ETV Bharat / sitara

Viral Pic of Vicky and Katrina : আলাদা আলাদা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া মাতালেন ভিক্যাট - vicky kaushal and katrina kaif goes viral with their insta post

ফের একবার সোশ্য়াল মিডিয়ায় মাতালেন ভিক্যাট ৷ একদিকে যেমন মালদ্বীপের ছবি দিয়ে নজর কাড়লেন ক্যাটরিনা তেমনই ভাইরাল হল ভিকির জ্যামিং (Jamming from vicky and picture of katrina goes viral) ৷

Vicky and Katrina goes Viral
সোশ্য়াল মিডিয়া মাতালেন ভি-ক্যাট
author img

By

Published : Jan 24, 2022, 4:48 PM IST

Updated : Jan 24, 2022, 9:26 PM IST

মুম্বই, 24 জানুয়ারি : ফের একবার সোশ্য়াল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করলেন ভিক্যাট (Vkat Steal the Show again in Social media) ৷ তবে একসঙ্গে নয় বরং একেবারেই স্বতন্ত্রভাবে ৷ একদিকে যেমন সোমবার সকালে ছবির কাজে রওনা হওয়ার সময় গাড়ির ভিতর বসে জ্যামিং-এর ভিডিও করে মন মাতালেন ভিকি কৌশল, তেমনি অন্যদিকে মালদ্বীপের ছবি সামনে আনলেন ক্যাটরিনা ৷ ভিকি বর্তমানে কাজ করছেন সারা আলির খানের সঙ্গে, যদিও সেই ছবির নাম এখনও সামনে আসেনি ৷ আর সেই শ্যুটিংয়ে যাওয়ার সময়ই গাড়িতে একেবারে দিল খোলা মেজাজে পাওয়া গেল অভিনেতাকে ৷

অক্ষয় কুমার অভিনীত ব্লু ছবির একটি গানে গলা মেলাতে দেখা গেল তাঁকে ৷ ব্লেজ, রাকিব আলম, সোনু কক্কর, জাসপ্রীত সিং, নেহা কক্কর এবং দিলশাদের গাওয়া গানটি রীতিমত উচ্ছ্বসিত কণ্ঠে জ্যাম করেছেন ভিকি ৷ আর তাতেই অনুরাগীদের বক্তব্য একদিন ভিক্যাটকে একসঙ্গে জ্যামিং করতে দেখতে চান তাঁরা ৷ একদিকে যখন ভিডিও দিয়ে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করলেন ভিকি, তখন অন্যদিকে মালদ্বীপের ছবি শেয়ার করে ইনস্টা মাতালেন ক্যাটও ৷

আরও পড়ুন : ক্যামেরাবন্দি হচ্ছিলেন জানতেন না! ভামিকার ছবি প্রকাশ না করতে অনুরোধ বিরুষ্কার

গত 22 জানুয়ারি মুম্বই বিমান বন্দরে তাঁকে দেখার পর অনেকেই মনে করেছিলেন, ভিকির সঙ্গে সময় কাটাতে হয়ত বা মধ্যপ্রদেশের পথে রওনা দিলেন ক্যাটরিনা ৷ তবে এবার জানা গেল তাঁর বিমানের গন্তব্য ছিল মালদ্বীপ ৷ নিজের ছবি শেয়ার করে এই বলি সুন্দরী লেখেন, "আমার ভালবাসার জায়গা ৷" যদিও তিনি মালদ্বীপ ছুটি কাটাতেই গিয়েছেন নাকি নতুন ছবির কাজের জন্য তা জানা যায়নি ৷

মুম্বই, 24 জানুয়ারি : ফের একবার সোশ্য়াল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করলেন ভিক্যাট (Vkat Steal the Show again in Social media) ৷ তবে একসঙ্গে নয় বরং একেবারেই স্বতন্ত্রভাবে ৷ একদিকে যেমন সোমবার সকালে ছবির কাজে রওনা হওয়ার সময় গাড়ির ভিতর বসে জ্যামিং-এর ভিডিও করে মন মাতালেন ভিকি কৌশল, তেমনি অন্যদিকে মালদ্বীপের ছবি সামনে আনলেন ক্যাটরিনা ৷ ভিকি বর্তমানে কাজ করছেন সারা আলির খানের সঙ্গে, যদিও সেই ছবির নাম এখনও সামনে আসেনি ৷ আর সেই শ্যুটিংয়ে যাওয়ার সময়ই গাড়িতে একেবারে দিল খোলা মেজাজে পাওয়া গেল অভিনেতাকে ৷

অক্ষয় কুমার অভিনীত ব্লু ছবির একটি গানে গলা মেলাতে দেখা গেল তাঁকে ৷ ব্লেজ, রাকিব আলম, সোনু কক্কর, জাসপ্রীত সিং, নেহা কক্কর এবং দিলশাদের গাওয়া গানটি রীতিমত উচ্ছ্বসিত কণ্ঠে জ্যাম করেছেন ভিকি ৷ আর তাতেই অনুরাগীদের বক্তব্য একদিন ভিক্যাটকে একসঙ্গে জ্যামিং করতে দেখতে চান তাঁরা ৷ একদিকে যখন ভিডিও দিয়ে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করলেন ভিকি, তখন অন্যদিকে মালদ্বীপের ছবি শেয়ার করে ইনস্টা মাতালেন ক্যাটও ৷

আরও পড়ুন : ক্যামেরাবন্দি হচ্ছিলেন জানতেন না! ভামিকার ছবি প্রকাশ না করতে অনুরোধ বিরুষ্কার

গত 22 জানুয়ারি মুম্বই বিমান বন্দরে তাঁকে দেখার পর অনেকেই মনে করেছিলেন, ভিকির সঙ্গে সময় কাটাতে হয়ত বা মধ্যপ্রদেশের পথে রওনা দিলেন ক্যাটরিনা ৷ তবে এবার জানা গেল তাঁর বিমানের গন্তব্য ছিল মালদ্বীপ ৷ নিজের ছবি শেয়ার করে এই বলি সুন্দরী লেখেন, "আমার ভালবাসার জায়গা ৷" যদিও তিনি মালদ্বীপ ছুটি কাটাতেই গিয়েছেন নাকি নতুন ছবির কাজের জন্য তা জানা যায়নি ৷

Last Updated : Jan 24, 2022, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.