ETV Bharat / sitara

স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়, ভালো ঘুমিয়েছেন; বেড়েছে সোডিয়ামের মাত্রাও - সৌমিত্র চ্যাটার্জির খবর

এখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরিক অবস্থা স্থিতিশীল । প্রায় সব প্যারামিটার স্বাভাবিক আছে । রক্তে বেড়েছে সোডিয়ামের মাত্রাও ।

Soumitra chatterjee health update
Soumitra chatterjee health update
author img

By

Published : Oct 14, 2020, 8:17 AM IST

Updated : Oct 14, 2020, 9:56 AM IST

কলকাতা : আগের থেকে স্থিতিশীল সৌমিত্র । তবে আশঙ্কা এখনও কাটেনি । ETV ভারত সিতারাকে জানালেন বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।


প্রদীপবাবু আজ সকালেই আমাদের জানিয়রছেন, "এখন সৌমিত্রবাবুর শরীরিক অবস্থা স্থিতিশীল । সব প্যারামিটার স্বাভাবিক আছে । শরীরে সোডিয়ামের মাত্রাও বেড়েছে । তবে তিনি এখনও সংকট রয়েই গেছে ।"

গতকাল অর্খাৎ 13 অক্টোবর সৌমিত্রকে বাইপ্যাপ ও ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল । পরে সেই ভেন্টিলেশন থেকে সরানো হয় তাঁকে ।

1 অক্টোবর ভারতলক্ষ্মী স্টুডিয়োতে নিজের জীবন অবলম্বনে তৈরি তথ্যচিত্রের শুটিং করেছিলেন সৌমিত্র । 2 অক্টোবর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন । তারপর কোরোনা পরীক্ষা করানো হয় অভিনেতার । সোয়াব টেস্ট করে জানা যায় সৌমিত্র কোভিড পজ়িটিভ ।

আরও পড়ুন : "বাবা একটু ভালো আছেন", জানালেন পৌলমী

রিপোর্ট আসে 5 অক্টোবর । বাড়িতে ফেলে না রেখে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । সেই থেকেই মিন্টোপার্কের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা চলছে সৌমিত্রর । মাঝে মাঝেই উদ্বেগ বাড়ছে । তাঁর কারণ অবশ্য শুধুমাত্র কোভিড নয়, দুর্বল ফুসফুস, COPD, ক্যান্সারের সঙ্গে অন্যান্য কোমর্বিডিটি রয়েছে । আর সৌমিত্রর বয়সটা তো ভালো নয় ! তবে আশাবাদী ডাক্তাররা ।


ETV ভারত সিতারা কিংবদন্তির দ্রুত সুস্থতা কামনা করে ।

কলকাতা : আগের থেকে স্থিতিশীল সৌমিত্র । তবে আশঙ্কা এখনও কাটেনি । ETV ভারত সিতারাকে জানালেন বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।


প্রদীপবাবু আজ সকালেই আমাদের জানিয়রছেন, "এখন সৌমিত্রবাবুর শরীরিক অবস্থা স্থিতিশীল । সব প্যারামিটার স্বাভাবিক আছে । শরীরে সোডিয়ামের মাত্রাও বেড়েছে । তবে তিনি এখনও সংকট রয়েই গেছে ।"

গতকাল অর্খাৎ 13 অক্টোবর সৌমিত্রকে বাইপ্যাপ ও ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল । পরে সেই ভেন্টিলেশন থেকে সরানো হয় তাঁকে ।

1 অক্টোবর ভারতলক্ষ্মী স্টুডিয়োতে নিজের জীবন অবলম্বনে তৈরি তথ্যচিত্রের শুটিং করেছিলেন সৌমিত্র । 2 অক্টোবর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন । তারপর কোরোনা পরীক্ষা করানো হয় অভিনেতার । সোয়াব টেস্ট করে জানা যায় সৌমিত্র কোভিড পজ়িটিভ ।

আরও পড়ুন : "বাবা একটু ভালো আছেন", জানালেন পৌলমী

রিপোর্ট আসে 5 অক্টোবর । বাড়িতে ফেলে না রেখে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । সেই থেকেই মিন্টোপার্কের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা চলছে সৌমিত্রর । মাঝে মাঝেই উদ্বেগ বাড়ছে । তাঁর কারণ অবশ্য শুধুমাত্র কোভিড নয়, দুর্বল ফুসফুস, COPD, ক্যান্সারের সঙ্গে অন্যান্য কোমর্বিডিটি রয়েছে । আর সৌমিত্রর বয়সটা তো ভালো নয় ! তবে আশাবাদী ডাক্তাররা ।


ETV ভারত সিতারা কিংবদন্তির দ্রুত সুস্থতা কামনা করে ।

Last Updated : Oct 14, 2020, 9:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.