ETV Bharat / sitara

KIFF-এ স্পেশাল স্ক্রিনিং 'উড়োজাহাজ'-এর, কী বললেন চন্দন রায় সান্যাল? - Chandan Roy Sanyal latest news

কলকাতা ফিল্ম ফেস্টিভালে স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত 'উড়োজাহাজ' ছবিটির। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল ও পার্ণো মিত্র।

Buddhadeb dasgupta latest news
author img

By

Published : Nov 1, 2019, 6:12 PM IST

কলকাতা : দেশে-বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত ও প্রশংসিত হওয়ার পর এবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে 'উড়োজাহাজ' ছবিটির।

Buddhadeb dasgupta latest news
ছবির পোস্টার...

ছবির গল্প এক গ্রামের গ্যারাজ মেকানিককে কেন্দ্র করে। সে স্বপ্ন দেখে যে একদিন সে কোনও উড়োজাহাজে উড়বে ও সঙ্গে তার পরিবারকেও নিয়ে যাবে।..এই নিয়েই এগোবে গল্প। সেই মেকানিকের চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল। তিনি বলেন, "বুদ্ধদার সঙ্গে কাজ করা কোনও অভিনেতার পক্ষেই স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা ব্যাপার। একজন অভিনেতা হিসেবে আমার টুপিতে যেন একটা পালক যুক্ত হল। ওঁর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, এর দু'বছর আগে আমি 'টোপ' ছবিতে কাজ করেছি বুদ্ধদার সঙ্গে।"

Buddhadeb dasgupta latest news
চন্দন রায় সান্যাল

চন্দন আরও বলেন যে, "স্বপ্ন দেখা কঠিন। যারা স্বপ্ন দেখে, তাদের অনেক মূল্য চোকাতে হয় বাস্তব জীবন থেকে। গান্ধিজি হোক বা মার্টিন লুথার কিং, যাঁরাই একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখেছেন, তাঁদের প্রত্যেককেই জীবন খোয়াতে হয়েছে, কিন্তু তাঁদের স্বপ্ন দেখা বন্ধ হয়নি।"

Buddhadeb dasgupta latest news
ছবি সৌজন্যে IANS

13 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'উড়োজাহাজ'। তার আগে 11 নভেম্বর KIFF-এর মেট্রো সেকশনে 7.15 মিনিটে দেখানো হবে ছবিটি।

কলকাতা : দেশে-বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত ও প্রশংসিত হওয়ার পর এবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে 'উড়োজাহাজ' ছবিটির।

Buddhadeb dasgupta latest news
ছবির পোস্টার...

ছবির গল্প এক গ্রামের গ্যারাজ মেকানিককে কেন্দ্র করে। সে স্বপ্ন দেখে যে একদিন সে কোনও উড়োজাহাজে উড়বে ও সঙ্গে তার পরিবারকেও নিয়ে যাবে।..এই নিয়েই এগোবে গল্প। সেই মেকানিকের চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল। তিনি বলেন, "বুদ্ধদার সঙ্গে কাজ করা কোনও অভিনেতার পক্ষেই স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা ব্যাপার। একজন অভিনেতা হিসেবে আমার টুপিতে যেন একটা পালক যুক্ত হল। ওঁর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, এর দু'বছর আগে আমি 'টোপ' ছবিতে কাজ করেছি বুদ্ধদার সঙ্গে।"

Buddhadeb dasgupta latest news
চন্দন রায় সান্যাল

চন্দন আরও বলেন যে, "স্বপ্ন দেখা কঠিন। যারা স্বপ্ন দেখে, তাদের অনেক মূল্য চোকাতে হয় বাস্তব জীবন থেকে। গান্ধিজি হোক বা মার্টিন লুথার কিং, যাঁরাই একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখেছেন, তাঁদের প্রত্যেককেই জীবন খোয়াতে হয়েছে, কিন্তু তাঁদের স্বপ্ন দেখা বন্ধ হয়নি।"

Buddhadeb dasgupta latest news
ছবি সৌজন্যে IANS

13 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'উড়োজাহাজ'। তার আগে 11 নভেম্বর KIFF-এর মেট্রো সেকশনে 7.15 মিনিটে দেখানো হবে ছবিটি।

Intro:অমিত চক্রবর্তী,কলকাতা ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ফিল্ম ফেস্টিভ্যালের প্রদর্শিত হওয়ার পর অবশেষে এবছরের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল' এ স্পেশল স্ক্রীনিং হতে চলেছে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত উড়োজাহাজ ছবিটি. ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল ও পার্নো মিত্র.

ছবির গল্প এক গ্রামের মেকানিক কে কেন্দ্র করে যে তার গ্রামে থাকাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভাঙ্গাচুরা প্রেমকে খুঁজে পায় এবং সেটিকে বানানোর তাগিদে নতুন করে কাজে নেমে পড়ে. গ্রামের সে কারিগর বাচ্চু মন্ডলের এই কাজ নিয়ে গ্রামবাসীরা কিছুটা সন্দেহ প্রকাশ করে যে তিনি কেন এইভাবে একটি ভাঙাচোরা প্রেমকে নতুন করে বানাতে চাইছেন এরপর শুরু হয় তাদের অনুসন্ধানের পর্ব যেখান থেকে তাদের প্রত্যেকের জীবনে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা.

ছবিটি ইতিমধ্যেই বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে তবে এখনো সাধারন শ্রেণী প্রেমী দর্শকরা ছবি থেকে দেখতে পাননি. খুব সম্ভবত ছবিটি এ বছরের শেষে মুক্তি পেতে পারে কিন্তু তার আগে কলকাতা ইন্টার্নেশনাল ফিলম ফেস্টিভাল 2019 মেস্ট্রো সেকশন এ ছবিটি প্রদর্শিত হবে আগামী 11 নভেম্বর সাতটা বেজে পনের মিনিটে.


Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.