ETV Bharat / sitara

অসমবয়সী প্রেমের সম্পর্কে দেবশ্রী রায় ? - দেবশ্রী রায়ের কামব্যাক

বেশ কয়েক বছর বড় পরদা থেকে দূরে দেবশ্রী রায় । দীর্ঘদিন অপেক্ষায় ছিল তাঁর অনুরাগীরা । অবশেষে অপেক্ষার অবসান । কারণ রূপোলি পরদায় ফিরতে চলেছেন দেবশ্রী রায়, অনুপ সেনগুপ্তের পরিচালনায় এক অসমবয়সী প্রেমের গল্পে ।

Bengali actress debashree Ray latest news
Bengali actress debashree Ray latest news
author img

By

Published : Jan 30, 2020, 1:21 PM IST

কলকাতা : রেশমি মিত্র ও শাহদাত হোসেনের পরিচালনায় 'হঠাৎ দেখা' ছবিতে শেষ অভিনয় করেছিলেন দেবশ্রী রায় । তারপর এতদিনের বিরতি কাটিয়ে রূপোলি পরদায় ফিরতে চলেছেন অভিনেত্রী । অনুপ সেনগুপ্তের 'তুমি কি সেই ?' ছবিতে অভিনয় করবেন দেবশ্রী ।

অনুপ আমাদের জানালেন, "এটি একটি সাসপেন্স স্টোরি । অসমবয়সী প্রেম আছে, তবে বিষয়টা তার থেকেও বড় । দেবশ্রীকে নিয়েই এই গল্প ।"

শোনা যাচ্ছে, দেবশ্রীর বিপরীতে অভিনয় করবেন বনি সেনগুপ্ত, অর্থাৎ অনুপের ছেলে । এই প্রসঙ্গে পরিচালক বললেন, "বনির ব্যাপারটা এখনও ঠিক হয়নি । ইচ্ছে আছে ও করুক । তবে চূড়ান্ত সিদ্ধান্ত বনিই নেবে ।"

এর আগে অনুপ সেনগুপ্তের 'জানবাজ' ছবিতে দেখা গেছিল বনি আর কৌশানিকে । সেই ছবির পর 'তুমি কি সেই ?' হতে চলেছে পরিচালকের পরবর্তী কাজ । ছবির বিষয়বস্তু থেকে শুরু করে ছবির কাস্টিং সবকিছুই বেশ ইন্টারেস্টিং । মুক্তির অপেক্ষায় দর্শক ।

কলকাতা : রেশমি মিত্র ও শাহদাত হোসেনের পরিচালনায় 'হঠাৎ দেখা' ছবিতে শেষ অভিনয় করেছিলেন দেবশ্রী রায় । তারপর এতদিনের বিরতি কাটিয়ে রূপোলি পরদায় ফিরতে চলেছেন অভিনেত্রী । অনুপ সেনগুপ্তের 'তুমি কি সেই ?' ছবিতে অভিনয় করবেন দেবশ্রী ।

অনুপ আমাদের জানালেন, "এটি একটি সাসপেন্স স্টোরি । অসমবয়সী প্রেম আছে, তবে বিষয়টা তার থেকেও বড় । দেবশ্রীকে নিয়েই এই গল্প ।"

শোনা যাচ্ছে, দেবশ্রীর বিপরীতে অভিনয় করবেন বনি সেনগুপ্ত, অর্থাৎ অনুপের ছেলে । এই প্রসঙ্গে পরিচালক বললেন, "বনির ব্যাপারটা এখনও ঠিক হয়নি । ইচ্ছে আছে ও করুক । তবে চূড়ান্ত সিদ্ধান্ত বনিই নেবে ।"

এর আগে অনুপ সেনগুপ্তের 'জানবাজ' ছবিতে দেখা গেছিল বনি আর কৌশানিকে । সেই ছবির পর 'তুমি কি সেই ?' হতে চলেছে পরিচালকের পরবর্তী কাজ । ছবির বিষয়বস্তু থেকে শুরু করে ছবির কাস্টিং সবকিছুই বেশ ইন্টারেস্টিং । মুক্তির অপেক্ষায় দর্শক ।

Intro:বেশ কয়েক বছর বড় পর্দা থেকে, কিংবা বলা ভালো অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছিলেন দেবশ্রী রায়। তাঁর অনুরাগীদের মধ্যে বরাবরই উচাটন ছিল, কবে তাঁদের প্রিয় অভিনেত্রীকে ফের দেখতে পাবেন বড় স্ক্রিনে। এবার সেই অপেক্ষার অবশান হতে চলেছে। দেবশ্রী কমেবাক করতে চলেছেন নতুনভাবে।


Body:ছবির নাম 'তুমি কি সেই?' পরিচালনায় রয়েছেন অনুপ সেনগুপ্ত। যাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল পুত্র বনি ও কৌশনি অভিনীত 'জানবাজ'। এবার তিনি তৈরি করতে চলেছেন এই ছবি। অনুপসেনগুপ্ত আমাদের বললেন, "তুমি কি সেই একটি সাসপেন্স লাভ স্টোরি। অসমবয়েসী প্রেমের থেকেও বিষয়টা বড়। ছবিতে অভিনয় করছেন দেবশ্রী রায়। তাঁকে নিয়েই গল্প।"

ছবিতে নাকি অভিনয় করবেন বনি সেনগুপ্ত। অনুপ বললেন, "বনির বেপারটা এখনও ঠিক হয়নি। ইচ্ছে আছে ও করুক। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বনির। সেটা এখনও ফাইনাল হয়নি।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.