনও পরিকল্পনা আপাতত নেই তাঁদের । সুরিন্দর ফিল্মস থেকে জানানো হয়েছে ETV ভারত সিতারাকে ।
    OTT cinema hall covid pandemic
    রক্তরহস্য-এ কোয়েল


  • অন্যদিকে পরিচালক শিলাদিত্য মৌলিক এর ছবি 'হৃদপিণ্ড' মুক্তি পাওয়ার কথা ছিল 2020-র 24 এপ্রিল । একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল অর্জুন দত্তর ছবি 'গুলদস্তা' । যেখানে সুজিত সরকার কিংবা অনু মেনন বা মুকেশ ছাব্রার মতো হিন্দি ছবির ইন্ডিপেন্ডেন্ট পরিচালকরা তাঁদের ছবি রিলিজ় করালেন OTT প্ল্যাটফর্মে, সেখানে কী ভাবছেন শিলাদিত্য ও অর্জুনের মত বাংলা ছবির ইন্ডিপেন্ডেন্ট পরিচালকরা ? শিলাদিত্য আমাদের বলেন, "'হৃদপিণ্ড' আমি বড় পরদার জন্য বানিয়েছি । এত বড় স্কেলে বাংলা ছবি খুব একটা হয় না । এটা আগে OTT-তে দেব না । আমার প্রযোজক পরমা নেওটিয়ার কোনও তাড়া নেই ।"
    bengali film on OTT
    অর্জুন



  • অর্জুনের কথাতেও ফুটে উঠল একই সুর । তিনি মনে করেন এই বছরের শেষে সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে । এখনও পর্যন্ত প্রযোজকদের সঙ্গে যা কথা হয়েছে, সেই অনুযায়ী অর্জুনের 'গুলদস্তা' মুক্তি পেতে চলেছে সিনেমা হলেই । বললেন, "আমরা সকলে হলেই রিলিজ় করতে চাই ছবিটা । তবে হল দেরি করে খুললে, প্রযোজকরা যা সিদ্ধান্ত নেবেন, তাই হবে ।"
Last Updated : Aug 11, 2020, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.