ETV Bharat / sitara

পুরুষতান্ত্রিক সমাজের প্রেক্ষাপটে অনিন্দ্যর শর্টফিল্ম। - Anindya Shortfilm

রবার্ট ব্রাউনিংয়ের একটি কবিতার উপর শর্ট ফিল্ম তৈরি করছেন অভিনেতা পরিচালক অনিন্দ্যপুলক ব্যানার্জি, নাম 'পরফাইরিয়াস লাভার'। শর্ট ফিল্ম সম্পর্কে ETV ভারত সিতারাকে বিস্তারিত জানালেন অনিন্দ্য।

অনিন্দ্য শর্টফিল্ম
author img

By

Published : Aug 19, 2019, 7:24 PM IST

কলকাতা : সুঅভিনেতার হওয়ার সঙ্গে অনিন্দ্য একজন সুপরিচালকও বটে। তাঁর পরবর্তী শর্টফিল্ম ভিক্টোরিয়ান পিরিয়ডে লেখা একটি কবিতাকে ভিত্তি করে। নতুন প্রজেক্ট সম্পর্কে জানালেন পরিচালক।

অনিন্দ্য বললেন, "রবার্ট ব্রাউনিংয়ের একটা কবিতা, নাম 'পরফাইরিয়াস লাভার' (Porphyria's Lover)। ভিক্টোরিয়ান সময়কার একটি কবিতা। সেখানে দেখানো হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ, যা আজও বর্তমান। ভিক্টোরিয়ান সময়ে পুরুষতান্ত্রিকতা যে চূড়ান্ত পর্যায় ছিল, ব্রাউনিংয়ের এই কবিতায় তার প্রমাণ পাওয়া যায়। এখানে এক প্রেমিকের কাছে তার প্রেমিকা আসে, একটা ভালোবাসার মুহূর্ত তৈরি হয়। সেই মুহূর্তটিকে আটকে রাখতে ও প্রেমিকা যাতে পরে প্রেমিকের সঙ্গে কোনও প্রতারণ করতে না পারে, সেই জন্য প্রেমিকাকে মেরে ফেলে প্রেমিক। প্রেমিকা কোনও প্রতিবাদও করে না। এই গল্প থেকে আমরা একটা অন্য ডায়মেনশন পাই। বলা হয় যে, লাভ, ট্রুথ ও বিউটি সবচেয়ে উচ্চমানের ইন্টেলিজেন্স। এটা না থাকলে আমরা ভালোবাসাকে ধরতে পারব না, সত্যকে ধরতে পারব না, সুন্দরকেও ধরতে পারব না। এই আইডিয়া থেকে অনুপ্রাণিত এই ছবি।"

'পরফাইরিয়াস লাভার'-এর সঙ্গে এখানে যুক্ত হয়েছে আরও তিন কবিতা। অনিন্দ্য বলেন, "আমার ছবিতে একটা প্রলগ পার্ট থাকে। যেটাকে আমরা ওয়াকার বলি। সিলভিয়া পাথ, ম্যাথু আর্নল্ড, TS এলিয়টের একটা করে কবিতা রেখেছি। এদের এই তিনটে কবিতাই মৃত্যু সম্পর্কিত। এই তিনটে কবিতা স্পর্শ করে মূল গল্পে ঢুকব। শর্টফিল্মের নাম রেখেছি 'পরফাইরিয়াস লাভার'। এই ফর্মটাকে ড্রামাটিক মোনোলগ বলে।"

ছবির কাস্ট সম্পর্কেও অনিন্দ্য জানালেন, "ছবিতে অভিনয় করছেন মুমতাজ সরকার, আরিয়ান, আমার মেয়ে। ইচ্ছা আছে ঋতাভরীকে একটা চরিত্র দেব। বাকিদেরটা নিশ্চিত হলেও, ঋতাভরীরটা এখনও নিশ্চিত হয়নি।"

ছবির শুটিং লোকেশন সম্পর্কে অনিন্দ্য বললেন, "ফিল্মটিতে একটা ব্রিটিশ লুক লাগবে। উত্তরবঙ্গের চা বাগানে যে বাংলো রয়েছে, একটু প্রাচীন, কাঠের মেঝে, সেরকম জায়গায় শুটিং করার ইচ্ছা আছে। হয় দার্জিলিং না হয় কালিম্পং। সবে চিত্রনাট্যের কাজ শেষ করেছি, প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে।"

কলকাতা : সুঅভিনেতার হওয়ার সঙ্গে অনিন্দ্য একজন সুপরিচালকও বটে। তাঁর পরবর্তী শর্টফিল্ম ভিক্টোরিয়ান পিরিয়ডে লেখা একটি কবিতাকে ভিত্তি করে। নতুন প্রজেক্ট সম্পর্কে জানালেন পরিচালক।

অনিন্দ্য বললেন, "রবার্ট ব্রাউনিংয়ের একটা কবিতা, নাম 'পরফাইরিয়াস লাভার' (Porphyria's Lover)। ভিক্টোরিয়ান সময়কার একটি কবিতা। সেখানে দেখানো হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ, যা আজও বর্তমান। ভিক্টোরিয়ান সময়ে পুরুষতান্ত্রিকতা যে চূড়ান্ত পর্যায় ছিল, ব্রাউনিংয়ের এই কবিতায় তার প্রমাণ পাওয়া যায়। এখানে এক প্রেমিকের কাছে তার প্রেমিকা আসে, একটা ভালোবাসার মুহূর্ত তৈরি হয়। সেই মুহূর্তটিকে আটকে রাখতে ও প্রেমিকা যাতে পরে প্রেমিকের সঙ্গে কোনও প্রতারণ করতে না পারে, সেই জন্য প্রেমিকাকে মেরে ফেলে প্রেমিক। প্রেমিকা কোনও প্রতিবাদও করে না। এই গল্প থেকে আমরা একটা অন্য ডায়মেনশন পাই। বলা হয় যে, লাভ, ট্রুথ ও বিউটি সবচেয়ে উচ্চমানের ইন্টেলিজেন্স। এটা না থাকলে আমরা ভালোবাসাকে ধরতে পারব না, সত্যকে ধরতে পারব না, সুন্দরকেও ধরতে পারব না। এই আইডিয়া থেকে অনুপ্রাণিত এই ছবি।"

'পরফাইরিয়াস লাভার'-এর সঙ্গে এখানে যুক্ত হয়েছে আরও তিন কবিতা। অনিন্দ্য বলেন, "আমার ছবিতে একটা প্রলগ পার্ট থাকে। যেটাকে আমরা ওয়াকার বলি। সিলভিয়া পাথ, ম্যাথু আর্নল্ড, TS এলিয়টের একটা করে কবিতা রেখেছি। এদের এই তিনটে কবিতাই মৃত্যু সম্পর্কিত। এই তিনটে কবিতা স্পর্শ করে মূল গল্পে ঢুকব। শর্টফিল্মের নাম রেখেছি 'পরফাইরিয়াস লাভার'। এই ফর্মটাকে ড্রামাটিক মোনোলগ বলে।"

ছবির কাস্ট সম্পর্কেও অনিন্দ্য জানালেন, "ছবিতে অভিনয় করছেন মুমতাজ সরকার, আরিয়ান, আমার মেয়ে। ইচ্ছা আছে ঋতাভরীকে একটা চরিত্র দেব। বাকিদেরটা নিশ্চিত হলেও, ঋতাভরীরটা এখনও নিশ্চিত হয়নি।"

ছবির শুটিং লোকেশন সম্পর্কে অনিন্দ্য বললেন, "ফিল্মটিতে একটা ব্রিটিশ লুক লাগবে। উত্তরবঙ্গের চা বাগানে যে বাংলো রয়েছে, একটু প্রাচীন, কাঠের মেঝে, সেরকম জায়গায় শুটিং করার ইচ্ছা আছে। হয় দার্জিলিং না হয় কালিম্পং। সবে চিত্রনাট্যের কাজ শেষ করেছি, প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে।"

Intro:রবার্ট ব্রাউনিংয়ের একটি কবিতার উপর শর্ট ফিল্ম তৈরি করছেন অভিনেতা পরিচালক অনিন্দ্যপুলক ব্যানার্জি। শর্ট ফিল্ম সম্পর্কে ETV ভারত সিতারাকে বিস্তারিতভাবে বললেন অনিন্দ্য।


Body:অনিন্দ্য বললেন, "রবার্ট ব্রাউনিংয়ের একটা কবিতা, যার নাম 'পরফাইরিয়াস লাভার' (Porphyria's Lover)। ভিক্টোরিয়ান সময়কার একটি কবিতা। দেখান হবে পুরুষতান্ত্রিক সমাজ, যা আজও বর্তমান। ভিক্টোরিয়ান সময় পুরুষতান্ত্রিকতা যে চূড়ান্ত পর্যায় ছিল, সেটার নিদর্শন ব্রাউনিংয়ের এই কবিতায় পাওয়া যায়। একজন প্রেমিকের কাছে তার প্রেমিকা আসে, এবং সেই প্রেমিকাকে তার প্রেমিক মারে। কবিতায় একটা ভালোবাসার জায়গা তৈরি হয়, এবং সে মুহূর্তে সেই মেয়েটিকে মেরে ফেলে ছেলেটি। এবং মেয়েটি প্রতিবাদও করে না। ভালোবাসার এই মুহূর্তকে আজীবনের জন্য ফ্রিজ করতে, যাতে মেয়েটি দিচ না করতে পারে, চলে না যেতে পারে, সেই ভালোবাসার মুহূর্তকে আজীবন টিকিয়ে রাখার জন্য মেয়েটিকে মেরে ফেলে। এই কাহিনি থেকে আমরা একটা অন্যধরনের ডাইমেনশন পাই। বলা হয়, যে লাভ, ট্রুথ এবং বিউটি সবচেয়ে উচ্চমানের ইন্টেলিজেন্স। এটা না থাকলে আমরা ভালোবাসাকে ধরতে পারব না, সত্যকে ধরতে পারব না, সুন্দরকেও ধরতে পারব না। এটার সঙ্গে আমরা আরও তিনটে কবিতাকে জোর করেছি। যেরকম আমার ছবিতে একটা প্রলগ পার্ট থাকে। যেটাকে আমরা ওয়াকার বলি। সিলভিয়া পাথ, ম্যাথু আর্নল্ড, টিএস এলিয়টের একটা করে কবিতা রেখেছি। এদের এই তিনটে কবিতাযই মৃত্যু সম্পর্কিত। এই তিনটে কবিতা স্পর্শ করে মূল গল্পে ঢুকব। এটা নিয়েই ৩০ মিনিটের একটা ইংরেজি শর্টফিল্ম তৈরি করতে চলেছি। একই নাম রেখেছি 'পরফাইরিয়াস লাভার'। এই ফর্মটাকে ড্রামাটিক মোনোলগ বলে।"




Conclusion:ছবির কাস্ট সম্পর্কেও অনিন্দ্য জানালেন, "ছবিতে অভিনয় করছেন মুমতাজ সরকার, আরিয়ান, আমার মেয়ে। ইচ্ছা আছে ঋতাভরীকে একটা চরিত্র দেব। বাকিদেরটা নিশ্চিত হলেও, ঋতাভরীরটা এখনও নিশ্চিত হয়নি।"

ছবির শুটিং লোকেশন সম্পর্কে অনিন্দ্য বললেন, "আমার একটা ব্রিটিশ লুক লাগবে। উত্তরবঙ্গের চা বাগানে যে বাংগলো রয়েছে, একটু প্রাচীন, কাঠের মেঝে, সেরকম জায়গায় শুটিং করার ইচ্ছা আছে। হয় দার্জিলিং না হয় কালিংপং। সবে চিত্রনাট্যকের কাজ শেষ করে প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.