কলকাতা : এক যুবকের কৈশোর থেকে যৌবনে পদার্পণের গল্প বলবে 'বুড়ো সাধু'। সেই যুবকের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিককে দেখা যাবে একেবারে অন্যরকম লুকে। ছবিতে তাঁর চরিত্রটির সঙ্গে একাত্ম করতে পারবেন এই যুগের অনেকেই। ছবিতে তাঁর পারিবারিক জীবনটা সমস্যায় জর্জরিত, তাঁর প্রেমের জীবনও তাই। তবে যেই পরিস্থিতির সম্মুখীন হয় এই চরিত্রটি, সেটা কিছুটা অস্বাভাবিক।
ছবির শুটিং হয়েছে একটু অন্যভাবে। রয়েছে গঙ্গার তীরের সৌন্দর্য, পুরোনো ঘাট,কলকাতা শহর ও মফঃস্বল। ছবি সম্পর্কে পরিচালক ভিক ETV ভারত সিতারাকে বললেন, "বুড়ো সাধু অর্থাৎ 'ওল্ড মঙ্ক'। একটা খুব নস্টালজিক ব্র্য়ান্ডের নাম। তবে আমি কোনওভাবেই অ্যালকোহলকে প্রোমোট করছি না এই ছবিতে। বরং আমি আমার ছবিতে দেখিয়েছি ঋত্বিক অ্যালকোহলিক হয়ে কোনও কাজ করে উঠতে পারছে না। আর অন্যদিকে চিরঞ্জিতের চরিত্রটা একজন বৃদ্ধ ভদ্রলোকের। তিনিই আসলে এই বুড়ো সাধু। তো এই দুই চরিত্রের মিশেলে আমি ছবিরটার এই নাম রেখেছি। "