কলকাতা : জ়ি বাংলার একটি মেগা সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইন্দ্রানী দত্ত । ধারাবাহিকের নাম 'জীবন সাথী' । এই প্রথম দর্শক তাঁকে দেখতে পাবে একটি মেগাতে । ETV ভারত সিতারাকে ইন্দ্রানী বললেন, দারুণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি । 'সালোঙ্কারা' চরিত্রটি তাঁর মন ছুঁয়ে গেছে ।
নাচই তাঁর জীবন । নাচই তাঁর ধ্যানজ্ঞান । নব্বইয়ের দশকে বাংলা সিনেমাতে জনপ্রিয় অভিনেত্রী হয়েও প্রথম ভালোবাসা নাচকে একদিনের জন্যেও দূরে সরিয়ে রাখেননি ইন্দ্রাণী । বেশ কয়েক বছর সিনেমা থেকে দূরে তিনি । কারণ, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে ইন্দ্রানী খুব খুঁতখুঁতে । মনকে স্পর্শ করতে না পারলে, সেই কাজ তিনি করেন না ।
ইন্দ্রানী আমাদের বললেন, এই মেগা সিরিয়ালটির কাজ তাঁর কাছে এসেছে নিজে থেকে । কোনও দিনও কাউকে বলেননি যে সিরিয়ালে অভিনয় করতে চান । চরিত্রটি এক ব্যবসায়ী মহিলার, নাম তার সালোঙ্কারা । সে শহরের একজন বিখ্যাত ফ্যাশন ডিজ়াইনার । খুব বড় শো-রুম আছে তার । সালোঙ্কারা একজন পারফেকশনিস্ট । তাকে সকলে খুব মেনে চলে । সে খুব ডমিনেটিং । চরিত্রে পজ়িটিভ ও নেগেটিভ দুটি শেডই আছে ।
ইন্দ্রাণী বলেন, "এই চরিত্রটা কিন্তু নেগেটিভ নয় । তার নিজের কিছু নিয়ম আছে । সেই নিয়মেই সকলকে চলতে হবে । সেটা না হলে খুব বিরক্ত হয় । সেটা দেখে মানুষের মনে হতে পারে চরিত্রটা নেগেটিভ । তবে পরে মানুষটার পালটে যাওয়াও আছে । এটা একটা বলিষ্ঠ চরিত্র । সবসময় খুব নরম চরিত্র পেয়েছি, এটা খুব অন্যরকম ।
২১ সেপ্টেম্বর, অর্থাৎ, আজ থেকে যে কোনও ওপেন এয়ার পারফরমেন্স করার অনুমতি দিয়েছে কেন্দ্র । সে ক্ষেত্রে ওপেন স্পেসে ইন্দ্রানীও তাঁর নাচের ট্রুপ নিয়ে পারফর্ম করতেই পারেন । এবিষয়ে অবশ্য ইন্দ্রানী বলেন, "এই ধারাবাহিকের জন্যে আমি মাসের ৩০ দিনই কাজ করছি না । যে শোগুলো বুক করা ছিল, যেগুলো আমি করতে পারিনি বা লকডাউনের জন্য করা হল না, সেগুলো আমার শুটিং ডেটের সঙ্গে এডজাস্ট করে করতে হবে । একটা জিনিস যখন আমি করতে আসছি, সেভাবেই ভাবনাচিন্তা করতে করতে হবে, যাতে দুই দিকই বজায় থাকে ।"
'জীবন সাথী'র শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই । 22 সেপ্টেম্বর থেকে সেই শুটিংয়ে যাবেন ইন্দ্রানী । এই ধারাবাহিকে ইন্দ্রানীর শ্বশুরমশাইয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা দীপঙ্কর দে'কে ।