ETV Bharat / sitara

OTTকে গুরুত্ব দিতেই সিনেমা হল খোলাতে অনীহা কেন্দ্রের : EIMPA সভাপতি পিয়া সেনগুপ্ত

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন EIMPA'র সভাপতি পিয়া সেনগুপ্ত সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সিঙ্গল স্ক্রিন হল মালিকরা । পিয়াই 6 মাস আগে, 17 মার্চ ঘোষণা করেছিলেন বিশ্বব্যাপী কোভিড প্যানডেমিকের কারণে তাদের বন্ধ করতে হচ্ছে সমস্ত হল । তবে আনলক ৩-এ কথা ছিল হল খুলবে । খুলল না । আনলক 4 হয়ে গেল, তাতেও হল খুলল না । সেই নিয়ে আলোচনা করতেই আজ এই মিটিংয়ের আয়োজন EIMPA অফিসে ।

Eimpaa meeting
Eimpaa meeting
author img

By

Published : Sep 2, 2020, 6:34 PM IST

Updated : Sep 2, 2020, 7:05 PM IST

কলকাতা : সিনেমা হল খোলার অনুমতি মেলেনি । প্রায় 6 মাস হতে চলল, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত সিনেমা হল বন্ধ । কথা ছিল আনলক ৩-এ খোলা হবে হলগুলো । জিম, রেস্তোরাঁ, শপিং মল খুলে গেছে । 8 সেপ্টেম্বর থেকে মেট্রোরেল চালু হওয়ার কথা । কিন্তু খোলার অনুমতি পায়নি সিনেমা হল । বিপুল সংখ্যক কর্মী বেকার হয়ে বসে রয়েছেন এতগুলো মাস । হল মালিক, ডিস্ট্রিবিউটররা তো বটেই, বহু কর্মীর রুজিরুটির জায়গা হল এই সিনেমা হলগুলো । কবে খুলবে ? কেনই বা এত দেরি হচ্ছে খুলতে ? বিষয়টি নিয়ে আজ ধর্মতলা চত্বরে EIMPA হাইজে হয়ে গেল জরুরি বৈঠক । উপস্থিত ছিল ETV ভারত সিতারাও ।

পিয়া আমাদের বলেন, "আমার একটাই বক্তব্য, শপিং মল, জিম, রেস্তোরাঁ খোলা, শুটিং খোলা... হল খোলার জন্য নরেন্দ্র মোদি, বাবুল সুপ্রিয়, অমিত শাহকে চিঠি দিয়ে আবেদন করেছি । এখনও কোনও উত্তর আসেনি । আমার একটাই প্রশ্ন, সব খুলতে পারে, কেবল সিনেমা হল থেকে সংক্রমণ হবে, তাই না ? মেট্রো তো খুলে যাচ্ছে । হল মালিকরা নিজেদের কথা না ভেবে, কর্মীদের পাশে দাঁড়িয়ে আছেন, ছাঁটাই করেননি । এটা কতদিন চলবে ? এই মানুষগুলো কোথায় যাবে ?"

Eimpaa meeting
মিটিংয়ে উপস্থিত মানুষরা

ক্ষুব্ধ পিয়া আরও বলেন, "হল না খুললে OTT প্ল্যাটফর্মকে ক্রমাগত গুরুত্ব দেওয়া হবে । তাহলে কি OTT প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত ? অরূপ বিশ্বাস ও আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে টাকা তুলতে পেরেছি, সেই টাকা আগামী সপ্তাহে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে । কিন্তু সেটা কতদিন চলবে ? আমাদের আর্জি আমাদের বাঁচতে দিন, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচতে দিন । MP-দের কাছে অনুরোধ করব যাতে তাঁরা পার্লামেন্টে আওয়াজ তোলেন । তাঁরা তো এই ইন্ডাস্ট্রি থেকেই উঠেছেন ।"

শুনে নিন পিয়ার বক্তব্য..
অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পশ্চিমবঙ্গের তামাম হল গুলো, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে রয়েছে অসংখ্য সিঙ্গল স্ক্রিন । এমনিতেই পশ্চিমবঙ্গের সিঙ্গেল স্ক্রিনগুলির অবস্থা শোচনীয় ছিল । একসময় 700-র বেশি হল ছিল, এখন এসে দাঁড়িয়েছে ২০০ কি তার চেয়ে একটু বেশি । মাল্টিপ্লেক্সের বাড়বাড়ন্ত, তার উপর এখন যোগ হয়েছে OTT প্ল্যাটফর্মের রমরমা । নিরুপায় হয়ে অনেক হলই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে মালিকরা ।

কলকাতা : সিনেমা হল খোলার অনুমতি মেলেনি । প্রায় 6 মাস হতে চলল, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত সিনেমা হল বন্ধ । কথা ছিল আনলক ৩-এ খোলা হবে হলগুলো । জিম, রেস্তোরাঁ, শপিং মল খুলে গেছে । 8 সেপ্টেম্বর থেকে মেট্রোরেল চালু হওয়ার কথা । কিন্তু খোলার অনুমতি পায়নি সিনেমা হল । বিপুল সংখ্যক কর্মী বেকার হয়ে বসে রয়েছেন এতগুলো মাস । হল মালিক, ডিস্ট্রিবিউটররা তো বটেই, বহু কর্মীর রুজিরুটির জায়গা হল এই সিনেমা হলগুলো । কবে খুলবে ? কেনই বা এত দেরি হচ্ছে খুলতে ? বিষয়টি নিয়ে আজ ধর্মতলা চত্বরে EIMPA হাইজে হয়ে গেল জরুরি বৈঠক । উপস্থিত ছিল ETV ভারত সিতারাও ।

পিয়া আমাদের বলেন, "আমার একটাই বক্তব্য, শপিং মল, জিম, রেস্তোরাঁ খোলা, শুটিং খোলা... হল খোলার জন্য নরেন্দ্র মোদি, বাবুল সুপ্রিয়, অমিত শাহকে চিঠি দিয়ে আবেদন করেছি । এখনও কোনও উত্তর আসেনি । আমার একটাই প্রশ্ন, সব খুলতে পারে, কেবল সিনেমা হল থেকে সংক্রমণ হবে, তাই না ? মেট্রো তো খুলে যাচ্ছে । হল মালিকরা নিজেদের কথা না ভেবে, কর্মীদের পাশে দাঁড়িয়ে আছেন, ছাঁটাই করেননি । এটা কতদিন চলবে ? এই মানুষগুলো কোথায় যাবে ?"

Eimpaa meeting
মিটিংয়ে উপস্থিত মানুষরা

ক্ষুব্ধ পিয়া আরও বলেন, "হল না খুললে OTT প্ল্যাটফর্মকে ক্রমাগত গুরুত্ব দেওয়া হবে । তাহলে কি OTT প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত ? অরূপ বিশ্বাস ও আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে টাকা তুলতে পেরেছি, সেই টাকা আগামী সপ্তাহে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে । কিন্তু সেটা কতদিন চলবে ? আমাদের আর্জি আমাদের বাঁচতে দিন, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচতে দিন । MP-দের কাছে অনুরোধ করব যাতে তাঁরা পার্লামেন্টে আওয়াজ তোলেন । তাঁরা তো এই ইন্ডাস্ট্রি থেকেই উঠেছেন ।"

শুনে নিন পিয়ার বক্তব্য..
অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পশ্চিমবঙ্গের তামাম হল গুলো, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে রয়েছে অসংখ্য সিঙ্গল স্ক্রিন । এমনিতেই পশ্চিমবঙ্গের সিঙ্গেল স্ক্রিনগুলির অবস্থা শোচনীয় ছিল । একসময় 700-র বেশি হল ছিল, এখন এসে দাঁড়িয়েছে ২০০ কি তার চেয়ে একটু বেশি । মাল্টিপ্লেক্সের বাড়বাড়ন্ত, তার উপর এখন যোগ হয়েছে OTT প্ল্যাটফর্মের রমরমা । নিরুপায় হয়ে অনেক হলই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে মালিকরা ।
Last Updated : Sep 2, 2020, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.