ETV Bharat / sitara

কলকাতায় সুজিত সরকার, ব্যাপারখানা কী ? - Soojit sircar n kolkata

কলকাতায় সুজিত সরকার । এর আগেও ছবি বা বিজ্ঞাপনের কাজে মহানগরীতে এসেছেন পরিচালক । এবার তার কী পরিকল্পনা ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

Soojit sircar n kolkata
Soojit sircar n kolkata
author img

By

Published : Sep 8, 2020, 12:26 PM IST

কলকাতা : কয়েক মাস আগে OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত 'গুলাবো সিতাবো' ছবিটি । লকডাউনের পরিবেশে প্রায় সকলেই এই ছবি দেখে ফেলেছেন । অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা, সৃষ্টি শ্রীবাস্তব, বিজয় রাজ, বিজেন্দ্র কালা, ফারুক জাফার অভিনীত ছবিটি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে । তারপরে সকলে মুখিয়ে আছেন, জানতে চাইছেন পরবর্তী কোন ছবিতে কাজ করতে চলেছেন সুজিত সরকার । সুজিত এখন কলকাতায় । এসেছেন শুটিংয়ের কাজেই । কীসের শুটিং ?

সুজিত সরকার মানেই পরদায় বড়সড় চমক । মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট । নস্টালজিয়ায় ভরপুর গল্প । আর অবশ্যই দারুণ সব অভিনেতা । 'ইয়াহা', 'শু বাইট', 'ভিকি ডোনার', 'মাদ্রাজ ক্যাফে', 'পিকু', 'অক্টোবর' এবং হালফিলের 'গুলবো সিতাবো'র মতো একাধিক ছবি তিনি উপহার দিয়েছেন আমাদের । প্রযোজনা করেছেন 'ওপেন টি বাইস্কোপ', 'অপরাজিতা তুমি', 'পিঙ্ক'এর মতো ছবি । এখনকার সময়ের হিন্দি ছবির জগতে বাঙালি পরিচালকদের মধ্যে অন্যতম নাম সুজিত মুম্বইতেই থাকেন অধিকাংশ সময় । তবে আমরা জানতে পেরেছি, তিনি এখন কলকাতায় । শুটিং করতে এসেছেন । স্বাভাবিকভাবেই প্রশ্ন, এটা কি নতুন কোনও ছবির শুটিং নাকি অসমাপ্ত কোনও কাজ ?

Soojit sircar n kolkata
ক্যামেরার পিছনে

শোনা যাচ্ছে, পুজোর আগে সুজিত একটি বিজ্ঞাপনের কাজে এসেছেন সিটি অফ জয়তে । যে বিজ্ঞাপনী ছবির শুটিং করতে কলকাতায় এসেছেন সেখানে কাজ করছেন কলকাতার দুই প্রতিশ্রুতিবান তরুণী অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জি ও সৌরসেনী মৈত্র । আজ শুটিং করছেন বিবৃতি, আগামীকাল হবে সৌরসেনীর শুটিং । একটি সাউথ কোরিয়ান গাড়ির বিজ্ঞাপনের কাজ করছেন সুজিত ও তাঁর দলবল । রাসবিহারীর কাছে চলছে শুটিং ।

ব্যারাকপুরের ছেলে সুজিতের বিভিন্ন ছবিতে কলকাতার সেই ফেলে আসা নস্ট্যালজিয়া আর কালচারকে মেলে ধরা হয় । সে 'মাড্রাজ ক্যাফে'তে 'চিত্ত যেথা ভয় শূণ্য'ই (ইংরেজি অনুবাদ) হোক, কিংবা 'পিকু'তে অমিতাভ, দীপিকা ও ইরফানের দিল্লি থেকে কলকাতায় রোড সফর । তারা হলেও পা-টা মাটিতেই আছে সুজিতের ।

কলকাতা : কয়েক মাস আগে OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত 'গুলাবো সিতাবো' ছবিটি । লকডাউনের পরিবেশে প্রায় সকলেই এই ছবি দেখে ফেলেছেন । অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা, সৃষ্টি শ্রীবাস্তব, বিজয় রাজ, বিজেন্দ্র কালা, ফারুক জাফার অভিনীত ছবিটি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে । তারপরে সকলে মুখিয়ে আছেন, জানতে চাইছেন পরবর্তী কোন ছবিতে কাজ করতে চলেছেন সুজিত সরকার । সুজিত এখন কলকাতায় । এসেছেন শুটিংয়ের কাজেই । কীসের শুটিং ?

সুজিত সরকার মানেই পরদায় বড়সড় চমক । মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট । নস্টালজিয়ায় ভরপুর গল্প । আর অবশ্যই দারুণ সব অভিনেতা । 'ইয়াহা', 'শু বাইট', 'ভিকি ডোনার', 'মাদ্রাজ ক্যাফে', 'পিকু', 'অক্টোবর' এবং হালফিলের 'গুলবো সিতাবো'র মতো একাধিক ছবি তিনি উপহার দিয়েছেন আমাদের । প্রযোজনা করেছেন 'ওপেন টি বাইস্কোপ', 'অপরাজিতা তুমি', 'পিঙ্ক'এর মতো ছবি । এখনকার সময়ের হিন্দি ছবির জগতে বাঙালি পরিচালকদের মধ্যে অন্যতম নাম সুজিত মুম্বইতেই থাকেন অধিকাংশ সময় । তবে আমরা জানতে পেরেছি, তিনি এখন কলকাতায় । শুটিং করতে এসেছেন । স্বাভাবিকভাবেই প্রশ্ন, এটা কি নতুন কোনও ছবির শুটিং নাকি অসমাপ্ত কোনও কাজ ?

Soojit sircar n kolkata
ক্যামেরার পিছনে

শোনা যাচ্ছে, পুজোর আগে সুজিত একটি বিজ্ঞাপনের কাজে এসেছেন সিটি অফ জয়তে । যে বিজ্ঞাপনী ছবির শুটিং করতে কলকাতায় এসেছেন সেখানে কাজ করছেন কলকাতার দুই প্রতিশ্রুতিবান তরুণী অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জি ও সৌরসেনী মৈত্র । আজ শুটিং করছেন বিবৃতি, আগামীকাল হবে সৌরসেনীর শুটিং । একটি সাউথ কোরিয়ান গাড়ির বিজ্ঞাপনের কাজ করছেন সুজিত ও তাঁর দলবল । রাসবিহারীর কাছে চলছে শুটিং ।

ব্যারাকপুরের ছেলে সুজিতের বিভিন্ন ছবিতে কলকাতার সেই ফেলে আসা নস্ট্যালজিয়া আর কালচারকে মেলে ধরা হয় । সে 'মাড্রাজ ক্যাফে'তে 'চিত্ত যেথা ভয় শূণ্য'ই (ইংরেজি অনুবাদ) হোক, কিংবা 'পিকু'তে অমিতাভ, দীপিকা ও ইরফানের দিল্লি থেকে কলকাতায় রোড সফর । তারা হলেও পা-টা মাটিতেই আছে সুজিতের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.