ETV Bharat / sitara

উত্তম স্মৃতিতে আবেগতাড়িত শিল্পী সংসদ, দেখে নিন ভিডিয়ো - বাংলা ছবি

হঠাৎ করেই চলে গেছিলেন মানুষটা, শুটিং করতে করতেই বুকে হাত চেপে বসে পড়েছিলেন আর কিছুক্ষণ পরেই বেলভিউ ক্লিনিকে মৃত্যু। 'ওগো বধূ সুন্দরী' ছবিতে তাঁর অভিনয় করা সেই শেষ দৃশ্য দেখার জন্য হল ভরিয়ে দিয়েছিলেন মানুষ। তিনি উত্তমকুমার, বাংলা সিনেমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা। এক বাক্যে এই কথা স্বীকার করবেন সবাই। বরাবরই তিনি চেয়েছিলেন যেন শুটিং ফ্লোরেই মৃত্যু হয় তাঁর।

উত্তম কুমার
author img

By

Published : Jul 24, 2019, 4:59 PM IST


কলকাতা : ৪০ বছর আগেকার সেই বিষাদময় দিন। চলে গেলেন বাংলার স্টার আইকন, বাংলা চলচ্চিত্র জগতের 'সূর্য' উত্তমকুমার। প্রতি বছর ফিরে ফিরে আসে দিনটি, যেমন আজ ফিরে এসেছে অসংখ্য স্মৃতিকে সামনে নিয়ে। উত্তমকুমারের সেই চলে যাওয়া যেন আজও মানুষের কাছে বেদনাদায়ক। তাঁরই প্রয়াণ দিনে, তাঁকে শ্রদ্ধা জানাতে, টলিগঞ্জ মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের সামনে বিরাট মূর্তিতে সকালেই পরানো হয়েছিল মালা। উপস্থিত হয়েছিলেন উত্তমকুমারের বড় যত্নে তৈরি করা শিল্পী সংসদের সদস্যরা। উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।


অনুষ্ঠানে এসেছিলেন শিল্পী সংসদের সভাপতি ঋতুপর্ণা সেনগুপ্ত। ETV ভারত সিতারাকে তিনি বললেন, "উনি আমাদের জীবনের অনুপ্রেরণা। আমাদের জীবনের আলো। ওঁর প্রভাব যে আজও, ৪০ বছর পরেও আমাদের জীবনে আছে, সেটাই একটা অবিস্মরণীয় অভাবনীয় ব্যাপার। যতদিন সভ্যতা থাকবে, মহানায়ক থাকবেন। এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। যেহেতু শিল্পী সংসদ উনি গড়েছিলেন এবং তার একটা দায়িত্বে আমি আছি, সেটাও একটা বড় অনুপ্রেরণা আমার কাছে।"

উত্তম কুমারের সম্পর্কে বলতে বলতে স্মৃতিমেদুর হয়ে পড়লেন তাঁর শেষ কয়েক বছরের ছায়াসঙ্গী সাধন বাগচী, শিল্পী সংসদের অন্যতম সদস্য। বক্তব্য রাখলেন অন্যান্যরাও। দেখুন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো


কলকাতা : ৪০ বছর আগেকার সেই বিষাদময় দিন। চলে গেলেন বাংলার স্টার আইকন, বাংলা চলচ্চিত্র জগতের 'সূর্য' উত্তমকুমার। প্রতি বছর ফিরে ফিরে আসে দিনটি, যেমন আজ ফিরে এসেছে অসংখ্য স্মৃতিকে সামনে নিয়ে। উত্তমকুমারের সেই চলে যাওয়া যেন আজও মানুষের কাছে বেদনাদায়ক। তাঁরই প্রয়াণ দিনে, তাঁকে শ্রদ্ধা জানাতে, টলিগঞ্জ মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের সামনে বিরাট মূর্তিতে সকালেই পরানো হয়েছিল মালা। উপস্থিত হয়েছিলেন উত্তমকুমারের বড় যত্নে তৈরি করা শিল্পী সংসদের সদস্যরা। উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।


অনুষ্ঠানে এসেছিলেন শিল্পী সংসদের সভাপতি ঋতুপর্ণা সেনগুপ্ত। ETV ভারত সিতারাকে তিনি বললেন, "উনি আমাদের জীবনের অনুপ্রেরণা। আমাদের জীবনের আলো। ওঁর প্রভাব যে আজও, ৪০ বছর পরেও আমাদের জীবনে আছে, সেটাই একটা অবিস্মরণীয় অভাবনীয় ব্যাপার। যতদিন সভ্যতা থাকবে, মহানায়ক থাকবেন। এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। যেহেতু শিল্পী সংসদ উনি গড়েছিলেন এবং তার একটা দায়িত্বে আমি আছি, সেটাও একটা বড় অনুপ্রেরণা আমার কাছে।"

উত্তম কুমারের সম্পর্কে বলতে বলতে স্মৃতিমেদুর হয়ে পড়লেন তাঁর শেষ কয়েক বছরের ছায়াসঙ্গী সাধন বাগচী, শিল্পী সংসদের অন্যতম সদস্য। বক্তব্য রাখলেন অন্যান্যরাও। দেখুন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো
Intro:৪০ বছর আগেকার সেই বিষাদময় দিন। চলে গেলেন বাংলার স্টার আইকন, বাংলা চলচ্চিত্র জগতের 'সূর্য' উত্তমকুমার। ২৪ জুলাইয়ের সেই দিন প্রতি বছর ফিরে ফিরে আসে, যেমন আজ ফিরে এসেছে অসংখ্য স্মৃতিকে সামনে নিয়ে। উত্তমকুমারের সেই চলে যাওয়া যেন আজও মানুষের মনে তাজা ক্ষতর মতোই বেদনাদায়ক। তাঁরই প্রয়াণ দিনে, তাঁকে শ্রদ্ধা জানাতে, টলিগঞ্জ মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের সামনে বিরাট মূর্তিতে সকাল সকালেই পরানো হয়েছিল মালা। উপস্থিত হয়েছিলেন উত্তমকুমারের বড় যত্নে তৈরি করার শিল্পী সংসদের সদস্যরা।


Body:সব কাজ ফেলে চলে এসেছিলেন শিল্পী সংসদের সভাপতি ঋতুপর্ণা সেনগুপ্ত। ETV ভারত সিতারাকে তিনি বললেন, "উনি আমাদের জীবনের অনুপ্রেরণা। আমাদের জীবনের আলো। ওঁর প্রভাব যে আজও, ৪০ বছর পরেও আমাদের জীবনে আছে, সেটাই একটা অবিস্মরণীয় অভাবনীয় ব্যাপার। আমি কোনওদিন ওঁকে দেখিনি। ওঁর সংস্পর্শে আসিনি। তবে উনি চলে যাওয়ার পরও, যে ওঁর সংস্পর্শ এভাবে পেতে পারি, কাছাকাছি থাকতে পারি, ওঁর ছবি দেখে এত উত্তেজিত হতে পারি - একজন মানুষের মৃত্যুর পরেও যে সে মহানায়ক, এবং সারাজীবনই থেকে যাবেন। যতদিন সভ্যতা থাকবে, মহানায়ক থাকবেন। এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। যেহেতু শিল্পী সংসদ উনি গড়েছিলেন এবং তার একটা দায়িত্বে আমি আছি, সেটাও একটা বড় অনুপ্রেরণা আমার কাছে। আমি চাইব ওঁর এই প্রভাব যেন আমরা সঠিক কাজে লাগাতে পারি। শিল্পী সংসদ থেকে আমার আরও পরিকল্পনা আছে। আজ আমাদের রবীন্দ্রসদনে অনুষ্ঠান আছে। সেখানেও আমরা বহু নতুন শিল্পীদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছি। এভাবেই আমরা এগোচ্ছি। দেখা যাক কী হয়।"




Conclusion:উত্তম কুমারের সম্পর্কে বলতে বলতে স্মৃতিমেদুর হয়ে পড়লেন তাঁর শেষ কয়েকটা বছর ছায়াসঙ্গী সাধন বাগচী, শিল্পী সংসদের অন্যতম সদস্য। বক্তব্য রাখলেন অন্যান্যরাও। দেখুন ভিডিওতে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.