কলকাতা : আজ থেকে শুটিং ফ্লোরে যাওয়ার কথা ছিল মিমি, নুসরাত, যশদের । সৌজন্যে অংশুমান প্রত্যুষের ছবি 'SOS কলকাতা' । কলকাতার বিভিন্ন এলাকা জুড়ে আজই ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, এই টালমাটাল পরিস্থিতির মধ্যে কোনও কিছুই নিশ্চিত করে বলা যায় না । তাই সবকিছু ঠিক থাকা সত্বেও শুরু হল না শুটিং ।
EIMPA থেকে এখনও সই হয়নি SOP । তবে, আজই নাকি সেই SOP সই হবে বলে জানালেন জানালেন EIMPA-র সভাপতি পিয়া সেনগুপ্ত । তিনি আমাদের বললেন, "সিনেমা শুরু হওয়া নিয়ে SOP-তে সই করিনি আমরা । আজ সেই সই হবে । তারপর কাল থেকে শুটিং শুরু করা যাবে ।"
'SOS কলকাতা' সম্পর্কে বিস্তারিতভাবে ETV ভারত সিতারাকে জানিয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত । সন্ত্রাসবাদ সংক্রান্ত এই ছবি বাংলা চলচ্চিত্রের চেনা ছককে ভাঙতে প্রস্তুত । যশকে এখানে দেখা যাবে একজন anti-terrorist স্কোয়াড অফিসারের চরিত্রে । গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিমি ও নুসরত । এছাড়াও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা । যশের কথা মতো, ছবিটি হিন্দি ছবি 'বেবি' বা 'উরি'র মতো ফিল দিতে চলেছে দর্শককে ।
'SOS কলকাতা'-র মাধ্যমেই প্রথম প্রযোজনায় আসছেন অভিনেত্রী এনা সাহা । অংশুমান নিজেও প্রযোজনার সঙ্গে যুক্ত । মুক্তির অপেক্ষায় দর্শক ।