ETV Bharat / sitara

"এবার রাম আর রহিম একসঙ্গে থাকবেন", অযোধ্যা প্রসঙ্গে রাখি গুলজ়ার - Ayodhya verdict Rakhi Gulzar

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে দু'টি বাংলা ছবি। এর মধ্যে অন্যতম গৌতম হালদারের 'নির্বাণ'। ছবিটিতে অভিনয় করেছেন রাখি গুলজ়ার। সেই উপলক্ষ্যে হওয়া একটি প্রেসমিটে অভিনেত্রী কথা বললেন অযোধ্যা মামলার রায় নিয়ে।

Rakhi Gulzar on Ayodhya
author img

By

Published : Nov 11, 2019, 8:57 AM IST

কলকাতা : আমি বাংলার মেয়ে, আমার ধমনীতে বাংলা...উৎসবের উদ্বোধনে এই শব্দগুলো দিয়েই সবার মন কেড়েছিলেন রাখি গুলজ়ার। আর আজ প্রেসমিটে তিনি জানালেন যে, তিনি মাঝেমধ্যেই কলকাতায় আসেন। তবে নিঃশব্দে আসেন..কোথায় কোথায় ঘুরে বেড়ান তা কেউ জানতে পারে না। কথা বলার সময় রাখির চোখে এই শহরের প্রতি এক তীব্র ভালোবাসা ফুটে এল।

KIFF-এ রাখি

অযোধ্যা মামলার রায় নিয়েও বক্তব্য রাখলেন রাখি। বললেন, "খুব খুশি হয়েছিলাম। মনে হল দের আয় দুরস্ত আয়। মনে হল এবার রাম ও রহিম একসঙ্গে থাকবে। আর কিছু বলার নেই আমার।"

অযোধ্যা প্রসঙ্গে রাখি

'নির্বাণ' ছবিটি নিয়েও আশাবাদী রাখি। ছবির পরিচালক গৌতম হালদার বললেন, "আমি 7 বছর অপেক্ষা করেছিলাম। রাখিদি ছাড়া এই চরিত্রের জন্য অন্য কাউকে ভাবতে পারিনি। সেই যোগাযোগের একটা দীর্ঘ পথ ছিল। তারপর ওঁকে যখন পেলাম, তখন উনি নিজেকে উজাড় করে দিয়েছেন।"

পরিচালক গৌতম হালদার

'শুভ মহরৎ'-এর পর আবার বাংলা ছবিতে রাখি। কবে সেই ছবি মুক্তি পাবে সিনেমা হলে? অপেক্ষায় দর্শক।

কলকাতা : আমি বাংলার মেয়ে, আমার ধমনীতে বাংলা...উৎসবের উদ্বোধনে এই শব্দগুলো দিয়েই সবার মন কেড়েছিলেন রাখি গুলজ়ার। আর আজ প্রেসমিটে তিনি জানালেন যে, তিনি মাঝেমধ্যেই কলকাতায় আসেন। তবে নিঃশব্দে আসেন..কোথায় কোথায় ঘুরে বেড়ান তা কেউ জানতে পারে না। কথা বলার সময় রাখির চোখে এই শহরের প্রতি এক তীব্র ভালোবাসা ফুটে এল।

KIFF-এ রাখি

অযোধ্যা মামলার রায় নিয়েও বক্তব্য রাখলেন রাখি। বললেন, "খুব খুশি হয়েছিলাম। মনে হল দের আয় দুরস্ত আয়। মনে হল এবার রাম ও রহিম একসঙ্গে থাকবে। আর কিছু বলার নেই আমার।"

অযোধ্যা প্রসঙ্গে রাখি

'নির্বাণ' ছবিটি নিয়েও আশাবাদী রাখি। ছবির পরিচালক গৌতম হালদার বললেন, "আমি 7 বছর অপেক্ষা করেছিলাম। রাখিদি ছাড়া এই চরিত্রের জন্য অন্য কাউকে ভাবতে পারিনি। সেই যোগাযোগের একটা দীর্ঘ পথ ছিল। তারপর ওঁকে যখন পেলাম, তখন উনি নিজেকে উজাড় করে দিয়েছেন।"

পরিচালক গৌতম হালদার

'শুভ মহরৎ'-এর পর আবার বাংলা ছবিতে রাখি। কবে সেই ছবি মুক্তি পাবে সিনেমা হলে? অপেক্ষায় দর্শক।

Intro:রবিবার 25তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে বলিষ্ঠ অভিনেত্রী রাখি গুলজার বলেন যে অযোধ্যা রায়েতে তিনি খুশী।


Body:চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুটি বাংলা ছবি প্রবেশ করেছে। তার মধ্যে অন্যতম গৌতম হালদারের ছবি 'নির্বাণ'। সেই উপলক্ষে আজ একটি সাংবাদিক সম্মেলনে ডাক সাইটে অভিনেত্রী রাখি গুলজার বলেন যে, "আমি এই ভারডিক্টে খুশি হয়েছি। এবার রাম আর রহিম পাশাপশি অবস্থান করতে পারবে।"

এই প্রথমবার চলচ্চিত্র উৎসবে আসা নিয়ে তিনি বলেন, "মমতাদির আমাকে মনে পড়েছে। তাঁর মনে পড়েছে যে আমিও একজন বাংলারই মেয়ে। আমাকে খুব যত্ন করে দেখেছেন ও রেখেছেন। যদিও আমি কলকাতা মাঝে মধ্যেই আসি। নিঃস্ববদে আসি ও নিঃস্ববদে চলে যাই। আমি এখানেই সব রাস্তা খুব ভালোভাবে চিনি।" পাশাপাশি তিনি বলেন যে প্রায় 50 বছর হয়ে গেল। এই শহরে মানুষ ওপর মানুষকে খুব তাড়াতাড়ি ভুলে যায়। সেটা একটা বড় সুবিধা।

শেষ বাংলা ছবি ঋতুপর্ণ ঘোষের 'শুভ মূহরতের' পর আবার এই বাংলা। মাঝে অনেকগুলো বছর অতিবাহিত হয়েছে, সে বিষয়ে তিনি বলেন "ভেবেছিলাম আর ছবি করবো না কিন্তু গৌতমদার স্ক্রীপ্টটা শোনার পর আর না বলতে পারলাম না। এটা একটা সময় উপযোগী ছবি। দেশের সবার এই ছবিটি দেখা উচিত।"

এই প্রসঙ্গে তিনি বলেন যে তিনি আর হিন্দি ছবি করবেন না। কারণ তিনি যেসব পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তাঁদের থেকে অনেক কিছু শিখেছেন তবে এখন আর সে ধরনের পরিচালকের বড় অভাব।

তাঁর পরিচালক মেয়ে মেঘনা গুলজারের পরিচশলনায়ে ছবি করার বিষয় তিনি বলেন, "আমার মেয়েকে আমি পরিচালক বানাই নি। আমার মেয়েই হোক বা অন্য আর কোনও পরিচালক হোক আমি আগে দেখবো গল্প ও আমার চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ।"

পরিচালক গৌতম হালদার বলেন, "আমি দীর্ঘ 7 বছর রাখিদির জন্য আমি অপেক্ষা করেছি। অবশেষে আমি যখন ওনাকে অভিনউট্রি হিসেবে পাই তখন তিনি তার নিজেকে ছবির জন্য একেবারে উজাড় করে দিয়েছেন।"


Conclusion:প্রসঙ্গত, লেখক মতি নন্দীর গল্প 'বিজলিবালার মুক্তি' অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.