ETV Bharat / sitara

'তীরন্দাজ শবর'এর শুটিং বন্ধ ? - অরিন্দম শীলের খবর

তেমনটাই শোনা যাচ্ছে । নভেম্বর মাসের মাঝামাঝি সময় অরিন্দম শীল পরিচালিত 'তীরন্দাজ শবর'-এর শুটিং শুরু হলেও আপাতত তা বন্ধ করতে হয়েছে ।

Arindam shil film shooting stops
Arindam shil film shooting stops
author img

By

Published : Dec 5, 2020, 2:11 PM IST

কলকাতা : অরিন্দম শীলের জনপ্রিয় শবর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি 'তীরন্দাজ শবর'-এর শুটিং শুরু হয় নভেম্বরের মাঝামাঝি । কিন্তু রাতারাতি শুটিং নাকি বন্ধ করতে হয়েছে । কিন্তু কেন ?


এত বছর ধরে এই ছবির প্রযোজক সংস্থা ছিল ক্যামেলিয়া । এবার ক্যামেলিয়ার সঙ্গে আরও এক প্রযোজক যুক্ত হয়েছিলেন । এই প্রযোজক ছিলেন অরিন্দমের পরিচিত। নিজেই নাকি আগ্রহ দেখিয়ে এসেছিলেন । তবে শোনা যাচ্ছে সেই প্রযোজক নাকি শেষ মুহূর্তে ছেড়ে বেরিয়ে গেছেন প্রজেক্টটি । তাই শুটিংয়েও ইতি টানতে হয়েছে ।

'তীরন্দাজ শবর' কি তাহলে তৈরি হবে না ? না, ভয় পাওয়ার কিছু নেই । শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই ফের শুটিং শুরু হবে ।

Arindam shil film shooting stops
শাশ্বত শবর

'ক্যামেলিয়া'র দুটি ছবি তৈরি হয়ে রয়েছে । বেশ কয়েকটি ছবি বিক্রি হয়নি এখনও । এই পরিস্থিতিতে নতুন এক প্রযোজকের আগমনে স্বস্তি পেয়েছিলেন তারা । কে জানত যে হিতে বিপরীত হয়ে যাবে ? তবে প্রযোজক ও পরিচালক দু'জনেরই আশা , আগামী কয়েকদিনের মধ্যেই ফের শুরু হবে শুটিং ।


অরিন্দমের গোয়েন্দা গল্প ভিত্তিক ফ্র্যাঞ্চাইজ়ি হল শবর । ইতিমধ্যেই শবরের তিনটি তৈরি হয়েছে । সেখানে শবর দাশগুপ্তর চরিত্রে বরাবরই ছিলেন শাশ্বত চ্যাটার্জি । 'তীরন্দাজ শবর'-এও তিনিই মধ্যমণি ।

কলকাতা : অরিন্দম শীলের জনপ্রিয় শবর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি 'তীরন্দাজ শবর'-এর শুটিং শুরু হয় নভেম্বরের মাঝামাঝি । কিন্তু রাতারাতি শুটিং নাকি বন্ধ করতে হয়েছে । কিন্তু কেন ?


এত বছর ধরে এই ছবির প্রযোজক সংস্থা ছিল ক্যামেলিয়া । এবার ক্যামেলিয়ার সঙ্গে আরও এক প্রযোজক যুক্ত হয়েছিলেন । এই প্রযোজক ছিলেন অরিন্দমের পরিচিত। নিজেই নাকি আগ্রহ দেখিয়ে এসেছিলেন । তবে শোনা যাচ্ছে সেই প্রযোজক নাকি শেষ মুহূর্তে ছেড়ে বেরিয়ে গেছেন প্রজেক্টটি । তাই শুটিংয়েও ইতি টানতে হয়েছে ।

'তীরন্দাজ শবর' কি তাহলে তৈরি হবে না ? না, ভয় পাওয়ার কিছু নেই । শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই ফের শুটিং শুরু হবে ।

Arindam shil film shooting stops
শাশ্বত শবর

'ক্যামেলিয়া'র দুটি ছবি তৈরি হয়ে রয়েছে । বেশ কয়েকটি ছবি বিক্রি হয়নি এখনও । এই পরিস্থিতিতে নতুন এক প্রযোজকের আগমনে স্বস্তি পেয়েছিলেন তারা । কে জানত যে হিতে বিপরীত হয়ে যাবে ? তবে প্রযোজক ও পরিচালক দু'জনেরই আশা , আগামী কয়েকদিনের মধ্যেই ফের শুরু হবে শুটিং ।


অরিন্দমের গোয়েন্দা গল্প ভিত্তিক ফ্র্যাঞ্চাইজ়ি হল শবর । ইতিমধ্যেই শবরের তিনটি তৈরি হয়েছে । সেখানে শবর দাশগুপ্তর চরিত্রে বরাবরই ছিলেন শাশ্বত চ্যাটার্জি । 'তীরন্দাজ শবর'-এও তিনিই মধ্যমণি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.