ETV Bharat / sitara

সামনে এল 'বুড়ো সাধু' ছবির প্রথম পোস্টার - Vik

চিরঞ্জিত, ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, মিশমি দাস, দোলন রায়, দেবেশ চট্টোপাধ্যায়, বরুণ চক্রবর্তী এবং অমিত সাহাকে নিয়ে একটি বাংলা ছবি তৈরি করেছেন পরিচালক ভিক। ছবির নাম 'বুড়ো সাধু'। সামনে এল ছবির প্রথম পোস্টার। ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন ভিক।

বুড়ো সাধু
author img

By

Published : Aug 26, 2019, 3:13 PM IST

কলকাতা : এক যুবকের কৈশোর থেকে যৌবনে পদার্পণের গল্প বলবে 'বুড়ো সাধু'। সেই যুবকের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিককে দেখা যাবে একেবারে অন্যরকম লুকে। ছবিতে তাঁর চরিত্রটির সঙ্গে একাত্ম করতে পারবেন এই যুগের অনেকেই। ছবিতে তাঁর পারিবারিক জীবনটা সমস্যায় জর্জরিত, তাঁর প্রেমের জীবনও তাই। তবে যেই পরিস্থিতির সম্মুখীন হয় এই চরিত্রটি, সেটা কিছুটা অস্বাভাবিক।

ছবির শুটিং হয়েছে একটু অন্যভাবে। রয়েছে গঙ্গার তীরের সৌন্দর্য, পুরোনো ঘাট,কলকাতা শহর ও মফঃস্বল। ছবি সম্পর্কে পরিচালক ভিক ETV ভারত সিতারাকে বললেন, "বুড়ো সাধু অর্থাৎ 'ওল্ড মঙ্ক'। একটা খুব নস্টালজিক ব্র্য়ান্ডের নাম। তবে আমি কোনওভাবেই অ্যালকোহলকে প্রোমোট করছি না এই ছবিতে। বরং আমি আমার ছবিতে দেখিয়েছি ঋত্বিক অ্যালকোহলিক হয়ে কোনও কাজ করে উঠতে পারছে না। আর অন্যদিকে চিরঞ্জিতের চরিত্রটা একজন বৃদ্ধ ভদ্রলোকের। তিনিই আসলে এই বুড়ো সাধু। তো এই দুই চরিত্রের মিশেলে আমি ছবিরটার এই নাম রেখেছি। "

বুড়ো সাধু
ছবির পোস্টার...
ছবির পরিচালক ভিক একেবারে নতুন। 'বুড়ো সাধু'ই তাঁর প্রথম পরিচালিত ছবি। মার্কেটিংয়ের ছাত্র ছিলেন এবং সেই পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিন বছর। তখন থেকেই 'বুড়ো সাধু'র জন্য কাজ করতে শুরু করেছিলেন নিছকই ভালোলাগা থেকে।ছবির যিনি ডিরেক্টর অফ ফটোগ্রাফি, তিনি ঋতুপর্ণ ঘোষের ছবির ফটোগ্রাফার ছিলেন। তাঁর নাম সঞ্জীব ঘোষ। ছবির সংগীত পরিচালক প্রাঞ্জল দাস। একসময়কার হলিডে কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। সেই পেশা ছেড়ে প্যাশনকে ফলো করে সংগীত পরিচালনায় যুক্ত হয়েছেন। অনেক বাংলা ছবিতে গান লিখেছেন প্রাঞ্জল। 'বুড়ো সাধু'তে শুধু সংগীত পরিচালনাই নয়, গেয়েছেন গানও। প্রাঞ্জলের পরিচালনায় 'বুড়ো সাধু'র জন্য গান গেয়েছেন রূপম ইসলাম, অনুপম রায়, তিমির বিশ্বাস, লগ্নজিতা এবং বাম্পাই চক্রবর্তী। বাম্পাই আসলে অটো-রিকশাচালক। কিন্তু গানই তাঁর ধ্যান-জ্ঞান। রূপম ইসলামের সঙ্গে গান গেয়েছেন 'বুড়ো সাধু'তে। ছবিটি মুক্তি পাবে 25 অক্টোবর।

কলকাতা : এক যুবকের কৈশোর থেকে যৌবনে পদার্পণের গল্প বলবে 'বুড়ো সাধু'। সেই যুবকের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিককে দেখা যাবে একেবারে অন্যরকম লুকে। ছবিতে তাঁর চরিত্রটির সঙ্গে একাত্ম করতে পারবেন এই যুগের অনেকেই। ছবিতে তাঁর পারিবারিক জীবনটা সমস্যায় জর্জরিত, তাঁর প্রেমের জীবনও তাই। তবে যেই পরিস্থিতির সম্মুখীন হয় এই চরিত্রটি, সেটা কিছুটা অস্বাভাবিক।

ছবির শুটিং হয়েছে একটু অন্যভাবে। রয়েছে গঙ্গার তীরের সৌন্দর্য, পুরোনো ঘাট,কলকাতা শহর ও মফঃস্বল। ছবি সম্পর্কে পরিচালক ভিক ETV ভারত সিতারাকে বললেন, "বুড়ো সাধু অর্থাৎ 'ওল্ড মঙ্ক'। একটা খুব নস্টালজিক ব্র্য়ান্ডের নাম। তবে আমি কোনওভাবেই অ্যালকোহলকে প্রোমোট করছি না এই ছবিতে। বরং আমি আমার ছবিতে দেখিয়েছি ঋত্বিক অ্যালকোহলিক হয়ে কোনও কাজ করে উঠতে পারছে না। আর অন্যদিকে চিরঞ্জিতের চরিত্রটা একজন বৃদ্ধ ভদ্রলোকের। তিনিই আসলে এই বুড়ো সাধু। তো এই দুই চরিত্রের মিশেলে আমি ছবিরটার এই নাম রেখেছি। "

বুড়ো সাধু
ছবির পোস্টার...
ছবির পরিচালক ভিক একেবারে নতুন। 'বুড়ো সাধু'ই তাঁর প্রথম পরিচালিত ছবি। মার্কেটিংয়ের ছাত্র ছিলেন এবং সেই পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিন বছর। তখন থেকেই 'বুড়ো সাধু'র জন্য কাজ করতে শুরু করেছিলেন নিছকই ভালোলাগা থেকে।ছবির যিনি ডিরেক্টর অফ ফটোগ্রাফি, তিনি ঋতুপর্ণ ঘোষের ছবির ফটোগ্রাফার ছিলেন। তাঁর নাম সঞ্জীব ঘোষ। ছবির সংগীত পরিচালক প্রাঞ্জল দাস। একসময়কার হলিডে কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। সেই পেশা ছেড়ে প্যাশনকে ফলো করে সংগীত পরিচালনায় যুক্ত হয়েছেন। অনেক বাংলা ছবিতে গান লিখেছেন প্রাঞ্জল। 'বুড়ো সাধু'তে শুধু সংগীত পরিচালনাই নয়, গেয়েছেন গানও। প্রাঞ্জলের পরিচালনায় 'বুড়ো সাধু'র জন্য গান গেয়েছেন রূপম ইসলাম, অনুপম রায়, তিমির বিশ্বাস, লগ্নজিতা এবং বাম্পাই চক্রবর্তী। বাম্পাই আসলে অটো-রিকশাচালক। কিন্তু গানই তাঁর ধ্যান-জ্ঞান। রূপম ইসলামের সঙ্গে গান গেয়েছেন 'বুড়ো সাধু'তে। ছবিটি মুক্তি পাবে 25 অক্টোবর।
Intro:চিরঞ্জিত, ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, মিশমি দাস, দোলন রায়, দেবেশ চট্টোপাধ্যায়, বরুণ চক্রবর্তী এবং অমিত সাহাকে নিয়ে একটি বাংলা ছবি তৈরি করেছেন পরিচালক ভিক। ছবির নাম 'বুড়ো সাধু'। সামনে এল ছবির প্রথম পোস্টার। ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন ভিক।


Body:এক যুবকের কৈশোর থেকে যৌবনে পদার্পণের গল্প বলবে 'বুড়ো সাধু'। সেই যুবকের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিককে দেখা যাবে অন্যরকম লুকে। ছবিতে তাঁর চরিত্রটির সঙ্গে একাত্ম করতে পারবেন এযুগের অনেকেই। ছবিতে তাঁর পারিবারিক জীবন সমস্যায় জর্জরিত, তাঁর প্রেমের জীবনও তাই। তবে যে পরিস্থিতির সম্মুখীন এই চরিত্রটি হয়, সেটা খানিক অস্বাভাবিক।

'বুড়ো সাধু' ছবিটি দৈনন্দিন জীবনের কথা বলে। সেখানে দেখান হয় প্রেম। দেখান হয় নাটুকে আবহাওয়া। রয়েছে আবেগ। রয়েছে রহস্য, যা দর্শককে নাড়িয়ে দিতে পারে। ছবির শুটিং হয়েছে একটু অন্যভাবে। রয়েছে গঙ্গার তীরের সৌন্দর্য, পুরনো ঘাট,কলকাতা শহর ও মফস্বল।

ছবির পরিচালক ভিক একেবারে নতুন। 'বুড়ো সাধু'ই তাঁর প্রথম পরিচালিত ছবি। মার্কেটিংয়ের ছাত্র ছিলেন এবং সেই পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিন বছর। তখন থেকেই 'বুড়ো সাধু'র জন্য কাজ করতে শুরু করেছিলেন নিছকই ভালোলাগা থেকে।

ছবির যিনি ডিরেক্টর অফ ফটোগ্রাফি, তিনি ঋতুপর্ণ ঘোষের ছবির ফটোগ্রাফার ছিলেন। তাঁর নাম সঞ্জীব ঘোষ। ছবির সংগীত পরিচালক প্রাঞ্জল দাস। একসময়কার হলিডে কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। সেই পেশা ছেড়ে প্যাশনকে ফলো করে সঙ্গীত পরিচালনায় যুক্ত হয়েছেন। অনেক বাংলা ছবিতে গান লিখেছেন প্রাঞ্জল। 'বুড়ো সাধু'তে শুধু সঙ্গীত পরিচালনাই নয়, গিয়েছেন গানও। প্রাঞ্জলের পরিচালনায় 'বুড়ো সাধু'র জন্য গান গেয়েছেন রূপম ইসলাম, অনুপম রায়, তিমির বিশ্বাস, লগ্নজিতা এবং বাম্পাই চক্রবর্তী। বাম্পাই আসলে অটো-রিকশাচালক। কিন্তু গানই তাঁর ধ্যান-জ্ঞান। রূপম ইসলামের সঙ্গে গান গেয়েছেন 'বুড়ো সাধু'তে।




Conclusion:ছবি সম্পর্কে পরিচালক ভিক ETV ভারত সিতারাকে বললেন,
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.