জয়পুর, 10 ডিসেম্বর: বিয়ের পর্ব সারা ৷ দীর্ঘ জল্পনা, কানাঘুষোর পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal news) ও ক্যাটরিনা কাইফ (Vicky Katrina wedding) ৷ সোয়াই মাধোপুরে সিক্স সেনসেস ফোর্টে রাজকীয় বিয়ের সাক্ষী থাকলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা ৷ কবীর খান, নেহা ধুপিয়ার মতো হাতেগোনা বলিউডের তারকারাই উপস্থিত ছিলেন ৷ তবে বাকিদের জন্য এবার পালা গ্র্যান্ড রিসেপশন পার্টির (Vicky Katrina reception) ৷ সামনের সপ্তাহেই সেই আয়োজন করেছেন নবদম্পতি ৷ ভিক্যাটকে শুভেচ্ছা জানাতে মুম্বইতে (wedding reception in Mumbai) বসবে চাঁদের হাট ৷ হাজির থাকবেন বলিউডের তাবড় তারকারা ৷ থাকবেন রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রের মানুষজনও ৷
সূত্র মারফৎ জানা গিয়েছে, আর পাঁচজনের মতোই রিসেপশন পার্টি দিয়ে বিয়ের অনুষ্ঠানের পর্ব সাঙ্গ হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif news) ৷ সামনের সপ্তাহেই ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন্য রিসেপশন পার্টি রেখেছেন তাঁরা ৷
আরও পড়ুন: Vickat Wedding Pics : ক্যাটরিনা শুধু ভিকিরই, ছবিই তার প্রমাণ
মেহন্দি, সঙ্গীত ও গায়ে হলুদের পর বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়েন ভিকি ও ক্যাটরিনা ৷ তাঁদের বিয়ের গোটা পর্বই রাখা হয়েছিল লোকচক্ষুর আড়ালে ৷ তবে বিয়ের পর বর ও কনে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বিয়ের ছবি পোস্ট করেন ৷ একটি দু‘টি নয় ৷ চার চারটি ছবি শেয়ার করেছেন ভিক্যাট (Vicky Kaushal and Katrina Kaif Share Wedding Photos) ৷ কোনওটায় ভিকির গলায় মালা পরাচ্ছেন ক্যাটরিনা ৷ আবার কোনওটায় একে অপরের হাতে হাত রেখে এক গাল হাসছেন বর-কনে ৷ সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল ক্যাটসুন্দরীকে ৷ পঞ্জাবি বরের বেশে মানানসই ভিকিও ৷ তাঁদের বিয়ের ভিডিয়ো স্বত্ব একটি ওটিটি প্ল্যাটফর্মকে বিক্রি করে দিয়েছেন ভিক্যাট ৷
আরও পড়ুন : VicKat Wedding : লাল লেহঙ্গায় সেজে ভিকি'র বধূ হলেন ক্যাট
বিয়ের পরদিন সকালেই হেলিকপ্টারে চড়ে জয়পুর বিমানবন্দরে যেতে দেখা যায় নবদম্পতিকে ৷ সেখানেই ভিকির বাবা-মা ও ভাই সানি কৌশলকেও ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা ৷ দেখা গিয়েছে, অভিনেত্রী শর্বরী ওয়াঘ ও প্রযোজক অমৃতপাল সিং বিন্দ্রাকে ৷
আরও পড়ুন : VicKat Wedding : ভাইরাল একাধিক ছবি, কনের সাজে ক্যাটকে দেখতে আকুল আমজনতা