মুম্বই, 18 মার্চ : ধর্ম প্রোডাকশনসের সিইও অপূর্ব মেহতার জন্মদিনে নিজেদের গ্রান্ড এন্ট্রি দিয়ে সকলকে অবাক করে দিলেন বলিউডের নতুন তারকা জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ একদিকে যেমন ক্যাটরিনার নীল পরীর সাজ সকলকে মোহিত করেছে, তেমনই আকর্ষণীয় ছিল ভিকির পোশাকও ৷ তাঁর কালো ফ্লোরাল প্রিন্ট ব্লেজার এদিন অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে ৷
এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে না আসতেই প্রশংসা বর্ষণ শুরু করেছেন অনুরাগীরা ৷ যেমন একজন নেটিজেন লেখেন, "ওদের দু‘জনকে একসঙ্গে ভীষণ 'হট' লাগে ৷ " অপূর্ব মেহতার এই জন্মদিনের পার্টিতে ভিকি ক্য়াটরিনা ছাড়াও ছিলেন অনন্যা পান্ডে, সঞ্জয় কাপুর এবং তার স্ত্রী মাহিপ কাপুর, ববি দেওল, নুশরাত ভরুচা, গৌরী খান, আরিয়ান খান এবং অন্যান্যরা (Celebs at Apoorva Mehta birthday bash )।
কাজের ক্ষেত্রে দেখতে গেলে আগামীতে ভিকিকে দেখা যাবে লক্ষণ উটেকরের নতুন রোমান্টিক ছবিতে ৷ যদিও এই ছবির এখনও নাম ঠিক হয়নি ৷ খবর অনুযায়ী তাঁর পরের ছবিতে তৃপ্তি ডিমরির সঙ্গে অভিনয় করবেন ভিকি ৷ অন্যদিকে ক্যাটরিনার নতুন ছবি 'টাইগার 3' এর অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে ৷ এই ছবিতে বলিউডের ভাইজানের সঙ্গে ফের একবার জুটি বাঁধছেন অভিনেত্রী ৷