জয়পুর, 7 ডিসেম্বর: শুরু হয়ে গিয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal wedding) ও ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠান (Vicky Katrina wedding) ৷ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ ভিক্যাট (Vickat wedding) ৷ জমজমাট আবহ মরু শহরে ৷ রাজকীয় বিয়েতে সামিল ঘনিষ্ঠি অতিথিরা ৷ তবে রাখঢাক এখনও অব্যাহত ৷ বিয়ের ছবি ও ভিডিয়ো যাতে কোনও ভাবেই ছড়িয়ে না পড়ে সে জন্য কড়া নজরদারির ব্যবস্থা হয়েছে ৷ বিশেষ দিনগুলির এক্সক্লুসিভ ফুটেজের স্বত্ব বিক্রি নিয়েও ভাবনাচিন্তা চলছে ৷ এরইমধ্যে অনলাইনে ফাঁস হয়ে গেল সোয়াই মাধোপুরের সিক্স সেনসেস কেল্লার জাঁকজমকের ভিডিয়ো (video from inside venue surfaces online) ৷ স্বাভাবিকভাবেই কয়েক মুহূর্তে তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
মাহেন্দ্রক্ষণ হাজির ৷ তবু এখনও এই নিয়ে টুঁ শব্দ শোনা যায়নি বলিউডের তারকা জুটির থেকে ৷ হাওয়ায় ভেসে থাকা নানা খবরই ছড়িয়ে চলেছে ৷ জীবনের এত বড় একটা ঘটনাকে এখনও পর্যন্ত আড়ালেই রেখে চলেছেন ভিক্যাট ৷ তাঁদের বিয়ের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়া আটকাতেও যাবতীয় সতর্কতা নেওয়া হয়েছে ৷ তবে তা সত্ত্বেও বিয়ের অনুষ্ঠান শুরুর দিনেই অনলাইনে ছড়িয়ে পড়ল বিবাহস্থলের ভিডিয়ো ৷
আরও খবর: Vickat wedding: ভিক্যাটের বিয়ের এক্সক্লুসিভ ফুটেজের দাম 100 কোটি ! নিকইয়াঙ্কার থেকেও বেশি
ফাঁস হয়ে যাওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সিক্স সেনসেস ফোর্টের (Six Senses Fort video) সাজসজ্জা ৷ রাজস্থানের কেল্লায় রাজকীয় বিয়ের আসরে বাজছে সুফি সুর খোয়াজা মেরে খোয়াজা ৷ আর তারই তালে নাচছেন পারফর্মাররা ৷ আলোর ফোয়ারা, হ্যারিকেনের আলো-আঁধারিতে কেল্লা সেজেছে রাজ দরবারের আদলে ৷ এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: Vicky Katrina wedding: বিয়ের আগেই ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাজস্থানে, কেন?
মঙ্গলবার রাতে হতে চলেছে সঙ্গীত (sangeet ceremony) ৷ এরপর বুধবার গায়ে হলুদ ৷ আর 9 তারিখ হল আসল দিন ৷ এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ভিকি ও ক্যাটরিনা (Katrina Kaif wedding)৷ বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা ৷ সে দিনই রাতে নৈশভোজ ও পুলসাইড পার্টির আয়োজন ৷ 12 ডিসেম্বর পর্যন্ত বারওয়ারা কেল্লাতেই থাকবেন নবদম্পতি ৷ বিয়ের পর তাঁরা চৌথমাতার মন্দিরে পুজো দিতে যাবেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: Vicky Katrina wedding: রাজস্থানে আজ থেকে শুরু বিয়ের পর্ব, ত্রিনেত্র গণেশের দ্বারে ভিকি-ক্যাট