কলকাতা : আমি বাংলার মেয়ে, আমার ধমনীতে বাংলা...উৎসবের উদ্বোধনে এই শব্দগুলো দিয়েই সবার মন কেড়েছিলেন রাখি গুলজ়ার। আর আজ প্রেসমিটে তিনি জানালেন যে, তিনি মাঝেমধ্যেই কলকাতায় আসেন। তবে নিঃশব্দে আসেন..কোথায় কোথায় ঘুরে বেড়ান তা কেউ জানতে পারে না। কথা বলার সময় রাখির চোখে এই শহরের প্রতি এক তীব্র ভালোবাসা ফুটে এল।
অযোধ্যা মামলার রায় নিয়েও বক্তব্য রাখলেন রাখি। বললেন, "খুব খুশি হয়েছিলাম। মনে হল দের আয় দুরস্ত আয়। মনে হল এবার রাম ও রহিম একসঙ্গে থাকবে। আর কিছু বলার নেই আমার।"
'নির্বাণ' ছবিটি নিয়েও আশাবাদী রাখি। ছবির পরিচালক গৌতম হালদার বললেন, "আমি 7 বছর অপেক্ষা করেছিলাম। রাখিদি ছাড়া এই চরিত্রের জন্য অন্য কাউকে ভাবতে পারিনি। সেই যোগাযোগের একটা দীর্ঘ পথ ছিল। তারপর ওঁকে যখন পেলাম, তখন উনি নিজেকে উজাড় করে দিয়েছেন।"
'শুভ মহরৎ'-এর পর আবার বাংলা ছবিতে রাখি। কবে সেই ছবি মুক্তি পাবে সিনেমা হলে? অপেক্ষায় দর্শক।