কলকাতা : গতকাল দ্বিতীয় কোরোনা টেস্টের রিপোর্ট হাতে পেয়েছেন অভিনেত্রী রাচেল হোয়াইট । সেই রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর । অর্থাৎ, এখন কোরোনামুক্ত রাচেল, জানালেন ETV ভারত সিতারাকে । সেইসঙ্গে আমাদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর কোরোনার ভালোমন্দ অভিজ্ঞতাও ।
11 জুলাই সোশাল মিডিয়াতে নিজেই কোরোনা পজ়িটিভ হওয়ার খবর জানিয়েছিলেন রাচেল । কলকাতায় রাজারহাটে নিজের বাড়িতেই হোম কোয়ারেনটাইনে ছিলেন তিনি । বাড়িতেই চলেছে তাঁর চিকিৎসা । গতকাল জানা গেছে যে রাচেলের শরীর থেকে বিদায় নিয়েছে কোরোনা ভাইরাস ।
যদিও এখনও ভীষণই দুর্বল হয়ে আছেন রাচেল । টেলিফোনের ওপারে অভিনেত্রীর কন্ঠস্বর শুনেই তা স্পষ্ট বুঝতে পারা যায় । শরীরে অক্সিজেনের মাত্রাও খুব কমে গিয়েছিল রাচেলের । রাচেল আমাদের বলেন, "আমাকে বলা হয়েছিল, অক্সি লেভেল 94 থাকলে হাসপাতালে ভরতি হতে হবে । আমার শরীরে অক্সি লেভেল ছিল 83 । বাড়িতেই আমাকে অক্সিজেন নিতে হয়েছে । ডাক্তার আমাকে ওষুধ দিয়েছিলেন, যাতে আমার ফুসফুসের ফাংশন, অ্যাপেটাইট সবকিছু ঠিক থাকে । আরও অনেক ওষুধ খেয়েছি আমি ।"সূত্রের খবর, দু'সপ্তাহ ধরে একটি ওয়েব সিরিজ়ের শুটিং করছিলেন রাচেল । প্রথমে সর্দি, গলায় ব্যথা এবং জ্বর হয়েছিল তাঁর । মুম্বইতে তাঁর চিকিৎসা যিনি করেন, সেই ডাক্তার রাচেলকে বলেছিলেন, জ্বরের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক খেতে । সেটাই খাচ্ছিলেন এবং সেই ডাক্তারের পরামর্শ মেনেই চলছিলেন । পরের দিন ডায়ারিয়া শুরু হয়ে যায় । তখন সেই ডাক্তার কোরোনা টেস্ট করিয়ে নিতে বলেন । যেদিন রিপোর্ট আসে, সেদিন সম্পূর্ণভাবে সর্দি সেরে যায় অভিনেত্রীর । আর এদিকে রিপোর্টে জানা যায়, কোরোনায় আক্রান্ত হয়েছেন তিনি । তারপর থেকে প্রতিদিনই হালকা জ্বর ছিল । সঙ্গে ছিল নিশ্বাসের কষ্ট এবং বুকে ব্যথা । এখানে একটি নার্সিংহোমের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাচেল । মুম্বইয়ের কোভিড স্পেশালিস্টের সঙ্গেও যোগাযোগ করেছিলেন তিনি । তাঁদের চিকিৎসাতেই আজ কোরোনা মুক্ত হয়েছেন অভিনেত্রী । কৃতজ্ঞ রাচেল ।
কাজের সূত্রে মুম্বই ও কলকাতায় মিলিয়ে থাকেন রাচেল । বহুবছর আগে তিনি যখন কলকাতায় থাকতেন, একজন পরিচারিকা তাঁর দেখাশোনা করতেন । তিনি একই পাড়ায় থাকেন । রাচেলের কোভিড হয়েছে শুনে, নিজের মেয়েকে এবং কুকুরকে নিয়ে চলে আসেন রাচেলের দেখভাল করতে । রাচেল তাঁর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের কাছে । তবে মানবিকতার অপর পিঠেই থাকে অমানবিকতা । দীর্ঘদিনের পরিচিত এক পরিচারিকা যতটা নিকট আত্মীয়ের মতো পাশে দাঁড়িয়েছিলেন, ততটাই রাচেলকে দূরে সরিয়ে দিয়েছিলেন অ্যাপার্টমেন্টের লোকজন । রাচেলের অভিযোগ, যেদিন তিনি জানতে পারেন রিপোর্টে কোভিড পজিটিভ, বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডকে চাকরি থেকে বের করে দিচ্ছিল আবাসনের লোকজন । তাঁর অপরাধ, কেন তিনি রাচেলের মতো এক কোরোনা আক্রান্তকে সেখানে ঢুকতে দিয়েছেন । তারপর লাগাতারভাবে রাচেলকে বাকবিতণ্ডার শিকার হতে হয় । এই আচরণে অত্যন্ত লজ্জাবোধ করেছেন অভিনেত্রী ।বলিউড-টলিউড জগতে কাজ করছেন রাচেল । 2014 সালে হিন্দি ছবি 'উঙ্গলি'তে কাজ করে পা রাখেন বলিউডে । ইমরান হাসমির বিপরীতে কাজ করেছিলেন তিনি । তারপর 'হর হর ব্যোমকেশ', 'দেবী', 'ওয়ান', 'ভবিষ্যতের ভূত' ছবিতে কাজ করেছেন । 'মিসম্যাচ' ওয়েব সিরিজ়ের প্রত্যেকটি সিজ়নে অত্যন্ত বোল্ড এবং সাহসী চরিত্রে দেখা গিয়েছে রাচেলকে ।