ETV Bharat / sitara

"বিচার পেল নির্ভয়া" - Tollywood reacts over Nirbhaya case

আজ ভোর 5.30-এ তিহার জেলে ফাঁসি হয়েছে নির্ভয়াকাণ্ডের দোষী অক্ষয়, পবন, বিনয় ও মুকেশের । ৭ বছর তিন মাস পর বিচার পেল মৃত নির্ভয়া । বিচার পেল তাঁর পরিবার । একাধিকবার ফাঁসির তারিখ পিছিয়ে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছিল দেশবাসীর মনে । শেষমেশ আজ উৎকণ্ঠার অবসান । দোষীদের এই চূড়ান্ত সাজা শুনে কী বলছেন টলিউডের তারকারা ? খোঁজ নিল ETV ভারত সিতারা।

Tollywood reacts over Nirbhaya case
Tollywood reacts over Nirbhaya case
author img

By

Published : Mar 20, 2020, 12:55 PM IST

কলকাতা : অনেক অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে ফাঁসি হল নির্ভয়াকাণ্ডের চার দোষীদের । এই খবরে ছেয়ে গেছে সারা দেশের সমস্ত সংবাদমাধ্যম । সোশাল মিডিয়া উপচে পড়ছে প্রতিক্রিয়ায় । আমাদের কাছে নিজেদের মত প্রকাশ করলেন একাধিক টলিউড ব্যক্তিত্ব । তাঁরা প্রত্যেকেই নারী ও যে কোনও সামাজিক বিষয় নিয়ে খুবই ভোকাল ।

আমরা কথা বলেছিলাম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে । ফাঁসি নিয়ে দু'টি বিষয়ে কথা বলেছেন সুদীপ্তা । বলেছেন, "দুটো অ্যাঙ্গেল আছে । একটা হল, যতই হোক লোকগুলো কাল পর্যন্ত বেঁচে ছিল, আজ আর বেঁচে নেই । আমরা তো মানুষ । সকলে নৃশংস হয়ে যায়নি । মৃত্যু একটা মেলানকোলি । এটা বললে লোকে হইহই করে উঠবে । এটা যেমন ঠিক, এটাও তো ঠিক, যে এই শাস্তির প্রয়োজন ছিল । আর কারও জন্য না হলেও, মেয়েটির বাবা-মায়ের জন্য দরকার ছিল, তাঁর পরিবারের জন্য দরকার ছিল । এতদিন ধরে এত নাটক হচ্ছে । এখন তো মেয়েটাও ফিরে আসবে না । কাল থেকে এসব বন্ধও হয়ে যাবে না । আমরা সকলেই ভীষণ অবলীলায় রাত দুটোর সময় রাস্তা দিয়ে ঘুরে বেড়াব । কিন্তু কোথাও একটা আশ্বস্ত মনে হচ্ছে, যে এটা যদি বিচার পাওয়ার পদ্ধতি হয়, তাহলে নির্ভয়া বিচার পেয়েছে ।"

পরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায় সবচেয়ে বেশি কটাক্ষ করেছেন দোষীদের আইনজীবীকে । বলেছেন, "এটার একটা নিষ্পত্তি হওয়ার দরকার ছিল এবং সেটা হয়েছে । আমি ক্যাপিটাল পানিশমেন্ট বিশ্বাস করি কি করি না, সেটা বিষয় নয় । এই ক্ষেত্রে যেভাবে দোষীদের আইনজীবী লড়ে যাচ্ছিলেন এবং যেভাবে তিনি একজন মহিলার প্রতি হওয়া এই ধরনের নৃশংস কাণ্ডকে সমর্থন করে যাচ্ছিলেন, সেই অর্থেও আমি বলব, এই ফাঁসি মহিলাদের উপর হয়ে যাওয়া অপরাধের একটা দৃষ্টান্তমূলক শাস্তি ।"

অভিনেত্রী শ্রীলেখা মিত্র আমাদের বললেন, "শাস্তিটা খুব দেরি করে হয়েছে । কিন্তু শেষমেশ হয়েছে । এই ক্ষেত্রে আমি খুশি । মেয়েটি ও তাঁর পরিবার বিচার পেয়েছে । বাবা-মায়ের কাছে একটা ভ্যালিডেশন হল ।"

কলকাতা : অনেক অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে ফাঁসি হল নির্ভয়াকাণ্ডের চার দোষীদের । এই খবরে ছেয়ে গেছে সারা দেশের সমস্ত সংবাদমাধ্যম । সোশাল মিডিয়া উপচে পড়ছে প্রতিক্রিয়ায় । আমাদের কাছে নিজেদের মত প্রকাশ করলেন একাধিক টলিউড ব্যক্তিত্ব । তাঁরা প্রত্যেকেই নারী ও যে কোনও সামাজিক বিষয় নিয়ে খুবই ভোকাল ।

আমরা কথা বলেছিলাম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে । ফাঁসি নিয়ে দু'টি বিষয়ে কথা বলেছেন সুদীপ্তা । বলেছেন, "দুটো অ্যাঙ্গেল আছে । একটা হল, যতই হোক লোকগুলো কাল পর্যন্ত বেঁচে ছিল, আজ আর বেঁচে নেই । আমরা তো মানুষ । সকলে নৃশংস হয়ে যায়নি । মৃত্যু একটা মেলানকোলি । এটা বললে লোকে হইহই করে উঠবে । এটা যেমন ঠিক, এটাও তো ঠিক, যে এই শাস্তির প্রয়োজন ছিল । আর কারও জন্য না হলেও, মেয়েটির বাবা-মায়ের জন্য দরকার ছিল, তাঁর পরিবারের জন্য দরকার ছিল । এতদিন ধরে এত নাটক হচ্ছে । এখন তো মেয়েটাও ফিরে আসবে না । কাল থেকে এসব বন্ধও হয়ে যাবে না । আমরা সকলেই ভীষণ অবলীলায় রাত দুটোর সময় রাস্তা দিয়ে ঘুরে বেড়াব । কিন্তু কোথাও একটা আশ্বস্ত মনে হচ্ছে, যে এটা যদি বিচার পাওয়ার পদ্ধতি হয়, তাহলে নির্ভয়া বিচার পেয়েছে ।"

পরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায় সবচেয়ে বেশি কটাক্ষ করেছেন দোষীদের আইনজীবীকে । বলেছেন, "এটার একটা নিষ্পত্তি হওয়ার দরকার ছিল এবং সেটা হয়েছে । আমি ক্যাপিটাল পানিশমেন্ট বিশ্বাস করি কি করি না, সেটা বিষয় নয় । এই ক্ষেত্রে যেভাবে দোষীদের আইনজীবী লড়ে যাচ্ছিলেন এবং যেভাবে তিনি একজন মহিলার প্রতি হওয়া এই ধরনের নৃশংস কাণ্ডকে সমর্থন করে যাচ্ছিলেন, সেই অর্থেও আমি বলব, এই ফাঁসি মহিলাদের উপর হয়ে যাওয়া অপরাধের একটা দৃষ্টান্তমূলক শাস্তি ।"

অভিনেত্রী শ্রীলেখা মিত্র আমাদের বললেন, "শাস্তিটা খুব দেরি করে হয়েছে । কিন্তু শেষমেশ হয়েছে । এই ক্ষেত্রে আমি খুশি । মেয়েটি ও তাঁর পরিবার বিচার পেয়েছে । বাবা-মায়ের কাছে একটা ভ্যালিডেশন হল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.