ETV Bharat / sitara

আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ - আমির খানের বিবাহবিচ্ছেদ

বিবাহবিচ্ছেদের পর তিনি ও কিরণ রাও (Kiran Rao) দুজনেই খুব আনন্দে আছেন ৷ জানালেন বলিউডের অভিনেতা আমির খান (Aamir Khan) ৷

watch-aamir-khan-on-divorce-with-kiran-rao-we-are-both-very-happy
কিরণ ও আমি দুজনেই খুব আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন আমির
author img

By

Published : Jul 4, 2021, 3:53 PM IST

Updated : Jul 4, 2021, 4:27 PM IST

মুম্বই, 4 জুলাই : বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির খান (Aamir Khan) ও কিরণ রাও ৷ ভক্তদের আশ্বস্ত করে জানালেন, এই সিদ্ধান্তের পর তিনি ও কিরণ রাও (Kiran Rao) দুজনেই খুব আনন্দে আছেন ৷ শনিবারই যুগ্ম বিবৃতি দিয়ে তাঁদের 15 বছরের বৈবাহিক সম্পর্কে ছেদ টানার কথা ঘোষণা করেছিলেন আমির ও কিরণ ৷ এরপর আজ একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দুজনে একসঙ্গে যোগ দেন তাঁরা ৷

এ দিন কিরণকে পাশে বসিয়ে আমির বলেন, "আপনাদের হয়ত দুঃখ হয়েছে, কষ্ট পেয়েছেন ৷ আমরা এটুকুই বলতে চাই যে, আমরা এখন খুব আনন্দে আছি ৷ এখনও আমরা একটাই পরিবার ৷ আমাদের সম্পর্কে পরিবর্তন এসেছে ৷ কিন্তু আমরা একে-অপরের সঙ্গেই আছি ৷ তাই আপনারা এ সব ভাববেন না ৷ আর পানি ফাউন্ডেশন আমাদের কাছে আমাদের সন্তান আজাদের মতোই ৷ আমরা সবসময় পরিবারই থাকব ৷ আপনারা আশীর্বাদ করুন, যাতে আমরা আনন্দে থাকি ৷" কথার মাঝেই কিরণের হাতটা টেনে নিজের হাতে নিয়ে নেন আমির ৷ তাঁর কথার সঙ্গে যে তিনি সম্পূর্ণ একমত তা বুঝিয়ে দেন কিরণ রাও-ও ৷

আরও পড়ুন: 15 বছরের দাম্পত্যে ইতি টানলেন আমির-কিরণ

শনিবার একটি যৌথ বিবৃতি দিয়ে তাঁদের বিয়েতে ইতি টানার কথা ঘোষণা করেন আমির খান ও কিরণ রাও ৷ বিবৃতিতে তাঁরা বলেন, "আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই ৷ তবে স্বামী-স্ত্রী হিসেবে আর নয়, বাচ্চাদের জন্য বাবা-মা এবং একে অপরের পরিবার হিসাবে থাকব ।"

আরও পড়ুন: কিরণ ছাড়া জীবনটাই বৃথা, বলেছিলেন আমির ; আজ দু'জনের পথ দুদিকে

আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ

2005 সালের ডিসেম্বরে বিয়ে করেন কিরণ ও আমির ৷ 2001 সালে লগান ছবির সেটে তাঁদের আলাপ ৷ লগান ছবিতে কিরণ আশুতোষ গোয়ারেকরের (Ashutosh Gowariker) সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ৷ ফিল্মের ভুবনের সঙ্গে সেই তখন থেকেই বন্ধুত্ব গাঢ় হয় ৷ তবে তার আগেও আমির অভিনীত দিল চাহতা হ্যায় (Dil Chahta Hai) ফিল্মে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন কিরণ ৷ তিন বছর লিভ-ইনের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা ৷ 2011 সালের ডিসেম্বরে সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদ রাও খান জন্মায় ৷ আগের স্ত্রী রিনার পক্ষে আমিরের আরও দুই ছেলেমেয়ে আছে ৷ রিনার সঙ্গে আমিরের 16 বছরের সম্পর্ক ভাঙে 2002 সালে ৷

মুম্বই, 4 জুলাই : বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির খান (Aamir Khan) ও কিরণ রাও ৷ ভক্তদের আশ্বস্ত করে জানালেন, এই সিদ্ধান্তের পর তিনি ও কিরণ রাও (Kiran Rao) দুজনেই খুব আনন্দে আছেন ৷ শনিবারই যুগ্ম বিবৃতি দিয়ে তাঁদের 15 বছরের বৈবাহিক সম্পর্কে ছেদ টানার কথা ঘোষণা করেছিলেন আমির ও কিরণ ৷ এরপর আজ একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দুজনে একসঙ্গে যোগ দেন তাঁরা ৷

এ দিন কিরণকে পাশে বসিয়ে আমির বলেন, "আপনাদের হয়ত দুঃখ হয়েছে, কষ্ট পেয়েছেন ৷ আমরা এটুকুই বলতে চাই যে, আমরা এখন খুব আনন্দে আছি ৷ এখনও আমরা একটাই পরিবার ৷ আমাদের সম্পর্কে পরিবর্তন এসেছে ৷ কিন্তু আমরা একে-অপরের সঙ্গেই আছি ৷ তাই আপনারা এ সব ভাববেন না ৷ আর পানি ফাউন্ডেশন আমাদের কাছে আমাদের সন্তান আজাদের মতোই ৷ আমরা সবসময় পরিবারই থাকব ৷ আপনারা আশীর্বাদ করুন, যাতে আমরা আনন্দে থাকি ৷" কথার মাঝেই কিরণের হাতটা টেনে নিজের হাতে নিয়ে নেন আমির ৷ তাঁর কথার সঙ্গে যে তিনি সম্পূর্ণ একমত তা বুঝিয়ে দেন কিরণ রাও-ও ৷

আরও পড়ুন: 15 বছরের দাম্পত্যে ইতি টানলেন আমির-কিরণ

শনিবার একটি যৌথ বিবৃতি দিয়ে তাঁদের বিয়েতে ইতি টানার কথা ঘোষণা করেন আমির খান ও কিরণ রাও ৷ বিবৃতিতে তাঁরা বলেন, "আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই ৷ তবে স্বামী-স্ত্রী হিসেবে আর নয়, বাচ্চাদের জন্য বাবা-মা এবং একে অপরের পরিবার হিসাবে থাকব ।"

আরও পড়ুন: কিরণ ছাড়া জীবনটাই বৃথা, বলেছিলেন আমির ; আজ দু'জনের পথ দুদিকে

আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ

2005 সালের ডিসেম্বরে বিয়ে করেন কিরণ ও আমির ৷ 2001 সালে লগান ছবির সেটে তাঁদের আলাপ ৷ লগান ছবিতে কিরণ আশুতোষ গোয়ারেকরের (Ashutosh Gowariker) সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ৷ ফিল্মের ভুবনের সঙ্গে সেই তখন থেকেই বন্ধুত্ব গাঢ় হয় ৷ তবে তার আগেও আমির অভিনীত দিল চাহতা হ্যায় (Dil Chahta Hai) ফিল্মে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন কিরণ ৷ তিন বছর লিভ-ইনের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা ৷ 2011 সালের ডিসেম্বরে সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদ রাও খান জন্মায় ৷ আগের স্ত্রী রিনার পক্ষে আমিরের আরও দুই ছেলেমেয়ে আছে ৷ রিনার সঙ্গে আমিরের 16 বছরের সম্পর্ক ভাঙে 2002 সালে ৷

Last Updated : Jul 4, 2021, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.