ETV Bharat / sitara

বাবা রবিশংকরের পথেই হাঁটবেন অনুষ্কা - Abhijatrik bengali film

কি আশ্চর্যভাবে মিলে গেল পাজ়লটা । বাবা রবিশংকর সুর দিয়েছিলেন সত্যজিৎ পরিচালিত অপু ট্রিলজিতে । এবার তাঁর মেয়ে অনুষ্কা শংকর কম্পোজ় করতে চলেছেন 'অভিযাত্রিক'-এর জন্য, যে ছবি অপুর ট্রিলজির পরবর্তী অংশ নিয়ে ডিল করে । যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল ।

Anushka Shankar in Abhijatrik
Anushka Shankar in Abhijatrik
author img

By

Published : Feb 29, 2020, 8:59 PM IST

কলকাতা : 'অপুর সংসার'-এ কাজলকে কাঁধে চাপিয়ে অপু হাঁটা দেয় কোনও অজানা ভবিতব্যের উদ্দেশে । কী হয় তাদের ? কোথায় যায় তারা ? এই সমস্ত কিছুর উত্তর দিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায় । তবে সেই অংশটা সিনেমার রূপ পায়নি কোনও পরিচালকের হাতে । শুভ্রজিৎ মিত্র সেই অসমাপ্ত অংশটুকুকেই সেলুলয়েডে ফুটিয়ে তুলছেন 'অভিযাত্রিক' ছবিটির মাধ্য়মে । এই ছবিতে মিউজ়িক কম্পোজ় করবেন অনুষ্কা শংকর । এই প্রথম কোনও ছবির জন্য মিউজ়িক কম্পোজ় করতে চলেছেন তিনি ।

সংগীতশিল্পী এসেছেন ইন্ডিয়া টুরে । দিল্লি, মুম্বইতে কনসার্ট করার পর আপাতত এসেছেন কলকাতায় । বললেন, "আমি বলব না আমি মিউজ়িক দিচ্ছি । এই ফিল্মের সাউন্ড ট্র্যাকে আমার অবদান খুবই কম । টাইটল ক্রেডিট স্কোরের জন্য সেতার বাজিয়েছি । এই স্পেশাল প্রোজেক্টের জন্য় কাজ করে খুব ভালো লাগছে ।"

Anushka Shankar in Abhijatrik
সেতার হাতে

কেন এই ছবির জন্য় রাজি হলেন ? এই প্রশ্নে অনুষ্কা উত্তর দিলেন, "আমার বাবা সত্যজিৎ রায়ের অরিজিনাল ট্রিলজির জন্য সুর দিয়েছিলেন । সারা বিশ্ব সেটা মনে রেখেছে । কোনও ছবির ক্ষেত্র সেটা অন্যতম সেরা মিউজ়িক বলা যেতে পারে । সেটা শুনে বড় হয়েছি আমি । একই গল্পের ছোট্ট অংশ হতে পারাটা আনন্দের বিষয় ।"

'অভিযাত্রিক'-এর প্রেজ়েন্টার মধুর ভান্ডারকর । অনুষ্কার যোগদান প্রসঙ্গে তিনি বললেন, "আমাদের খুব ভালো লাগছে অনুষ্কাকে পেয়ে ।"

Anushka Shankar in Abhijatrik
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

'অভিযাত্রিক'-এ অপুর চরিত্র অর্জুন চক্রবর্তী । এই চরিত্র তাঁর ক্যারিয়ারে একটি মাইলস্টোন হয়ে থেকে যাবে । ইতিমধ্যেই সাড়া ফেলেছে 'অভিযাত্রিক'-এর টিজ়ার । ছবির মুক্তি খুব তাড়াতাড়ি ।

কলকাতা : 'অপুর সংসার'-এ কাজলকে কাঁধে চাপিয়ে অপু হাঁটা দেয় কোনও অজানা ভবিতব্যের উদ্দেশে । কী হয় তাদের ? কোথায় যায় তারা ? এই সমস্ত কিছুর উত্তর দিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায় । তবে সেই অংশটা সিনেমার রূপ পায়নি কোনও পরিচালকের হাতে । শুভ্রজিৎ মিত্র সেই অসমাপ্ত অংশটুকুকেই সেলুলয়েডে ফুটিয়ে তুলছেন 'অভিযাত্রিক' ছবিটির মাধ্য়মে । এই ছবিতে মিউজ়িক কম্পোজ় করবেন অনুষ্কা শংকর । এই প্রথম কোনও ছবির জন্য মিউজ়িক কম্পোজ় করতে চলেছেন তিনি ।

সংগীতশিল্পী এসেছেন ইন্ডিয়া টুরে । দিল্লি, মুম্বইতে কনসার্ট করার পর আপাতত এসেছেন কলকাতায় । বললেন, "আমি বলব না আমি মিউজ়িক দিচ্ছি । এই ফিল্মের সাউন্ড ট্র্যাকে আমার অবদান খুবই কম । টাইটল ক্রেডিট স্কোরের জন্য সেতার বাজিয়েছি । এই স্পেশাল প্রোজেক্টের জন্য় কাজ করে খুব ভালো লাগছে ।"

Anushka Shankar in Abhijatrik
সেতার হাতে

কেন এই ছবির জন্য় রাজি হলেন ? এই প্রশ্নে অনুষ্কা উত্তর দিলেন, "আমার বাবা সত্যজিৎ রায়ের অরিজিনাল ট্রিলজির জন্য সুর দিয়েছিলেন । সারা বিশ্ব সেটা মনে রেখেছে । কোনও ছবির ক্ষেত্র সেটা অন্যতম সেরা মিউজ়িক বলা যেতে পারে । সেটা শুনে বড় হয়েছি আমি । একই গল্পের ছোট্ট অংশ হতে পারাটা আনন্দের বিষয় ।"

'অভিযাত্রিক'-এর প্রেজ়েন্টার মধুর ভান্ডারকর । অনুষ্কার যোগদান প্রসঙ্গে তিনি বললেন, "আমাদের খুব ভালো লাগছে অনুষ্কাকে পেয়ে ।"

Anushka Shankar in Abhijatrik
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

'অভিযাত্রিক'-এ অপুর চরিত্র অর্জুন চক্রবর্তী । এই চরিত্র তাঁর ক্যারিয়ারে একটি মাইলস্টোন হয়ে থেকে যাবে । ইতিমধ্যেই সাড়া ফেলেছে 'অভিযাত্রিক'-এর টিজ়ার । ছবির মুক্তি খুব তাড়াতাড়ি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.