কলকাতা : শহর কলকাতাকে স্যানিটাইজ় করার সিদ্ধান্ত নিলেন নাইজেল আকারা । তিনি ও তাঁর কোম্পানির আরও 3 জন মিলে দিনরাত পরিশ্রম করে চলেছেন ভাইরাসের কবল থেকে শহরে বাঁচাতে ।
নাইজেল আমাদের বলেন, "আমি এরকম আরও অনেক কাজ করতে চাই, কিন্তু সুযোগ পাচ্ছি না । সম্প্রতি বিধাননগর মিউনিসিপালিটি স্যানিটাইজ় করলাম । ওখানকার কাউন্সিলর, চেয়ারপার্সন আমাকে ডেকেছিলেন । আমি বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে বলেছিলাম এই ধরনের কাজ আমি করতে চাই । সেই চিঠি পেয়ে তিনি ডেকেছিলেন আমায় । তবে আমার কোম্পানি 'কলকাতাজ় ফেসিলিটিজ় ম্যানেজমেন্ট' অনেকদিন আগে থেকেই এই কাজ করছে ।"
তিনি আরও বলেন, "লকডাউনের 5-7 দিন আগে থেকে আমি এটা শুরু করেছিলাম বিভিন্ন রেসিডেন্ট ও অফিসের জন্য । লকডাউনের পর তো আর কাজ করতে পারছি না, যদিও এই কাজটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব দরকার । আমাদের বারবার হাত ধুতে বলা হচ্ছে । বারবার নিজেকে স্যানিটাইজ় করতে বলা হচ্ছে । সেইভাবে পরিবেশকেও স্যানিটাইজ় করতে হবে, বিশেষ করে সেই সব জায়গা যেখানে মানুষজন বারবার আসা-যাওয়া করছে । যেমন - বাজার, দোকানপাট । আমরা সেগুলোও স্যানিটাইজ় করছি । এখনও পর্যন্ত বিধাননগরে করেছি। এরপর যেসব জায়গায় কথা হয়ে আছে, ডাকলেই যাব ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এই মুহূর্তে নাইজেলের মা মুম্বইতে আটকে রয়েছেন । অভিনেতার কণ্ঠে স্পষ্ট প্রকাশ পেল মাকে নিয়ে উৎকণ্ঠা । নাইজেলের স্ত্রী একজন চিকিৎসক । সপ্তাহের তিনদিন তাঁকে হাসপাতালে যেতে হচ্ছে । স্ত্রীকে দিয়ে আসা, নিয়ে আসার দায়িত্বও সামলাচ্ছেন নাইজেল ।